মিজান সরলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি তাবিথ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৪: ১৮
Thumbnail image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফে সভাপতি হওয়ার পথে অনেকটা এগিয়ে গেলেন তাবিথ আউয়াল। বুধবার তাঁর (তাবিথ) আরেক প্রতিদ্বন্দ্বী শাহাদাত হোসেন আজ সভাপতি পদ থেকে মনোনয়ন ফরম প্রত্যাহার করায় এমন সম্ভাবনা জেগেছে।

এর আগে সভাপতি পদের মনোনয়ন জমা দেননি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। এখন দেখার অপেক্ষা, দিনাজপুরের সংগঠক এএফএম মিজানুর রহমান চৌধুরী কী সিদ্ধান্ত নেন।

যত দূর জানা গেল, শুরুর দিকে মিজানুরের সভাপতি প্রার্থী হিসেবে লড়ার বেশ আগ্রহ থাকলেও এখন নির্বাচন থেকে সরে যাওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো আজই তিনি সেই সিদ্ধান্তের কথা জানাতে পারেন। কিংবা ২০ অক্টোবর মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ দিনও তিনি মনোনয়ন প্রত্যাহার করতে পারেন।

শেষ পর্যন্ত যদি মিজানুর নির্বাচনে থাকেন, তাহলে সভাপতি পদে ভোটের প্রয়োজন হবে। আর যদি প্রত্যাহার করেন, সে ক্ষেত্রে বাফুফের শীর্ষ পদে নির্বাচনের প্রয়োজন হবে না। তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির আসনে বসবেন তাবিথ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত