ক্রীড়া ডেস্ক
ঢাকা: ওয়েলসের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইতালির অর্জনের খাতায় যোগ হয়েছে অনেক কিছু। এই জয়ে ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো গোল হজম না করে গ্রুপের তিন ম্যাচই জিতল ইতালি। সেই সঙ্গে ইউরোতে ২০০০ সালের পর এই প্রথম গ্রুপ পর্ব থেকে ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে আৎজুরি।
ভিট্টোরিও পোজোর অধীনে ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। ওয়েলসের বিপক্ষে জয়ে এবার নিজেদের রেকর্ড স্পর্শ করল রবার্তো মানচিনির দল। টানা ১০ ম্যাচে জয় পাওয়া আজ্জুরিরা এই ম্যাচেও ছন্দ ধরে রেখেছে। নিজেদের শেষ ১০ ম্যাচে ৩১টি গোল করার বিপরীতে আৎজুরিদের জালে বল জড়াতে পারেনি কেউই। নকআউট পর্বে না হারলে ৮০ বছর পর টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থেকে নিজেদেরই রেকর্ড ভাঙবে ইতালি।
২০১৮ বিশ্বকাপের মূল পর্ব থেকে বাদ পড়ার পর ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। এই ইতালিয়ান কিংবদন্তির জাদুর ছোঁয়ায় যেন পাল্টে গেছে পুরো দলের ছবি। মানচিনি দায়িত্ব নেওয়ার পর মাত্র দুটি ম্যাচে হেরেছে ইতালি। সবশেষ ২০১৮ সালে পর্তুগালের বিপক্ষে ন্যাশনস লিগে হেরেছিল তারা। এরপর থেকে এখন পর্যন্ত অজেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এমন অনন্য অর্জনের পরও মানচিনি মাটিতে পা রাখছেন। তাঁর ছেলেদেরও সতর্ক করে দিয়েছেন, যেন আত্মতুষ্টিতে না ভোগেন। সেই সঙ্গে মানচিনি মনে করেন, কাগজ–কলমে পোজোর দলের রেকর্ড স্পর্শ করলেও অর্জনের দিক দিয়ে তাঁরা অনেক এগিয়ে ছিলেন। ম্যাচ শেষে মানচিনি বলেছেন, ‘পোজো অনেক শিরোপা জিতিয়েছেন দলকে। আমরা সেই তুলনায় অনেক পিছিয়ে। আর শেষ ষোলোতে যাওয়া মানেই তো শিরোপা জেতা নয়। নকআউট পর্বে আসা সব দলই শক্তিশালী। যে কেউই শিরোপা জিততে পারে।’
ঢাকা: ওয়েলসের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইতালির অর্জনের খাতায় যোগ হয়েছে অনেক কিছু। এই জয়ে ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো গোল হজম না করে গ্রুপের তিন ম্যাচই জিতল ইতালি। সেই সঙ্গে ইউরোতে ২০০০ সালের পর এই প্রথম গ্রুপ পর্ব থেকে ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে আৎজুরি।
ভিট্টোরিও পোজোর অধীনে ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। ওয়েলসের বিপক্ষে জয়ে এবার নিজেদের রেকর্ড স্পর্শ করল রবার্তো মানচিনির দল। টানা ১০ ম্যাচে জয় পাওয়া আজ্জুরিরা এই ম্যাচেও ছন্দ ধরে রেখেছে। নিজেদের শেষ ১০ ম্যাচে ৩১টি গোল করার বিপরীতে আৎজুরিদের জালে বল জড়াতে পারেনি কেউই। নকআউট পর্বে না হারলে ৮০ বছর পর টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থেকে নিজেদেরই রেকর্ড ভাঙবে ইতালি।
২০১৮ বিশ্বকাপের মূল পর্ব থেকে বাদ পড়ার পর ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। এই ইতালিয়ান কিংবদন্তির জাদুর ছোঁয়ায় যেন পাল্টে গেছে পুরো দলের ছবি। মানচিনি দায়িত্ব নেওয়ার পর মাত্র দুটি ম্যাচে হেরেছে ইতালি। সবশেষ ২০১৮ সালে পর্তুগালের বিপক্ষে ন্যাশনস লিগে হেরেছিল তারা। এরপর থেকে এখন পর্যন্ত অজেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এমন অনন্য অর্জনের পরও মানচিনি মাটিতে পা রাখছেন। তাঁর ছেলেদেরও সতর্ক করে দিয়েছেন, যেন আত্মতুষ্টিতে না ভোগেন। সেই সঙ্গে মানচিনি মনে করেন, কাগজ–কলমে পোজোর দলের রেকর্ড স্পর্শ করলেও অর্জনের দিক দিয়ে তাঁরা অনেক এগিয়ে ছিলেন। ম্যাচ শেষে মানচিনি বলেছেন, ‘পোজো অনেক শিরোপা জিতিয়েছেন দলকে। আমরা সেই তুলনায় অনেক পিছিয়ে। আর শেষ ষোলোতে যাওয়া মানেই তো শিরোপা জেতা নয়। নকআউট পর্বে আসা সব দলই শক্তিশালী। যে কেউই শিরোপা জিততে পারে।’
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৮ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৮ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৯ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
১০ ঘণ্টা আগে