ক্রীড়া ডেস্ক
গত মৌসুমে কোচ ছাঁটাইয়ে রেকর্ড গড়েছিল প্রিমিয়ার লিগ। ২০২২-২৩ মৌসুমে মোট ১৪ জন কোচ হয় চাকরি ছেড়েছিলেন, নয় বরখাস্ত হয়েছেন, যা ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে সর্বোচ্চ। এবারও কি সেই পথে হাঁটছে প্রিমিয়ার লিগ?
এ নিয়ে এই মৌসুমে চার কোচের চাকরি গেল বা তাঁরা চাকরি ছাড়তে বাধ্য হলেন। উলভস থেকে হুলেন লোপেতেগি, শেফিল্ড ইউনাইটেড থেকে পল হেকিংবটম ও নটিংহাম ফরেস্ট থেকে স্টিভ কুপার—এবার তাঁদের সঙ্গে যোগ হলো ক্রিস্টাল প্যালেসের কোচ রয় হজসনের নাম।
সপ্তাহখানেক আগে হজসনের বরখাস্ত হওয়ার কথাবার্তা চলছিল। কয়েক দিন আগে সংবাদ সম্মেলন করে চাকরি ছাড়ার কথা জানানোর কথা ৭৬ বছর বয়সী ইংলিশ কোচের। হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় সেটি আর হয়নি। তবে গত রাতে চাকরি ছেড়েছেন হজসন।
চাকরি অবশ্য ছাড়তে বাধ্য করা হয়েছে। এই মৌসুমে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ১৫তম স্থানে ক্রিস্টাল প্যালেস। অবনমন অঞ্চল থেকে তাদের ব্যবধান ৫ পয়েন্ট। শিষ্যদের এমন বাজে পারফরম্যান্সের কারণে কোপটা পড়ল হজসনের ঘাড়ে। গত বছর দ্বিতীয় মেয়াদে প্যালেসে এসেছিলেন তিনি। এর আগে এই অভিজ্ঞ কোচ সেলহার্স্ট পার্কে ছিলেন ২০১৭-২১ পর্যন্ত।
হজসনকে ছাড়াই গত রাতে গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করেছে প্যালেস। অবশ্য খুব শিগগিরই জার্মান ক্লাব এনট্রাখট ফাঙ্কফুর্টের সাবেক কোচ অলিভার গ্লাসনারের অধীনে খেলবে তারা। ৪৯ বছর বয়সী অস্ট্রিয়ানের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে প্যালেস।
গত রাতে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি বরখাস্ত করেছে কোচ ওয়াল্টার মাজ্জারিকে। মাত্র তিন মাস নেপলসে টিকতে পারলেন এই ইতালিয়ান। তাঁর পরিবর্তে নাপোলির দায়িত্ব দেওয়া হয়েছে স্লোভাকিয়ান কোচ ফ্রান্সেসকো কালজোনাকে।
গত নভেম্বরে নাপোলিতে রুদি গার্সিয়ার স্থলাভিষিক্ত হয়েছিলেন মাজ্জারি। আর দায়িত্ব হারালেন দলকে ৯ নম্বরে অবস্থানে রেখে। এ মৌসুম পর্যন্ত কালজোনার সঙ্গে চুক্তি করেছে নাপোলি। এর আগে ৫৫ বছর বয়সী এই কোচ ক্লাবটিতে মাউরিজিও সারি ও লুসিয়ানো স্পেলেত্তির সহকারী হিসেবে কাজ করেছেন। ২০২২ সালের আগস্টে স্লোভাকিয়ার দায়িত্ব নেন কালজোনা। দেশকে জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেরও টিকিট এনে দেন তিনি।
গত মৌসুমে কোচ ছাঁটাইয়ে রেকর্ড গড়েছিল প্রিমিয়ার লিগ। ২০২২-২৩ মৌসুমে মোট ১৪ জন কোচ হয় চাকরি ছেড়েছিলেন, নয় বরখাস্ত হয়েছেন, যা ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে সর্বোচ্চ। এবারও কি সেই পথে হাঁটছে প্রিমিয়ার লিগ?
এ নিয়ে এই মৌসুমে চার কোচের চাকরি গেল বা তাঁরা চাকরি ছাড়তে বাধ্য হলেন। উলভস থেকে হুলেন লোপেতেগি, শেফিল্ড ইউনাইটেড থেকে পল হেকিংবটম ও নটিংহাম ফরেস্ট থেকে স্টিভ কুপার—এবার তাঁদের সঙ্গে যোগ হলো ক্রিস্টাল প্যালেসের কোচ রয় হজসনের নাম।
সপ্তাহখানেক আগে হজসনের বরখাস্ত হওয়ার কথাবার্তা চলছিল। কয়েক দিন আগে সংবাদ সম্মেলন করে চাকরি ছাড়ার কথা জানানোর কথা ৭৬ বছর বয়সী ইংলিশ কোচের। হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় সেটি আর হয়নি। তবে গত রাতে চাকরি ছেড়েছেন হজসন।
চাকরি অবশ্য ছাড়তে বাধ্য করা হয়েছে। এই মৌসুমে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ১৫তম স্থানে ক্রিস্টাল প্যালেস। অবনমন অঞ্চল থেকে তাদের ব্যবধান ৫ পয়েন্ট। শিষ্যদের এমন বাজে পারফরম্যান্সের কারণে কোপটা পড়ল হজসনের ঘাড়ে। গত বছর দ্বিতীয় মেয়াদে প্যালেসে এসেছিলেন তিনি। এর আগে এই অভিজ্ঞ কোচ সেলহার্স্ট পার্কে ছিলেন ২০১৭-২১ পর্যন্ত।
হজসনকে ছাড়াই গত রাতে গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করেছে প্যালেস। অবশ্য খুব শিগগিরই জার্মান ক্লাব এনট্রাখট ফাঙ্কফুর্টের সাবেক কোচ অলিভার গ্লাসনারের অধীনে খেলবে তারা। ৪৯ বছর বয়সী অস্ট্রিয়ানের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে প্যালেস।
গত রাতে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি বরখাস্ত করেছে কোচ ওয়াল্টার মাজ্জারিকে। মাত্র তিন মাস নেপলসে টিকতে পারলেন এই ইতালিয়ান। তাঁর পরিবর্তে নাপোলির দায়িত্ব দেওয়া হয়েছে স্লোভাকিয়ান কোচ ফ্রান্সেসকো কালজোনাকে।
গত নভেম্বরে নাপোলিতে রুদি গার্সিয়ার স্থলাভিষিক্ত হয়েছিলেন মাজ্জারি। আর দায়িত্ব হারালেন দলকে ৯ নম্বরে অবস্থানে রেখে। এ মৌসুম পর্যন্ত কালজোনার সঙ্গে চুক্তি করেছে নাপোলি। এর আগে ৫৫ বছর বয়সী এই কোচ ক্লাবটিতে মাউরিজিও সারি ও লুসিয়ানো স্পেলেত্তির সহকারী হিসেবে কাজ করেছেন। ২০২২ সালের আগস্টে স্লোভাকিয়ার দায়িত্ব নেন কালজোনা। দেশকে জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেরও টিকিট এনে দেন তিনি।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
৩৭ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১১ ঘণ্টা আগে