ক্রীড়া ডেস্ক
বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফিফা। ২০২৩ ফিফা পুরুষ অ্যাওয়ার্ডের ‘দ্য বেস্ট’ পুরস্কারের তালিকায় আছেন ১২ জন—লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, হুলিয়ান আলভারেস, মার্সেলো ব্রজোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান, রদ্রি, খোভিচা কোয়ারাৎসখেলিয়া, ভিক্টোর ওসিমেন, ডেকলান রাইস, বের্নার্দো সিলভা।
গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে ব্যক্তিগত নৈপুণ্যর এই পুরস্কার। বর্ষসেরা পুরুষ ফুটবলার মনোনয়ন পাওয়াদের ৬ জনই গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির।
মোট সাতটি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা গোলরক্ষক (নারী ও পুরুষ), বর্ষসেরা কোচ (নারী ও পুরুষ), বর্ষসেরা গোল, বর্ষসেরা একাদশ ঘোষণা করবে ফিফা। ইতিমধ্যে উয়েফা মেসি ও ক্লাব সতীর্থ ডি ব্রুইনাকে হারিয়ে প্রথমবার উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড। ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকাতেও আছেন তাঁরা।
ফিফার বর্ষসেরা পুরুষ কোচের তালিকায় পেপ গার্দিওলা, সিমোন ইনজাঘি, আঞ্জ পোস্তেকগলু, লুসিয়ানো স্পাল্লেত্তি, জাভি। স্পেনের হয়ে প্রথম নারী বিশ্বকাপজয়ী আইতানা বোনমাতি এ বছরের উয়েফা বর্ষসেরা সেরা হয়েছেন। ফিফা দ্য বেস্টের বর্ষসেরা নারী ফুটবলারের তালিকাতেও আছেন তিনি। বর্ষসেরা পুরুষ গোলরক্ষকের তালিকায় আছেন ইয়াসিন বুনো, থিবো কোর্তোয়া, এদেরসন, আন্দ্রে ওনানা, মার্ক-আন্দ্রে টের স্টেগান।
বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফিফা। ২০২৩ ফিফা পুরুষ অ্যাওয়ার্ডের ‘দ্য বেস্ট’ পুরস্কারের তালিকায় আছেন ১২ জন—লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, হুলিয়ান আলভারেস, মার্সেলো ব্রজোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান, রদ্রি, খোভিচা কোয়ারাৎসখেলিয়া, ভিক্টোর ওসিমেন, ডেকলান রাইস, বের্নার্দো সিলভা।
গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে ব্যক্তিগত নৈপুণ্যর এই পুরস্কার। বর্ষসেরা পুরুষ ফুটবলার মনোনয়ন পাওয়াদের ৬ জনই গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির।
মোট সাতটি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা গোলরক্ষক (নারী ও পুরুষ), বর্ষসেরা কোচ (নারী ও পুরুষ), বর্ষসেরা গোল, বর্ষসেরা একাদশ ঘোষণা করবে ফিফা। ইতিমধ্যে উয়েফা মেসি ও ক্লাব সতীর্থ ডি ব্রুইনাকে হারিয়ে প্রথমবার উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড। ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকাতেও আছেন তাঁরা।
ফিফার বর্ষসেরা পুরুষ কোচের তালিকায় পেপ গার্দিওলা, সিমোন ইনজাঘি, আঞ্জ পোস্তেকগলু, লুসিয়ানো স্পাল্লেত্তি, জাভি। স্পেনের হয়ে প্রথম নারী বিশ্বকাপজয়ী আইতানা বোনমাতি এ বছরের উয়েফা বর্ষসেরা সেরা হয়েছেন। ফিফা দ্য বেস্টের বর্ষসেরা নারী ফুটবলারের তালিকাতেও আছেন তিনি। বর্ষসেরা পুরুষ গোলরক্ষকের তালিকায় আছেন ইয়াসিন বুনো, থিবো কোর্তোয়া, এদেরসন, আন্দ্রে ওনানা, মার্ক-আন্দ্রে টের স্টেগান।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৮ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১০ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে