নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদকের রাজ্য বলে কুখ্যাতি আছে যশোরের বেনাপোল ইউনিয়নের। সেই এলাকা থেকে উঠে এসে ফুটবলের সৌরভ ছড়াচ্ছে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবলাররা। উঠেছে বাফুফে জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপের ফাইনালেও।
পল্টন আউটার স্টেডিয়ামে আগামীকাল বিকেলে নীলফামারী ছমির উদ্দিন হাইস্কুলের মুখোমুখি হবে বেনাপোলের খুদে ফুটবলাররা। দারুণ খেলে ফাইনালে উঠে আসা বেনাপোলের অধিনায়ক সাইদুর রহমানের বিশ্বাস আগামীকাল ফাইনালের জয় পেলে সেটা হবে মাদকের বিরুদ্ধে তাঁর দলের বড় বিজয়। আজ সংবাদ সম্মেলনে সাইদুর বলল, ‘এখানে আসতে পেরে আমি ভাগ্যবান। যেহেতু অনেক বাধা অতিক্রম করে এখানে এসেছি। তাই আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’
ছাত্রের কথার সুর বেনাপোল কোচ সাব্বির আহমেদ পলাশের কণ্ঠেও, ‘মাদকের এলাকা থেকে আমি উঠে এসেছি। শুধু ফুটবল ভালোবেসে যশোর শহরে না থেকে আট বছর বেনাপোলে কাটিয়ে দিলাম। বেনাপোলে যাওয়ার পর অনেক আঘাত পেয়েছি। কিন্তু সব ছাত্রকে বেনাপোল হাইস্কুলে দিয়েছি ফুটবল খেলানোর জন্য। এরা ঈদের দিনও অনুশীলন করে। আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমার ছেলেরা যদি পরিকল্পনা মতো খেলে তাহলে আমরা চ্যাম্পিয়ন হব।’
স্কুল ফুটবলে এর আগে চারবার সেমিফাইনাল খেললেও এইবারই প্রথম ফাইনালে উঠেছে নীলফামারী ছমির উদ্দিন হাইস্কুল। ফাইনালে আসার পথে একটা ম্যাচই হেরেছে দলটি, এই বেনাপোলের বিপক্ষেই ৪-০ ব্যবধানে। ফাইনালকে তাই প্রতিশোধের ম্যাচ হিসেবেই দেখছেন নীলফামারী স্কুলের কোচ আবদুল ওয়াহাব। সংবাদ সম্মেলনে বললেন, ‘চারবার সেমিফাইনালে উঠেছি আমরা। প্রথমবার ফাইনালে উঠলাম। আমরা কাল জেতার জন্য খেলব। আগের বার যে ভুল করেছি সেটা ভুলে ট্রফিতে চোখ আমাদের। আমরা আগের হারের প্রতিশোধ নিতে চাই।’ দুই হ্যাটট্রিকসহ ৭ গোল করা অধিনায়ক নাঈম ইসলামও বলল সেই কথা, ‘আমরা ভালো খেলেছি। এক ম্যাচ ছাড়া। শেষ ম্যাচেও জিততে চাই। আমি ফাইনালে গোল করে দলকে চ্যাম্পিয়ন করতে চাই।’
মাদকের রাজ্য বলে কুখ্যাতি আছে যশোরের বেনাপোল ইউনিয়নের। সেই এলাকা থেকে উঠে এসে ফুটবলের সৌরভ ছড়াচ্ছে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবলাররা। উঠেছে বাফুফে জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপের ফাইনালেও।
পল্টন আউটার স্টেডিয়ামে আগামীকাল বিকেলে নীলফামারী ছমির উদ্দিন হাইস্কুলের মুখোমুখি হবে বেনাপোলের খুদে ফুটবলাররা। দারুণ খেলে ফাইনালে উঠে আসা বেনাপোলের অধিনায়ক সাইদুর রহমানের বিশ্বাস আগামীকাল ফাইনালের জয় পেলে সেটা হবে মাদকের বিরুদ্ধে তাঁর দলের বড় বিজয়। আজ সংবাদ সম্মেলনে সাইদুর বলল, ‘এখানে আসতে পেরে আমি ভাগ্যবান। যেহেতু অনেক বাধা অতিক্রম করে এখানে এসেছি। তাই আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’
ছাত্রের কথার সুর বেনাপোল কোচ সাব্বির আহমেদ পলাশের কণ্ঠেও, ‘মাদকের এলাকা থেকে আমি উঠে এসেছি। শুধু ফুটবল ভালোবেসে যশোর শহরে না থেকে আট বছর বেনাপোলে কাটিয়ে দিলাম। বেনাপোলে যাওয়ার পর অনেক আঘাত পেয়েছি। কিন্তু সব ছাত্রকে বেনাপোল হাইস্কুলে দিয়েছি ফুটবল খেলানোর জন্য। এরা ঈদের দিনও অনুশীলন করে। আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমার ছেলেরা যদি পরিকল্পনা মতো খেলে তাহলে আমরা চ্যাম্পিয়ন হব।’
স্কুল ফুটবলে এর আগে চারবার সেমিফাইনাল খেললেও এইবারই প্রথম ফাইনালে উঠেছে নীলফামারী ছমির উদ্দিন হাইস্কুল। ফাইনালে আসার পথে একটা ম্যাচই হেরেছে দলটি, এই বেনাপোলের বিপক্ষেই ৪-০ ব্যবধানে। ফাইনালকে তাই প্রতিশোধের ম্যাচ হিসেবেই দেখছেন নীলফামারী স্কুলের কোচ আবদুল ওয়াহাব। সংবাদ সম্মেলনে বললেন, ‘চারবার সেমিফাইনালে উঠেছি আমরা। প্রথমবার ফাইনালে উঠলাম। আমরা কাল জেতার জন্য খেলব। আগের বার যে ভুল করেছি সেটা ভুলে ট্রফিতে চোখ আমাদের। আমরা আগের হারের প্রতিশোধ নিতে চাই।’ দুই হ্যাটট্রিকসহ ৭ গোল করা অধিনায়ক নাঈম ইসলামও বলল সেই কথা, ‘আমরা ভালো খেলেছি। এক ম্যাচ ছাড়া। শেষ ম্যাচেও জিততে চাই। আমি ফাইনালে গোল করে দলকে চ্যাম্পিয়ন করতে চাই।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরির পর ছিল না এনামুল হক বিজয়ের কোনো উদযাপন। কারণ, দুর্বার রাজশাহী হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই তাঁর মন খারাপ ছিল।ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে কাঁদতে দেখা গেছে। সেঞ্চুরির ২৪ ঘণ্টা না জেতেই হারালেন অধিনায়কত্বও।
২১ মিনিট আগেবদ্দা চেতি গেছে! চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অনেকে তামিম ইকবালকে নিয়ে এমন মন্তব্য করতে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। হঠাৎই তামিম মেজাজ হারিয়ে তর্কে জড়াচ্ছেন ক্রিকেটারদের সঙ্গে। দেশি, বিদেশি, সতীর্থ, প্রতিপক্ষ—সবার সঙ্গে প্রায়ই লেগে যাচ্ছে বাংলাদেশের এই বাঁহাতি ওপেনারের। যেটা বাকি ক্রিকেটারদের ক্ষেত্রে
১ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদের সভাপতি পদে অনেক দিন ধরেই আছেন ফ্লোরেন্তিনো পেরেজ। এবার ক্লাবটিতে তাঁর থাকার মেয়াদ আরও বাড়ল। ২০২৯ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের সভাপতি হিসেবে থাকছেন বলে জানিয়েছে ক্লাবের নির্বাচনী বোর্ড। ২০০৯ সাল থেকে শুরু করে টানা পঞ্চমবার ক্লাবটির প্রধান নির্বাচিত হয়েছেন।
৩ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গত ১০ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের কাছে ৩ উইকেটে হেরেছিল ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয়বার আজ তারা মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে ঢাকা ক্যাপিটালস-সিলেট স্ট্রাইকার্স ম্যাচ। ঢাকার দুই ব্যাটার তানজিদ হাসান তামিম, লিটন দাস আছেন দারুণ ছন্দে...
৪ ঘণ্টা আগে