Ajker Patrika

আগেই মেসির জার্সি চেয়ে রাখলেন পোলিশ ফুটবলার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২১: ৪৮
আগেই মেসির জার্সি চেয়ে রাখলেন পোলিশ ফুটবলার

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। পৃথিবীতে যাঁর অগণিত ভক্ত। ভক্তের তালিকায় শুধু সমর্থক নন আছেন অনেক ফুটবলারও। এবারের বিশ্বকাপে তেমনি এক ফুটবল ভক্তের সন্ধান মিলেছে। সেই ভক্ত আবার কাতার বিশ্বকাপে মেসির প্রতিপক্ষ। 

বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবেন ম্যাটি ক্যাশ। প্রথম বিশ্বকাপে খেলতে এসেই প্রিয় ফুটবলার মেসিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন তিনি। আর্জেন্টাইন জাদুকরের বিপক্ষে খেলে তো ধন্য হবেন সেই সঙ্গে একটি স্মৃতি রেখে দিতে চাচ্ছেন তিনি। এর জন্য ক্লাব সতীর্থের সহায়তা চেয়েছেন এই ডিফেন্ডার। মেসির জার্সির জন্য অনুরোধ করেছেন অ্যাস্টন ভিলার সতীর্থ এমিলিয়ানো মার্তিনেজকে। 

এবারে বিশ্বকাপে পোল্যান্ডের হয়ে রক্ষণভাগ সামলাবেন ক্যাশ। পজিশনের কারণে তাই প্রিয় ফুটবলারকেও বোতল বন্দী করে রাখার দায়িত্বও তাঁর। এ দায়িত্ব পালনের আগে অবশ্য মেসির জার্সি চেয়ে রেখেছেন তিনি। এ জন্য আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজের সহায়তা চেয়েছেন তিনি। প্রিমিয়ার লিগে একই দলের হয়ে খেলার কারণে দুজনের মধ্যে দারুণ বন্ধুত্বও হয়েছে। 

বিশ্বকাপ নিয়ে ক্যাশ ও মার্তিনেজের মধ্যে কী আলোচনা হয়েছে তার বিষয়ে পোলিশ ডিফেন্ডার বলেছেন, ‘কে জিতবে সে নিয়ে কথা হয়নি। তবে তার কাছে মেসির জার্সি চেয়ে রেখেছি। যদি তার সম্ভব হয় তবে।’ 

এরপর মাঠের খেলা নিয়ে ক্যাশ বলেছেন, ‘অবশ্যই, যখন মাঠে নামব তখন আমরা প্রতিপক্ষ। যদিও আমরা ক্লাবে সতীর্থ। টুর্নামেন্টে কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামব আমরা।’ 

টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। দল দুটি বিশ্বকাপে মুখোমুখি হবে ৩০ নভেম্বর। তাই আশা করা যায়, সেদিন ক্যাশের আশা পূরণ করবেন আর্জেন্টাইন কিংবদন্তি মেসি। ‘সি’ গ্রুপের বাকি দল হচ্ছে সৌদি আরব ও মেক্সিকো। 

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত