ক্রীড়া ডেস্ক, ঢাকা
গত রাতে লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিপক্ষে রেঁসের ম্যাচে সব আলো কেড়ে নেন লিওনেল মেসি। ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি, গোলও করেননি। তবু মধ্যমণি আর্জেন্টাইন মহাতারকা। যেখানে প্রতিপক্ষের গোলরক্ষকও মেসির গুণমুগ্ধ ভক্ত। ম্যাচ শেষে মেসির কোলে ছেলেকে তুলে দেন রেঁসের গোলরক্ষক প্রেদ্রাগ রাইকোভিচ। সেই ছবিটিই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রেঁসের বিপক্ষে ম্যাচটি পিএসজি জিতেছে ২-০ গোলে। তবে সব ছাপিয়ে ম্যাচের শুরু থেকেই সবাই ক্ষণগননা করছিলেন মেসি কখন মাঠে নামবেন। ৬৬ মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামলে সেই অপেক্ষার প্রহর ফুরোয় ভক্তদের। তবে ভক্তদের চেয়েও বেশি রোমাঞ্চ বোধ হয় ছুঁয়ে গেছে প্রতিপক্ষ রেঁস খেলোয়াড়দের। সবাই লাইন ধরে ছবি তোলেন মেসির সঙ্গে। তবে গোলরক্ষক রাইকোভিচ অবশ্য একধাপ এগিয়ে ছিলেন! রেঁসের এই সার্বিয়ান গোলরক্ষক নিজে মেসির বড় ভক্ত।
ম্যাচ শেষে রাইকোভিচ ছুটে যান মেসির কাছে। সঙ্গে করে নেন ছেলেকেও। ছেলেকে মেসির কোলে তুলে দিয়ে আবদার করে বসেন ছবি তোলার। মেসিও হাসিমুখে রাইকোভিচের ছেলেকে কোলে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। মুঠোফোনে ফ্রেমবন্দী করেন রাইকোভিচ নিজেই।
ছবিটি পরে ইনস্টাগ্রামে পোস্ট করেন রাইকোভিচের স্ত্রী অ্যানা। ক্যাপশনে লেখেন, ‘ধন্যবাদ লিওনেল মেসি’। রাইকোভিচের স্ত্রী অ্যানাও মেসির বড় ভক্ত।
গত রাতে লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিপক্ষে রেঁসের ম্যাচে সব আলো কেড়ে নেন লিওনেল মেসি। ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি, গোলও করেননি। তবু মধ্যমণি আর্জেন্টাইন মহাতারকা। যেখানে প্রতিপক্ষের গোলরক্ষকও মেসির গুণমুগ্ধ ভক্ত। ম্যাচ শেষে মেসির কোলে ছেলেকে তুলে দেন রেঁসের গোলরক্ষক প্রেদ্রাগ রাইকোভিচ। সেই ছবিটিই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রেঁসের বিপক্ষে ম্যাচটি পিএসজি জিতেছে ২-০ গোলে। তবে সব ছাপিয়ে ম্যাচের শুরু থেকেই সবাই ক্ষণগননা করছিলেন মেসি কখন মাঠে নামবেন। ৬৬ মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামলে সেই অপেক্ষার প্রহর ফুরোয় ভক্তদের। তবে ভক্তদের চেয়েও বেশি রোমাঞ্চ বোধ হয় ছুঁয়ে গেছে প্রতিপক্ষ রেঁস খেলোয়াড়দের। সবাই লাইন ধরে ছবি তোলেন মেসির সঙ্গে। তবে গোলরক্ষক রাইকোভিচ অবশ্য একধাপ এগিয়ে ছিলেন! রেঁসের এই সার্বিয়ান গোলরক্ষক নিজে মেসির বড় ভক্ত।
ম্যাচ শেষে রাইকোভিচ ছুটে যান মেসির কাছে। সঙ্গে করে নেন ছেলেকেও। ছেলেকে মেসির কোলে তুলে দিয়ে আবদার করে বসেন ছবি তোলার। মেসিও হাসিমুখে রাইকোভিচের ছেলেকে কোলে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। মুঠোফোনে ফ্রেমবন্দী করেন রাইকোভিচ নিজেই।
ছবিটি পরে ইনস্টাগ্রামে পোস্ট করেন রাইকোভিচের স্ত্রী অ্যানা। ক্যাপশনে লেখেন, ‘ধন্যবাদ লিওনেল মেসি’। রাইকোভিচের স্ত্রী অ্যানাও মেসির বড় ভক্ত।
এটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
১৯ মিনিট আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৪ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৪ ঘণ্টা আগে