শিরোপা উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন এক ইতালি–সমর্থক

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৫: ০৬
Thumbnail image

ইউরোপীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে ২০০৬ সালের পর ইতালিতে উৎসবের উপলক্ষ এনে দিয়েছে রবার্তো মানচিনির দল। এমন জয়ের পর উদযাপনটা একটু বাঁধভাঙা হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এর মধ্যেই ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা। শিরোপা উদযাপন করতে গিয়ে মারা গেছেন এক ব্যক্তি।

করোনা মারির ধাক্কা কাটিয়ে উঠে ইতালির মানুষ যখন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে, তখনই উচ্ছ্বাসে ভেসে যাওয়ার সুযোগ পেয়েছে ইতালিবাসী। উল্লাসে ভাসছে পুরো দেশ, নিজেদের মতো করে উদযাপন করছে দেশটির ফুটবলপ্রেমীরা। শিরোপা উদযাপনে যোগ দিতে প্রাইভেট কার নিয়ে শহরের মূলকেন্দ্রে যাচ্ছিলেন ২২ বছর বয়সী এক তরুণ। যাত্রাপথে সিসিলির ক্যালটাগিরোনে গাড়ি দুর্ঘটনায় তিনি মারা যান বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানেও জড়ো হয়েছিল অনেক মানুষ। শিরোপা নিশ্চিতের পর সেখানে একটা পার্টিতে ১৫ জন আহত হন। আহত ১৫ জনের ৩ জনের অবস্থা গুরুতর।

রোববার রাতে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারায় ইতালি। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে ৩-২ গোলের ব্যবধানে জয় পায় আজ্জুরিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত