ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ, গোলসংখ্যা—দুটি রেকর্ডই ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে রয়েছে এখনো। ক্লাব ফুটবলেও গড়ছেন একের পর এক রেকর্ড। গোল করা তো এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি।
রেকর্ডের পর রেকর্ড গড়া রোনালদোর বয়স এ বছর পেরিয়ে গেছে ৩৯ বছর। যতই বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারফরম্যান্স করে চলুন রোনালদো, কোনো না কোনো সময় তো থামতে হয়ই। তাঁর (রোনালদো) বয়সে অনেকেই পেশাদার ফুটবল থেকে অবসর নেন। কেউবা আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলের কোনো না কোনো একটা ছেড়ে দেন। রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ যেন তেমন কিছুরই (রোনালদোর অবসর) ইঙ্গিত দিলেন। প্যারিস ফ্যাশন উইকের এক অনুষ্ঠানে ‘রোনালদোর নাম ও ৭ নম্বর’ লেখা জার্সি পরে যান রদ্রিগেজ। সেখানে রদ্রিগেজ বলেন, ‘ক্রিস্টিয়ানো আর এক বছর আছেন। তারপর তার শেষ। দুই বছরও হতে পারে। আমি জানি না।’
আল নাসরের হয়ে ১৪-১৫ মাসের ক্যারিয়ারেও দুর্দান্ত খেলছেন রোনালদো। সৌদি ক্লাবটির হয়ে ৪৮ ম্যাচে করেছেন ৪২ গোল। ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক ফুটবল মিলে ৫৪ গোল করে গত বছরের সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল তাঁরই। স্পোর্টিং সিপি, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড—চার ইউরোপীয় ক্লাবে খেলার পর এশিয়ান কন্ডিশনে মানিয়ে নিয়েছেন দ্রুতই।
২০২৩-২৪ মৌসুমে রোনালদোর সময়টা অবশ্য কাটছে অম্লমধুর। সৌদি প্রো লিগের নতুন মৌসুমে ২০ ম্যাচে করেন ২২ গোল। যা এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দুইয়ে আল নাসর। তবে দর্শকদের প্রতি বাজে ইঙ্গিত করায় সৌদি প্রো লিগে এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন। গুনতে হয় বাংলাদেশি ৯ লাখ টাকার মতো জরিমানা। এমনকি চোটে পড়ায় বেশ কিছু ম্যাচ তাঁর খেলাও হয়নি।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ, গোলসংখ্যা—দুটি রেকর্ডই ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে রয়েছে এখনো। ক্লাব ফুটবলেও গড়ছেন একের পর এক রেকর্ড। গোল করা তো এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি।
রেকর্ডের পর রেকর্ড গড়া রোনালদোর বয়স এ বছর পেরিয়ে গেছে ৩৯ বছর। যতই বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারফরম্যান্স করে চলুন রোনালদো, কোনো না কোনো সময় তো থামতে হয়ই। তাঁর (রোনালদো) বয়সে অনেকেই পেশাদার ফুটবল থেকে অবসর নেন। কেউবা আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলের কোনো না কোনো একটা ছেড়ে দেন। রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ যেন তেমন কিছুরই (রোনালদোর অবসর) ইঙ্গিত দিলেন। প্যারিস ফ্যাশন উইকের এক অনুষ্ঠানে ‘রোনালদোর নাম ও ৭ নম্বর’ লেখা জার্সি পরে যান রদ্রিগেজ। সেখানে রদ্রিগেজ বলেন, ‘ক্রিস্টিয়ানো আর এক বছর আছেন। তারপর তার শেষ। দুই বছরও হতে পারে। আমি জানি না।’
আল নাসরের হয়ে ১৪-১৫ মাসের ক্যারিয়ারেও দুর্দান্ত খেলছেন রোনালদো। সৌদি ক্লাবটির হয়ে ৪৮ ম্যাচে করেছেন ৪২ গোল। ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক ফুটবল মিলে ৫৪ গোল করে গত বছরের সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল তাঁরই। স্পোর্টিং সিপি, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড—চার ইউরোপীয় ক্লাবে খেলার পর এশিয়ান কন্ডিশনে মানিয়ে নিয়েছেন দ্রুতই।
২০২৩-২৪ মৌসুমে রোনালদোর সময়টা অবশ্য কাটছে অম্লমধুর। সৌদি প্রো লিগের নতুন মৌসুমে ২০ ম্যাচে করেন ২২ গোল। যা এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দুইয়ে আল নাসর। তবে দর্শকদের প্রতি বাজে ইঙ্গিত করায় সৌদি প্রো লিগে এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন। গুনতে হয় বাংলাদেশি ৯ লাখ টাকার মতো জরিমানা। এমনকি চোটে পড়ায় বেশ কিছু ম্যাচ তাঁর খেলাও হয়নি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩৬ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
২ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে