ক্রীড়া ডেস্ক
ক্রিস্টোফ গালতিয়েরকে পিএসজির প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আগে বেশ কিছু শর্ত বেঁধে দেন নাসের আল-খেলাইফি। তার একটি হচ্ছে দলের শৃঙ্খলাবিষয়ক। ৫৫ বছর বয়সী কোচও সময়ের অপচয় না করে কাজে নেমে পড়েছেন। ফরাসি ক্লাবটির মালিক খেলাইফি চান, ড্রেসিংরুমের সবাই ভাবুক খেলোয়াড়ের চেয়ে দল আগে। দলের ভেতরে বিভিন্ন পরিবর্তন আনা নিয়ে গালতিয়েরও সমর্থন পাচ্ছেন পিএসজির উপদেষ্টা লুইস কাম্পোসের।
প্রাক-মৌসুমের প্রস্তুতির জন্য বর্তমানে জাপান সফরে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন কোচের অধীনে মেসি-নেইমার-এমবাপ্পেরাও কলাকৌশল বুঝে নিচ্ছেন। ড্রেসিংরুমে নতুন নিয়মের সঙ্গেও মানিয়ে নিচ্ছেন পিএসজি তারকারা।
গালতিয়ের এসে দলের খেলোয়াড়দের জন্য বেশ কিছু নিয়মকানুনও চালু করেছেন। বলতে গেলে মেসি-নেইমারদের বেশ কড়া শাসনের মধ্যে যেতে হচ্ছে। শিষ্যদের সকাল ৮.৩০ থেকে ৮.৪৫ মিনিটের মধ্যে অনুশীলনে আসার নতুন নিয়ম চালু করেছেন গালতিয়ের। যদি কারণ ছাড়া কেউ দেরি করেন, তবে তাঁরা অনুশীলনের অনুমতি পাবেন না এবং ঘরে ফেরত পাঠানো হবে।
গালতিয়েরের নতুন নিয়মে সকালের নাশতা ও মধ্যাহ্নের খাবারের সময় খেলোয়াড়েরা নিজেদের মোবাইল ব্যবহার করতে পারবেন না। পিএসজি কোচ দলের মধ্যে আরও একতা নিয়ে আসতে চান। নিজের চাওয়া পথে এগোচ্ছেন তিনি। অনুশীলনকেন্দ্রে এখন থেকে মেসি-নেইমাররা আলাদা আলাদা খাবার খেতে পারবেন না। খেতে হবে একসঙ্গে। এর আগে খেলোয়াড়েরা নিজেদের মধ্যে কয়েকজন মিলে খাবার খেতেন। গালতিয়েরের অধীনে থাকতে তা আর সম্ভব নয়।
শিষ্যদের মধ্যে ইতিবাচক মানসিকতা আনার দিকেও নজর দিচ্ছেন পিএসজির নতুন কোচ। এমনকি পার্ক দে প্রিন্সেস ছাড়ার গুঞ্জনের মধ্যেও নেইমারকে দেখা গেছে গালতিয়েরের নিয়মের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে।
ক্রিস্টোফ গালতিয়েরকে পিএসজির প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আগে বেশ কিছু শর্ত বেঁধে দেন নাসের আল-খেলাইফি। তার একটি হচ্ছে দলের শৃঙ্খলাবিষয়ক। ৫৫ বছর বয়সী কোচও সময়ের অপচয় না করে কাজে নেমে পড়েছেন। ফরাসি ক্লাবটির মালিক খেলাইফি চান, ড্রেসিংরুমের সবাই ভাবুক খেলোয়াড়ের চেয়ে দল আগে। দলের ভেতরে বিভিন্ন পরিবর্তন আনা নিয়ে গালতিয়েরও সমর্থন পাচ্ছেন পিএসজির উপদেষ্টা লুইস কাম্পোসের।
প্রাক-মৌসুমের প্রস্তুতির জন্য বর্তমানে জাপান সফরে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন কোচের অধীনে মেসি-নেইমার-এমবাপ্পেরাও কলাকৌশল বুঝে নিচ্ছেন। ড্রেসিংরুমে নতুন নিয়মের সঙ্গেও মানিয়ে নিচ্ছেন পিএসজি তারকারা।
গালতিয়ের এসে দলের খেলোয়াড়দের জন্য বেশ কিছু নিয়মকানুনও চালু করেছেন। বলতে গেলে মেসি-নেইমারদের বেশ কড়া শাসনের মধ্যে যেতে হচ্ছে। শিষ্যদের সকাল ৮.৩০ থেকে ৮.৪৫ মিনিটের মধ্যে অনুশীলনে আসার নতুন নিয়ম চালু করেছেন গালতিয়ের। যদি কারণ ছাড়া কেউ দেরি করেন, তবে তাঁরা অনুশীলনের অনুমতি পাবেন না এবং ঘরে ফেরত পাঠানো হবে।
গালতিয়েরের নতুন নিয়মে সকালের নাশতা ও মধ্যাহ্নের খাবারের সময় খেলোয়াড়েরা নিজেদের মোবাইল ব্যবহার করতে পারবেন না। পিএসজি কোচ দলের মধ্যে আরও একতা নিয়ে আসতে চান। নিজের চাওয়া পথে এগোচ্ছেন তিনি। অনুশীলনকেন্দ্রে এখন থেকে মেসি-নেইমাররা আলাদা আলাদা খাবার খেতে পারবেন না। খেতে হবে একসঙ্গে। এর আগে খেলোয়াড়েরা নিজেদের মধ্যে কয়েকজন মিলে খাবার খেতেন। গালতিয়েরের অধীনে থাকতে তা আর সম্ভব নয়।
শিষ্যদের মধ্যে ইতিবাচক মানসিকতা আনার দিকেও নজর দিচ্ছেন পিএসজির নতুন কোচ। এমনকি পার্ক দে প্রিন্সেস ছাড়ার গুঞ্জনের মধ্যেও নেইমারকে দেখা গেছে গালতিয়েরের নিয়মের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে।
স্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
১ few সেকেন্ড আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
১ ঘণ্টা আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
১ ঘণ্টা আগেস্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
২ ঘণ্টা আগে