ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলার আগেই যেন ‘দুশ্চিন্তা’ শুরু হয় আর্লিং হালান্ডকে নিয়ে। কারণ ‘গোলমেশিন’ বনে যাওয়া এই স্ট্রাইকারকে আটকানো যে অনেক কঠিন। ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার চোখে হালান্ড রীতিমতো অদম্য।
লন্ডন স্টেডিয়ামে গত রাতে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ছিল ওয়েস্ট হ্যাম। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে হালান্ডের হ্যাটট্রিকে ম্যান সিটি পায় ৩-১ গোলের জয়। ১০ মিনিটে বার্নার্দো সিলভার পাস রিসিভ করে গোল করলেন হালান্ড। ম্যান সিটির দ্বিতীয় গোল ৩০ মিনিটে এনে দেন হালান্ডই। হ্যাটট্রিকটা করেন ৮৩ মিনিটে। যেখানে ম্যাথিউস নুনিয়েজের পাস মাঝমাঠ থেকে রিসিভ করে একা টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন হালান্ড।
অসাধারণ এক হ্যাটট্রিক করার পর হালান্ডকে প্রশংসায় ভাসালেন গার্দিওলা। ম্যাচ শেষে সাংবাদিকদের সিটি কোচ বলেন,‘প্রথম গোলটা হালান্ড করল। বার্নার্দো বলটা নিয়ে পাস দিল। সেই পাস রিসিভ করে ফিনিশিং করল হালান্ড। অথবা তৃতীয় গোলের কথা চিন্তা করুন। যতটুকু জায়গা ফাঁকা পেয়েছে, সে (হালান্ড) গোল করেছে। তাকে থামানো সম্ভবই নয়।’
২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে হালান্ড খেলছেন ম্যান সিটিতে। ইংলিশ ক্লাবটির হয়ে ১০১ ম্যাচে করেছেন ৯৪ গোল। ১১তম হ্যাটট্রিক সিটির জার্সিতে গত রাতে করেছেন। যেখানে ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে এরই মধ্যে দুটি হ্যাটট্রিক করেছেন। গার্দিওলা বলেন,‘কোনো সেন্ট্রাল ডিফেন্ডার নেই। এমনকি একটা বন্দুকও নয়। এটা অসম্ভব (হালান্ডকে থামানো)। খুব দ্রুত ও শক্তিশালী সে।’
ম্যান সিটিতে হালান্ডের ৯৪ গোলের ৭০টি এসেছে প্রিমিয়ার লিগে। গোলমেশিন হালান্ড চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে ৭ গোল করেছেন। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন সিটি এবার পয়েন্ট টেবিলের শীর্ষে।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলার আগেই যেন ‘দুশ্চিন্তা’ শুরু হয় আর্লিং হালান্ডকে নিয়ে। কারণ ‘গোলমেশিন’ বনে যাওয়া এই স্ট্রাইকারকে আটকানো যে অনেক কঠিন। ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার চোখে হালান্ড রীতিমতো অদম্য।
লন্ডন স্টেডিয়ামে গত রাতে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ছিল ওয়েস্ট হ্যাম। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে হালান্ডের হ্যাটট্রিকে ম্যান সিটি পায় ৩-১ গোলের জয়। ১০ মিনিটে বার্নার্দো সিলভার পাস রিসিভ করে গোল করলেন হালান্ড। ম্যান সিটির দ্বিতীয় গোল ৩০ মিনিটে এনে দেন হালান্ডই। হ্যাটট্রিকটা করেন ৮৩ মিনিটে। যেখানে ম্যাথিউস নুনিয়েজের পাস মাঝমাঠ থেকে রিসিভ করে একা টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন হালান্ড।
অসাধারণ এক হ্যাটট্রিক করার পর হালান্ডকে প্রশংসায় ভাসালেন গার্দিওলা। ম্যাচ শেষে সাংবাদিকদের সিটি কোচ বলেন,‘প্রথম গোলটা হালান্ড করল। বার্নার্দো বলটা নিয়ে পাস দিল। সেই পাস রিসিভ করে ফিনিশিং করল হালান্ড। অথবা তৃতীয় গোলের কথা চিন্তা করুন। যতটুকু জায়গা ফাঁকা পেয়েছে, সে (হালান্ড) গোল করেছে। তাকে থামানো সম্ভবই নয়।’
২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে হালান্ড খেলছেন ম্যান সিটিতে। ইংলিশ ক্লাবটির হয়ে ১০১ ম্যাচে করেছেন ৯৪ গোল। ১১তম হ্যাটট্রিক সিটির জার্সিতে গত রাতে করেছেন। যেখানে ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে এরই মধ্যে দুটি হ্যাটট্রিক করেছেন। গার্দিওলা বলেন,‘কোনো সেন্ট্রাল ডিফেন্ডার নেই। এমনকি একটা বন্দুকও নয়। এটা অসম্ভব (হালান্ডকে থামানো)। খুব দ্রুত ও শক্তিশালী সে।’
ম্যান সিটিতে হালান্ডের ৯৪ গোলের ৭০টি এসেছে প্রিমিয়ার লিগে। গোলমেশিন হালান্ড চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে ৭ গোল করেছেন। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন সিটি এবার পয়েন্ট টেবিলের শীর্ষে।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৮ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১০ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে