ক্রীড়া ডেস্ক
লাইপজিগ ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেন দানি ওলমো। আজ ৬০ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ তারকার সঙ্গে চুক্তি করেছে কাতালান জায়ান্টরা।
ওলমোর সঙ্গে বার্সার চুক্তি হয়েছে ৬ বছরের। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত লা লিগার ক্লাবটিতে থাকবেন তিনি। এ নিয়ে বার্সা এক বিবৃতিতে বলেছে, ‘এই খেলোয়াড় (ওলমো) পরের ৬ বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন।’
গত মাসে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতেছে স্পেন। স্প্যানিশদের এক যুগ পর ইউরোর মুকুট উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওলমো। ফাইনালে শেষ মুহূর্তে গোলপোস্টের ক্রস লাইনে দাঁড়িয়ে দারুণ হেডে বল ফিরিয়ে ইংলিশদের সমতায় ফিরতে দেননি এই প্লেমেকার।
৩ গোল করে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে ইউরো শেষ করেন ওলমো। স্পেনও গড়ে টানা চারবার এই মহাদেশীয় শিরোপা জয়ের রেকর্ড। ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে ক্রোয়েশিয়ার ডিনামো জাগরেবের হয়ে। তবে তার আগে বার্সেলোনা যুব দলে ছিলেন তিনি। লা মাসিয়া থেকে উঠে এলেও বার্সার মূল দলে খেলার সুযোগটা এবারই প্রথম পেতে যাচ্ছেন ওলমো।
২০২০ সালে লাইপজিগে যোগ দেন ওলমো। জার্মান ক্লাবটির হয়ে দুটি জার্মান কাপ জিতেছেন তিনি। ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা জয়ের সাক্ষী তিনি। লাইপজিগকে বিদায়বার্তায় ওলমো নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘ধন্যবাদ আরবি লাইপজিগ, তুমি সব সময় আমার হৃদয়ে থাকবে।’
বার্সার মাঝমাঠে তিনি সতীর্থ হিসেবে পাবেন ফ্রেঙ্কি ডি ইয়ং, ইলকায় গুন্দোয়ান, পেদ্রি ও গাবিকে। শেষ দুজন অবশ্য চোটে রয়েছেন। কাতালান জায়ান্টরা আগামী লা লিগা মৌসুম শুরু করবে ১৭ আগস্ট, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
লাইপজিগ ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেন দানি ওলমো। আজ ৬০ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ তারকার সঙ্গে চুক্তি করেছে কাতালান জায়ান্টরা।
ওলমোর সঙ্গে বার্সার চুক্তি হয়েছে ৬ বছরের। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত লা লিগার ক্লাবটিতে থাকবেন তিনি। এ নিয়ে বার্সা এক বিবৃতিতে বলেছে, ‘এই খেলোয়াড় (ওলমো) পরের ৬ বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন।’
গত মাসে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতেছে স্পেন। স্প্যানিশদের এক যুগ পর ইউরোর মুকুট উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওলমো। ফাইনালে শেষ মুহূর্তে গোলপোস্টের ক্রস লাইনে দাঁড়িয়ে দারুণ হেডে বল ফিরিয়ে ইংলিশদের সমতায় ফিরতে দেননি এই প্লেমেকার।
৩ গোল করে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে ইউরো শেষ করেন ওলমো। স্পেনও গড়ে টানা চারবার এই মহাদেশীয় শিরোপা জয়ের রেকর্ড। ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে ক্রোয়েশিয়ার ডিনামো জাগরেবের হয়ে। তবে তার আগে বার্সেলোনা যুব দলে ছিলেন তিনি। লা মাসিয়া থেকে উঠে এলেও বার্সার মূল দলে খেলার সুযোগটা এবারই প্রথম পেতে যাচ্ছেন ওলমো।
২০২০ সালে লাইপজিগে যোগ দেন ওলমো। জার্মান ক্লাবটির হয়ে দুটি জার্মান কাপ জিতেছেন তিনি। ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা জয়ের সাক্ষী তিনি। লাইপজিগকে বিদায়বার্তায় ওলমো নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘ধন্যবাদ আরবি লাইপজিগ, তুমি সব সময় আমার হৃদয়ে থাকবে।’
বার্সার মাঝমাঠে তিনি সতীর্থ হিসেবে পাবেন ফ্রেঙ্কি ডি ইয়ং, ইলকায় গুন্দোয়ান, পেদ্রি ও গাবিকে। শেষ দুজন অবশ্য চোটে রয়েছেন। কাতালান জায়ান্টরা আগামী লা লিগা মৌসুম শুরু করবে ১৭ আগস্ট, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
এক সপ্তাহ আগেও পাকিস্তান আনন্দে ভাসছিল, তিন দশক পর প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের আয়োজক তারা। দলের ব্যর্থতায় সেই আনন্দ নিমেষেই মিলিয়ে গেল। চ্যাম্পিয়নস ট্রফিতে পারফরম্যান্সের দৈন্যদশায় পাকিস্তান ‘ক্রিকেটের মৃত্যু’ হয়েছে...
১৬ মিনিট আগে১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির ৬ ম্যাচ হয়েছে নির্বিঘ্নে। এক মুহূর্তের জন্যও আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়নি। তবে আজ টুর্নামেন্টের সাত নম্বর ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি।
১ ঘণ্টা আগেবাঁচা-মরার ম্যাচে অভিজ্ঞদের ওপরই আস্থা থাকে বেশি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও তেমনই প্রত্যাশা ছিল। কিন্তু জ্বলে উঠতে পারেননি তাঁরা। দুজনের ব্যাটিং দেখে হতবাক বাংলাদেশের সাবেক কোচ ওয়াসিম জাফরকে।
২ ঘণ্টা আগেপাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে চলছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে গতকাল পর্যন্ত টুর্নামেন্টের ৬ ম্যাচ হয়েছে। আইসিসির ইভেন্টের মাঝপথে হঠাৎ করে পাকিস্তানে নিরাপত্তা ইস্যু নিয়ে চলছে নানারকম কথাবার্তা।
২ ঘণ্টা আগে