ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারে সাফল্যের সঙ্গে নিন্দাও কম জোটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ কিংবদন্তি ওয়েইন রুনির। নারী কেলেঙ্কারিসহ একাধিকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার ক্যারিয়ারে নিজের করা ভুলগুলো নিয়ে মুখ খুলেছেন রুনি। বলেছেন, ম্যানইউতে ক্যারিয়ারের শুরুর দিকে হতাশায় মদ খেয়ে নিজেকে গৃহবন্দী করে রাখতেন তিনি।
গত শুক্রবার আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে রুনির জীবনী নিয়ে বানানো ডকুমেন্টারি ‘রুনি’। সেই ডকুতে নিজের জীবনের নানা দিক তুলে ধরেছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে কঠিন সময়গুলো সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছেন বলেও জানান তিনি। রুনি বলেন, ‘আমি যখন তরুণ ছিলাম তখন অনেক ভুল করেছি। যার কিছু কিছু সংবাদমাধ্যমে এসেছে, কিছু আসেনি। সেটা মারামারি বা যাই হোক। আমার জন্য সেই খবরগুলোর সঙ্গে, তখনকার ম্যানেজারের সঙ্গে এবং পরিবারের সঙ্গে লড়াই করা সহজ ছিল না।’
নিজের প্রথম সন্তান কাই পৃথিবীতে আসা পর্যন্ত জীবন কতটা কঠিন ছিল তা জানাতে গিয়ে রুনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের শুরুর দিনগুলোতে আমার প্রথম সন্তান না হওয়া পর্যন্ত আমি নিজেকে বন্দী করে রাখতাম, আমি বাইরে কোথাও যেতাম না। সে সময় ফুটবল থেকে দুই দিনের ছুটি পাওয়া যেত। বিষয়গুলো ভুলে থাকতে আমি আক্ষরিক অর্থেই নিজেকে বন্দী করে রাখতাম এবং মদ খেতাম। নিজেকে বন্দী করার মধ্য দিয়ে কিছু বিষয় আমি ভুলে থাকতে পারতাম।’
তবে রুনি বলেছেন বয়স বাড়ার সঙ্গে তিনি নিজের এমন মানসিকতাকেও নিয়ন্ত্রণ করতে শিখেছেন। ম্যানইউর সাবেক এই তারকা ফুটবলার বলেন, ‘বেড়ে ওঠার সময় আমি বেশ রাগী ও আগ্রাসী ছিলাম। তবে সৌভাগ্যবশত এখন এসব নিয়ন্ত্রণে আছে।’
ক্যারিয়ারে সাফল্যের সঙ্গে নিন্দাও কম জোটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ কিংবদন্তি ওয়েইন রুনির। নারী কেলেঙ্কারিসহ একাধিকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার ক্যারিয়ারে নিজের করা ভুলগুলো নিয়ে মুখ খুলেছেন রুনি। বলেছেন, ম্যানইউতে ক্যারিয়ারের শুরুর দিকে হতাশায় মদ খেয়ে নিজেকে গৃহবন্দী করে রাখতেন তিনি।
গত শুক্রবার আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে রুনির জীবনী নিয়ে বানানো ডকুমেন্টারি ‘রুনি’। সেই ডকুতে নিজের জীবনের নানা দিক তুলে ধরেছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে কঠিন সময়গুলো সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছেন বলেও জানান তিনি। রুনি বলেন, ‘আমি যখন তরুণ ছিলাম তখন অনেক ভুল করেছি। যার কিছু কিছু সংবাদমাধ্যমে এসেছে, কিছু আসেনি। সেটা মারামারি বা যাই হোক। আমার জন্য সেই খবরগুলোর সঙ্গে, তখনকার ম্যানেজারের সঙ্গে এবং পরিবারের সঙ্গে লড়াই করা সহজ ছিল না।’
নিজের প্রথম সন্তান কাই পৃথিবীতে আসা পর্যন্ত জীবন কতটা কঠিন ছিল তা জানাতে গিয়ে রুনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের শুরুর দিনগুলোতে আমার প্রথম সন্তান না হওয়া পর্যন্ত আমি নিজেকে বন্দী করে রাখতাম, আমি বাইরে কোথাও যেতাম না। সে সময় ফুটবল থেকে দুই দিনের ছুটি পাওয়া যেত। বিষয়গুলো ভুলে থাকতে আমি আক্ষরিক অর্থেই নিজেকে বন্দী করে রাখতাম এবং মদ খেতাম। নিজেকে বন্দী করার মধ্য দিয়ে কিছু বিষয় আমি ভুলে থাকতে পারতাম।’
তবে রুনি বলেছেন বয়স বাড়ার সঙ্গে তিনি নিজের এমন মানসিকতাকেও নিয়ন্ত্রণ করতে শিখেছেন। ম্যানইউর সাবেক এই তারকা ফুটবলার বলেন, ‘বেড়ে ওঠার সময় আমি বেশ রাগী ও আগ্রাসী ছিলাম। তবে সৌভাগ্যবশত এখন এসব নিয়ন্ত্রণে আছে।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১২ ঘণ্টা আগে