পেনাল্টি নিতে গিয়েই বিশ্বকাপ ঝুঁকিতে দিবালা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২২, ১৪: ১৬
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৪: ৪৬

কাতার বিশ্বকাপ শুরু হতে আর দেড় মাসও বাকি নেই। এরই মধ্যে আর্জেন্টিনাকে দু:সংবাদ দিলেন পাওলো দিবালা। গতকাল অলিম্পিক স্টেডিয়ামে সিরি-‘আ’তে রোমা-লেসি ম্যাচে পেনাল্টি নিতে চোটে পড়লেন দিবালা। তাতে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের বিশ্বকাপ খেলা অনেকটা ঝুঁকিতে পড়েছে।

অলিম্পিক স্টেডিয়ামে গতকাল লেসির বিপক্ষে ৪৮ মিনিটে পেনাল্টি পায় রোমা। পেনাল্টিতে বাঁ পায়ের শটে গোল করেন দিবালা। তবে সেই গোল আর উদযাপন করতে পারেননি তিনি। মাংসপেশির চোটে পড়ে মাঠ ছাড়তে হয় দিবালাকে। চোটের ভয়াবহতা সম্পর্কে হোসে মরিনহো আশঙ্কা, ২০২২ ফুটবল বিশ্বকাপ হয়তো নাও খেলতে পারেন দিবালা। রোমার কোচ বলেন, ‘চোটের অবস্থা খুবই খারাপ। আমি পাওলোর সঙ্গে কথা বলেছি। আমার মনে হচ্ছে খুবই খারাপ।’

২০১৫ থেকে আন্তর্জাতিক ফুটবল খেলছেন দিবালা। আর্জেন্টিনার জার্সিতে ৩৪ ম্যাচে করেছেন তিন গোল। আর ক্লাব ফুটবলে এখন পর্যন্ত ৪১৫ ম্যাচে করেছেন ১৫২ গোল।  জুভেন্টাসের সাত বছর শেষে চলতি মৌসুমে রোমাতে পাড়ি জমিয়েছেন দিবালা। রোমার জার্সিতে ১১ ম্যাচে করেছেন ৭ গোল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত