ক্রীড়া ডেস্ক
পাঁচ ম্যাচে ৯ গোল। টানা দুই ম্যাচে হ্যাটট্রিক। একজন স্ট্রাইকারের এর চেয়ে মধুর শুরু আর হতেই পারে না! ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বিশ্বের সবচেয়ে কঠিন লিগে খেলতে নেমে রেকর্ড ভাঙার খেলায় যেন খেলতে নেমেছেন আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকারের কাছে ভাঙবে সার্জিও আগুয়েরোর ২৬০ রেকর্ড, এমনটা আগেভাগেই ভবিষ্যদ্বাণী করে রেখেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে দারুণ এক হ্যাটট্রিকে ম্যানসিটিকে দারুণ এক জয় এনে দিয়েছেন হালান্ড। গতকাল রাতে নটিংহাম ফরেস্টকে তো ম্যাচে ফেরার সুযোগই দেননি সাবেক বরুসিয়া তারকা। ইতিহাদ স্টেডিয়ামে ১২, ২৩ ও ৩৮ মিনিটে গোল করেছেন। সঙ্গে হুলিয়ান আলভারেজের জোড়া ও হোয়াও ক্যানসেলোর গোলে ৬-০ ব্যবধানে নটিংহামের ‘বন’ উজাড় করে দিয়েছে ম্যানসিটি।
রেডবুল সালযবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ডে নিজের গোল করার জন্মগত প্রতিভার জানান দিয়েছিলেন হালান্ড। তবে সত্যিকারের তারকা হয়ে ওঠার জন্য হালান্ডকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার পরামর্শ দিয়েছিলেন সাবেক ফুটবলাররা। পাঁচ ম্যাচে ৯ গোল করে নরওয়েজিয়ান তারকাও বুঝিয়ে দিয়েছেন, গোল তিনি করতে পারবেন যেকোনো লিগেই!
ইংলিশ প্রিমিয়ার লিগে এর আগে পাঁচ ম্যাচে ৮ গোল করার কৃতিত্ব ছিল কেবল দুজনের। ম্যানসিটি কিংবদন্তি সার্জিও আগুয়েরো ও মিক কুইনের। দুজনের রেকর্ড ভেঙেছেন হালান্ড, টানা দুই হ্যাটট্রিকে ছুঁয়েছেন হ্যারি কেনকে। ২০১৭ সালে পর পর দুই ম্যাচে হ্যাটট্রিক করার কৃতিত্বটা এত দিন ছিল টটেনহ্যাম অধিনায়কের।
ম্যানসিটির সর্বোচ্চ গোল স্কোরারের রেকর্ডটা হালান্ডই ভাঙবেন, এমনটাই বলছেন গার্দিওলা। আগুয়েরোর ২৬০ গোলের রেকর্ড ভেঙে নিজেকে অন্য উচ্চতায় তুলবেন তাঁর নতুন শিষ্য এমনটা দাবি করে ম্যানসিটি কোচ গতকাল ম্যাচ শেষে বলেছেন, ‘সার্জিও একজন কিংবদন্তি। আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটা সে করেছে, সিটি ভক্তদের মনে তার যে জায়গা, সেটা ভাঙার সাহস কারও নেই। তবে আর্লিংয়ের মধ্যে সেই সম্ভাবনাটা আছে।’
গার্দিওলা আরও বলেন, ‘সার্জিও যা করেছে, সেটা অবিশ্বাস্য। কিন্তু আর্লিং প্রতিভাবান। যখন সিটি আর্লিংকে কেনার সিদ্ধান্ত নিয়েছিল, তখন সবাই তাঁর অতীত নিয়ে কথা বলছিল। আমরা শুধু তাঁকে সাহায্য করতে চাই। আশা করি সে উপভোগ করবে আর অনেক গোল করবে।’
তবে আগুয়েরোর জায়গায় স্থান করে নিতে হলে হালান্ডকে শিরোপা জিততে হবে বলেও মনে করিয়ে দিয়েছেন গার্দিওলা, ‘নরওয়ে, অস্ট্রিয়া ও জার্মানিতে সে যা করেছে, সেটা সে এখানেও করছে। বলে ছোঁয়া পেলেই সে গোল করে, আমরা সেটা জানি। সে সব সময়ই গোল করে। তবে আমরা খারাপ খেললে সে গোল করতে পারে না।’
পাঁচ ম্যাচে ৯ গোল। টানা দুই ম্যাচে হ্যাটট্রিক। একজন স্ট্রাইকারের এর চেয়ে মধুর শুরু আর হতেই পারে না! ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বিশ্বের সবচেয়ে কঠিন লিগে খেলতে নেমে রেকর্ড ভাঙার খেলায় যেন খেলতে নেমেছেন আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকারের কাছে ভাঙবে সার্জিও আগুয়েরোর ২৬০ রেকর্ড, এমনটা আগেভাগেই ভবিষ্যদ্বাণী করে রেখেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে দারুণ এক হ্যাটট্রিকে ম্যানসিটিকে দারুণ এক জয় এনে দিয়েছেন হালান্ড। গতকাল রাতে নটিংহাম ফরেস্টকে তো ম্যাচে ফেরার সুযোগই দেননি সাবেক বরুসিয়া তারকা। ইতিহাদ স্টেডিয়ামে ১২, ২৩ ও ৩৮ মিনিটে গোল করেছেন। সঙ্গে হুলিয়ান আলভারেজের জোড়া ও হোয়াও ক্যানসেলোর গোলে ৬-০ ব্যবধানে নটিংহামের ‘বন’ উজাড় করে দিয়েছে ম্যানসিটি।
রেডবুল সালযবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ডে নিজের গোল করার জন্মগত প্রতিভার জানান দিয়েছিলেন হালান্ড। তবে সত্যিকারের তারকা হয়ে ওঠার জন্য হালান্ডকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার পরামর্শ দিয়েছিলেন সাবেক ফুটবলাররা। পাঁচ ম্যাচে ৯ গোল করে নরওয়েজিয়ান তারকাও বুঝিয়ে দিয়েছেন, গোল তিনি করতে পারবেন যেকোনো লিগেই!
ইংলিশ প্রিমিয়ার লিগে এর আগে পাঁচ ম্যাচে ৮ গোল করার কৃতিত্ব ছিল কেবল দুজনের। ম্যানসিটি কিংবদন্তি সার্জিও আগুয়েরো ও মিক কুইনের। দুজনের রেকর্ড ভেঙেছেন হালান্ড, টানা দুই হ্যাটট্রিকে ছুঁয়েছেন হ্যারি কেনকে। ২০১৭ সালে পর পর দুই ম্যাচে হ্যাটট্রিক করার কৃতিত্বটা এত দিন ছিল টটেনহ্যাম অধিনায়কের।
ম্যানসিটির সর্বোচ্চ গোল স্কোরারের রেকর্ডটা হালান্ডই ভাঙবেন, এমনটাই বলছেন গার্দিওলা। আগুয়েরোর ২৬০ গোলের রেকর্ড ভেঙে নিজেকে অন্য উচ্চতায় তুলবেন তাঁর নতুন শিষ্য এমনটা দাবি করে ম্যানসিটি কোচ গতকাল ম্যাচ শেষে বলেছেন, ‘সার্জিও একজন কিংবদন্তি। আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটা সে করেছে, সিটি ভক্তদের মনে তার যে জায়গা, সেটা ভাঙার সাহস কারও নেই। তবে আর্লিংয়ের মধ্যে সেই সম্ভাবনাটা আছে।’
গার্দিওলা আরও বলেন, ‘সার্জিও যা করেছে, সেটা অবিশ্বাস্য। কিন্তু আর্লিং প্রতিভাবান। যখন সিটি আর্লিংকে কেনার সিদ্ধান্ত নিয়েছিল, তখন সবাই তাঁর অতীত নিয়ে কথা বলছিল। আমরা শুধু তাঁকে সাহায্য করতে চাই। আশা করি সে উপভোগ করবে আর অনেক গোল করবে।’
তবে আগুয়েরোর জায়গায় স্থান করে নিতে হলে হালান্ডকে শিরোপা জিততে হবে বলেও মনে করিয়ে দিয়েছেন গার্দিওলা, ‘নরওয়ে, অস্ট্রিয়া ও জার্মানিতে সে যা করেছে, সেটা সে এখানেও করছে। বলে ছোঁয়া পেলেই সে গোল করে, আমরা সেটা জানি। সে সব সময়ই গোল করে। তবে আমরা খারাপ খেললে সে গোল করতে পারে না।’
ইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা....
১৩ মিনিট আগেসাদা বলের ক্রিকেটে জাতীয় দলের লোয়ার অর্ডারের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন জাকের আলী অনিক। গত বিপিএলে মিডল ও লোয়ার অর্ডারে ইমপ্যাক্টফুল ব্যাটিং তাঁকে জাতীয় দলে জায়গা করে দেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। ওয়েস্ট ইন্ডিজে দারুণ একটা সফরের পর চলতি বিপিএলেও চেষ্টা করছেন....
১ ঘণ্টা আগেঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১৪ ঘণ্টা আগে