রোনালদোর নেতৃত্বে ইউরোয় খেলবেন বুড়ো ‘পেপে’

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ২০: ৩০

ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ৫ বার খেলার সুযোগ পেয়ে ইকার ক্যাসিয়াসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চবার খেলার রেকর্ডের মালিক আগে থেকেই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্য দুটি টুর্নামেন্টে কোনো ম্যাচই খেলতে পারেননি ক্যাসিয়াস। সে যাই হোক, এবার স্পেনের কিংবদন্তি গোলরক্ষককে পেছনে ফেলে রেকর্ডের মালিক একাই হলেন রোনালদো। 

সর্বোচ্চ ৬ বার টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়া একমাত্র ফুটবলার এখন রোনালদো। আজ ৩৯ বছর বয়সী তারকাকে দলে রেখেই ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। বয়সটা যে শুধুই সংখ্যা, তাঁর সুযোগ পাওয়াতে সেটা আরেকবার প্রমাণিত হলো। সম্ভবত ক্যারিয়ারের শেষ ইউরো হতে যাচ্ছে পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর।

ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসেও দুর্দান্ত পারফরম্যান্স করছেন রোনালদো। সব মিলিয়ে এবারের মৌসুমে ৪২ ম্যাচে ৪২ গোল করেছেন আল নাসর স্ট্রাইকার। দলে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিই পেয়েছেন ১২৮ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। মহাদেশীয় টুর্নামেন্টেও সর্বোচ্চ ম্যাচ (২৫) এবং গোলদাতার (১৪) মালিক ‘সিআর সেভেন’। 

রোনালদোর মতো রেকর্ড গড়েছেন পেপেও। আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হতে যাওয়া ইউরোর পর্তুগাল দলে সুযোগ পাওয়ায় টুর্নামেন্টের সবচেয়ে বয়স্ক ফুটবলারের রেকর্ড গড়েছেন এই ডিফেন্ডার। দলে সুযোগ পাওয়ার সময় তাঁর বয়স হয়েছে ৪১ বছর ২ মাস ২৫ দিন। এত দিন ৪০ বছর ৮৬ দিন বয়স নিয়ে রেকর্ডের মালিক ছিলেন হাঙ্গেরির গোলরক্ষক গ্যাবোর কিরালি।

দুই ‘বুড়োর’ সঙ্গে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নদের দলে তারকা ফুটবলাররাই সুযোগ পেয়েছেন। ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা, বের্নার্দো সিলভা, জোয়াও ফিলিক্সের মতো ইউরোপীয় ফুটবল মাতানো খেলোয়াড়রাই জায়গা পেয়েছেন কোচ মার্তিনেজের দলে। রোনালদোর নেতৃত্বে পর্তুগাল টুর্নামেন্ট শুরু করবে ১৮ জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ চেকিয়া। গ্রুপ ‘এফ’ য়ের বাকি দুই সঙ্গী হচ্ছে জর্জিয়া এবং তুরস্ক। 

portugalপর্তুগালের ইউরো স্কোয়াড: 
গোলকিপার:
ডিওগো কস্তা, রুই প্যাত্রিসিও ও জোসে সা। 

ডিফেন্ডার: রুবেন দিয়াস, দানিলো পেরেইরা, আন্তনিও সিলভা, পেপে, গনকালো ইনাসিও, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, ডিয়েগো দালত ও নুনো মেন্দেজ। 

মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা, রুবেন নেভেস, জোয়াও নেভেস, জোয়াও পালিনহা, ওতাভিও। 

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, ডিয়েগো জোতা, বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, গনকালো রামোস, পেদ্রো নেতো, ফ্রান্সিসকো কনসেইকাও।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত