রেকর্ড গড়ার ম্যাচে ভক্তের সঙ্গে সেলফি নেইমারের 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ১৬
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ০৭

কাতার বিশ্বকাপের সময়ই পেলেকে ছুঁয়েছিলেন নেইমার। এরপর চোটে পড়ায় অনেক দিন ফুটবলের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোল করার রেকর্ডও করা হয়নি তাঁর। অবশেষে আজ তাঁর সেই অপেক্ষা ফুরিয়েছে। বলিভিয়াকে উড়িয়ে দেওয়ার ম্যাচে রেকর্ড তো গড়েছেন, খ্যাতির বিড়ম্বনায়ও তাঁকে পড়তে হয়েছে।

ম্যাঙ্গুইরাও স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলেছে ব্রাজিল। প্রথমার্ধেই রেকর্ড গড়ার বেশ কিছু সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি নেইমার, যার মধ্যে ১৭ মিনিটে পেনাল্টিতে গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ব্রাজিলের ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। প্রথমার্ধে গোল না করতে পারলেও নেইমারের অপেক্ষা ফুরিয়েছে দ্বিতীয়ার্ধে। ৬১ মিনিটে ডান পায়ের শটে গোল করে রেকর্ডটি নিজের করে নেন তিনি। পেলের ৭৭ গোল ছাড়িয়ে এখন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার।

রেকর্ড গড়ার পর অতিরিক্ত সময়ের ৩ মিনিটে আরও এক গোল করেন নেইমার। দ্বিতীয় গোলের পরই দুই ভক্ত মাঠের ভেতরে ঢুকে পড়েন। ভক্তের আবদার মেটাতে সেলফিও তোলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। নিরাপত্তাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই ঘটে এমন ঘটনা। 

১২৫ ম্যাচ খেলে নেইমারের গোল এখন ৭৯। ৭৭ গোল করে ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা পেলে। প্রয়াত ব্রাজিল কিংবদন্তি খেলেছেন ৯২ ম্যাচ। তালিকায় তিন নম্বরে থাকা রোনালদো নাজারিও করেছেন ৬২ গোল। 

ব্রাজিলের সর্বোচ্চ পাঁচ গোলদাতা: 
খেলোয়াড়                                 গোল          ম্যাচ
নেইমার                                     ৭৯              ১২৫ 
পেলে                                        ৭৭               ৯২ 
রোনালদো নাজারিও                   ৬২              ৯৯ 
রোমারিও                                   ৫৫              ৭১ 
জিকো                                       ৪৮              ৭১

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত