ক্রীড়া ডেস্ক
‘বাপকা বেটা, সিপাইকা ঘোড়া’-জনপ্রিয় এই কথা শোনা যায় হরহামেশাই। বিশেষ করে, তারকা খেলোয়াড়দের কোনো সন্তানের ক্যারিয়ার শুরু হলে এমন আলোচনা বেশি শোনা যায়। লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি যেন সাড়া ফেলে দিয়েছে।
বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) পর্ব শেষ করে লিওনেল মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। বাবা মেসির সঙ্গে থিয়াগোকে প্রায়ই দেখা যায় মাঠে আসতে। গত মাসেই ইন্টার মায়ামির বয়সভিত্তিক অনূর্ধ্ব-১২ দলে যোগ দিয়েছিল থিয়াগো। এবার সেই দলে অভিষেকও হয়ে গিয়েছে। ওয়েস্টন এফসির বিপক্ষে ২-১ গোলের জয় পায় তার দল। সতীর্থদের সঙ্গে মেসির ছেলেকে দেখা গেছে গোল উদযাপন করতে। ‘ইন্টার মায়ামি সিএফ অ্যাকাডেমি’ তাদের টুইটার অ্যাকাউন্টে গতকাল ভিডিও আপলোড করে ক্যাপশন দিয়েছে, ‘ওয়েস্টন এফসির বিপক্ষে আমাদের মৌসুমের শুরুটা দারুণ হয়েছে।’ এই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হলে একজন টুইট করেন, ‘রাজার ছেলে।’ আরেকজনের টুইট, ‘গোট নতুন করে জন্মেছে।’
ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জিতেছে মায়ামি। লিগস কাপে মায়ামির জার্সিতে অভিষেক ম্যাচে শেষ মুহূর্তে ফ্রি কিকে গোল পেয়েছিলেন তিনি। আর মেজর লিগ সকারে (এমএলএস) প্রথম ম্যাচে নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে গোল করেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। তার আগে বার্সেলোনার হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতেও জিতেছেন তিনটা শিরোপা। বাবার মতো বড় মাপের ফুটবলার থিয়াগো হতে পারবে কি না, তা বলে দিতে পারবে সময়। অনেক সময় দেখা যায়, ক্যারিয়ারে সাফল্যের দিক থেকে বাবাকেও ছাড়িয়ে যান ছেলে।
‘বাপকা বেটা, সিপাইকা ঘোড়া’-জনপ্রিয় এই কথা শোনা যায় হরহামেশাই। বিশেষ করে, তারকা খেলোয়াড়দের কোনো সন্তানের ক্যারিয়ার শুরু হলে এমন আলোচনা বেশি শোনা যায়। লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি যেন সাড়া ফেলে দিয়েছে।
বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) পর্ব শেষ করে লিওনেল মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। বাবা মেসির সঙ্গে থিয়াগোকে প্রায়ই দেখা যায় মাঠে আসতে। গত মাসেই ইন্টার মায়ামির বয়সভিত্তিক অনূর্ধ্ব-১২ দলে যোগ দিয়েছিল থিয়াগো। এবার সেই দলে অভিষেকও হয়ে গিয়েছে। ওয়েস্টন এফসির বিপক্ষে ২-১ গোলের জয় পায় তার দল। সতীর্থদের সঙ্গে মেসির ছেলেকে দেখা গেছে গোল উদযাপন করতে। ‘ইন্টার মায়ামি সিএফ অ্যাকাডেমি’ তাদের টুইটার অ্যাকাউন্টে গতকাল ভিডিও আপলোড করে ক্যাপশন দিয়েছে, ‘ওয়েস্টন এফসির বিপক্ষে আমাদের মৌসুমের শুরুটা দারুণ হয়েছে।’ এই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হলে একজন টুইট করেন, ‘রাজার ছেলে।’ আরেকজনের টুইট, ‘গোট নতুন করে জন্মেছে।’
ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জিতেছে মায়ামি। লিগস কাপে মায়ামির জার্সিতে অভিষেক ম্যাচে শেষ মুহূর্তে ফ্রি কিকে গোল পেয়েছিলেন তিনি। আর মেজর লিগ সকারে (এমএলএস) প্রথম ম্যাচে নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে গোল করেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। তার আগে বার্সেলোনার হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতেও জিতেছেন তিনটা শিরোপা। বাবার মতো বড় মাপের ফুটবলার থিয়াগো হতে পারবে কি না, তা বলে দিতে পারবে সময়। অনেক সময় দেখা যায়, ক্যারিয়ারে সাফল্যের দিক থেকে বাবাকেও ছাড়িয়ে যান ছেলে।
এভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
১৫ মিনিট আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
১ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
২ ঘণ্টা আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
৩ ঘণ্টা আগে