ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। এমন শুরু প্রিয় ক্লাব বার্সেলোনাতেও পাননি আর্জেন্টাইন অধিনায়ক। যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে অভিষেকে গোল। পরে টানা সাত ম্যাচে গোলের নজিরও গড়েন তিনি।
এমন দুর্দান্ত পারফরম্যান্সে দলকে প্রথম শিরোপাও জিতিয়েছেন মেসি। লিগস কাপের শিরোপার পর আরেকটি যুক্ত হতে পারে ২৭ সেপ্টেম্বর তাঁর ও ক্লাবের ক্যাবিনেটে। এই শিরোপা যোগ হওয়ার আগে অবশ্য প্রথম ব্যক্তিগত পুরস্কার পাওয়ার সুযোগ পাচ্ছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী।
মেজর লিগ সকারের (এমএলএস) দুর্দান্ত অভিষেক গোলে পুরস্কার পাওয়ার সুযোগ মিলছে মেসির। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে করা গোলটি ‘গোল অব দ্য ম্যাচ ডের’ তালিকায় জায়গা পেয়েছে। টানা ৮ ম্যাচ খেলার ধকল কমাতে তাঁকে ২–০ গোলের জয়ের দিন দ্বিতীয়ার্ধে বদলি নামিয়েছিলেন কোচ জেরার্দো মার্তিনো।
৬০ মিনিটে যখন মেসি বদলি নামলেন তখন ১–০ গোলে এগিয়ে ছিল মায়ামি। পরে শেষ মুহূর্তে স্কোরটি দ্বিগুণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এতে করে প্রথমবারের মতো কোনো ক্লাবের হয়ে লিগে অভিষেকে গোল পান তিনি। গোলটিও ছিল দেখার মতো। ফিনিশিংয়ের সময় ফাঁকা গোলবার পেলেও গোলের আক্রমণ সাজানোর মুহূর্তটা ছিল অপূর্ব। প্রতিপক্ষের ডি বক্সের সামনে থেকে সার্জিও বুসকেতস পাস দেন জর্দি আলবাকে। স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার সিজার কিকে বল দেন মেসিকে। বল পেয়ে দুজন ডিফেন্ডারকে শরীরের মোচড়ে বোকা বানিয়ে বুটের মাথার ওপর ভাগ দিয়ে পাস দেন বেঞ্জামিন ক্রিমাশ্চিকে। ক্রিমাশ্চি ফিরতি পাস দিলে আলতো টোকায় বলকে জালে জড়ান বার্সেলোনা কিংবদন্তি।
মেসির সঙ্গে ‘বেস্ট গোল অব দ্য ম্যাচ ডের’ পুরস্কারে এমএলএসের আরও চারজনের গোল মনোনীত হয়েছে। বাকি চারজন হচ্ছেন আটালান্তা ইউনাইটেডের সাবা লবজানিদিজে ও জান্ডে সিলভা এবং স্পোর্টিং কানসাস সিটির এরিক টমি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকেরা ভোটের মাধ্যমে সেরা গোল নির্বাচন করবেন।
ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। এমন শুরু প্রিয় ক্লাব বার্সেলোনাতেও পাননি আর্জেন্টাইন অধিনায়ক। যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে অভিষেকে গোল। পরে টানা সাত ম্যাচে গোলের নজিরও গড়েন তিনি।
এমন দুর্দান্ত পারফরম্যান্সে দলকে প্রথম শিরোপাও জিতিয়েছেন মেসি। লিগস কাপের শিরোপার পর আরেকটি যুক্ত হতে পারে ২৭ সেপ্টেম্বর তাঁর ও ক্লাবের ক্যাবিনেটে। এই শিরোপা যোগ হওয়ার আগে অবশ্য প্রথম ব্যক্তিগত পুরস্কার পাওয়ার সুযোগ পাচ্ছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী।
মেজর লিগ সকারের (এমএলএস) দুর্দান্ত অভিষেক গোলে পুরস্কার পাওয়ার সুযোগ মিলছে মেসির। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে করা গোলটি ‘গোল অব দ্য ম্যাচ ডের’ তালিকায় জায়গা পেয়েছে। টানা ৮ ম্যাচ খেলার ধকল কমাতে তাঁকে ২–০ গোলের জয়ের দিন দ্বিতীয়ার্ধে বদলি নামিয়েছিলেন কোচ জেরার্দো মার্তিনো।
৬০ মিনিটে যখন মেসি বদলি নামলেন তখন ১–০ গোলে এগিয়ে ছিল মায়ামি। পরে শেষ মুহূর্তে স্কোরটি দ্বিগুণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এতে করে প্রথমবারের মতো কোনো ক্লাবের হয়ে লিগে অভিষেকে গোল পান তিনি। গোলটিও ছিল দেখার মতো। ফিনিশিংয়ের সময় ফাঁকা গোলবার পেলেও গোলের আক্রমণ সাজানোর মুহূর্তটা ছিল অপূর্ব। প্রতিপক্ষের ডি বক্সের সামনে থেকে সার্জিও বুসকেতস পাস দেন জর্দি আলবাকে। স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার সিজার কিকে বল দেন মেসিকে। বল পেয়ে দুজন ডিফেন্ডারকে শরীরের মোচড়ে বোকা বানিয়ে বুটের মাথার ওপর ভাগ দিয়ে পাস দেন বেঞ্জামিন ক্রিমাশ্চিকে। ক্রিমাশ্চি ফিরতি পাস দিলে আলতো টোকায় বলকে জালে জড়ান বার্সেলোনা কিংবদন্তি।
মেসির সঙ্গে ‘বেস্ট গোল অব দ্য ম্যাচ ডের’ পুরস্কারে এমএলএসের আরও চারজনের গোল মনোনীত হয়েছে। বাকি চারজন হচ্ছেন আটালান্তা ইউনাইটেডের সাবা লবজানিদিজে ও জান্ডে সিলভা এবং স্পোর্টিং কানসাস সিটির এরিক টমি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকেরা ভোটের মাধ্যমে সেরা গোল নির্বাচন করবেন।
বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩৭ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগেসাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে