ক্রীড়া ডেস্ক
মাত্র ৫ মিনিটে যখন হোসে গায়ার গোলে এগিয়ে গেল ভ্যালেন্সিয়া, তখন ন্যু ক্যাম্পে বার্সেলোনা সমর্থকদের মনে চেপে বসেছে দুশ্চিন্তা। ধুঁকতে থাকা বার্সা বুঝি আরেকটি হার দেখার অপেক্ষায়!
প্রথমার্ধ শেষ হতেই অবশ্য স্বাগতিক দর্শকদের এই দুশ্চিন্তা দূর করেছেন আনসু ফাতি ও মেমফিস ডেপাই। আর ম্যাচের শেষ দিকে এসে প্রায় এক বছর পর ফিলিপে কুতিনহোর গোলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গতকাল রাতে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।
জয়ের স্বস্তির সঙ্গে বার্সা কোচ রোনাল্ড কোমানকে শান্তি দিতে পারে আনসু ফাতির ফর্ম। মৌসুমের শুরুতে লিওনেল মেসি পিএসজিতে চলে যাওয়ার পর অনেক আশা করেই মেসির ‘জার্সি নাম্বার ১০’ এই তরুণ ফরোয়ার্ডের হাতে তুলে দিয়েছে বার্সা। ১০ নাম্বার জার্সি গায়ে যেদিন প্রথম মাঠে নেমেছিলেন, সেদিনই গোল পেয়েছিলেন। গোল পেলেন গতকাল রাতেও।
গত মৌসুমের প্রায় পুরোটা সময় চোটে কাটানোর পর ভ্যালেন্সিয়া ম্যাচ দিয়েই এ মৌসুমের প্রথমবারের মতো একাদশে ফিরেছেন ফাতি। একাদশে ফেরা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন মেসির জার্সির ওজনে কাবু হয়ে পড়েননি। মেমফিস ডেপাইয়ের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল দেওয়া-নেওয়া করে ১৩ মিনিটে গোলে করে দলকে ফেরান সমতায়।
৪১ মিনিটে বার্সার দ্বিতীয় গোলেও আছে ফাতির অবদান। তাকে ডি-বক্সে ফেলে দিয়ে বার্সাকে পেনাল্টি উপহার দেন ভ্যালেন্সিয়ার গোলদাতা হোসে গায়া। স্পট কিকে গোল করেন ডেপাই।
ফাতি অবশ্য পুরোটা সময় খেলতে পারেননি। ৫৯ মিনিটে তাকে উঠিয়ে নেন বার্সা কোচ কোমান। মাঠে নামেন কুতিনহো। ফাতির বদলি হিসেবে খেলে পরের ৩০ মিনিট কুতিনহো একাদশে জায়গা পাওয়ার দাবিটা জোরালো করেছেন। সার্জিনো দেস্তের পাসে ৮৫ মিনিটে বার্সার হয়ে ১১ মাস পর গোল পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
জয় পেয়েছেন, কোমানের স্বস্তি হয়ে এসেছেন সার্জিও আগুয়েরোও। ম্যান সিটি থেকে এই মৌসুমে ন্যু ক্যাম্পে আসার পর শুরু থেকেই চোটে পড়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
বার্সা সমর্থকদের তুমুল করতালিতে দেস্তের বদলি হিসেবে ৮৭ মিনিটে বার্সার হয়ে কাল প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন মেসির জাতীয় দল সতীর্থ।
মাত্র ৫ মিনিটে যখন হোসে গায়ার গোলে এগিয়ে গেল ভ্যালেন্সিয়া, তখন ন্যু ক্যাম্পে বার্সেলোনা সমর্থকদের মনে চেপে বসেছে দুশ্চিন্তা। ধুঁকতে থাকা বার্সা বুঝি আরেকটি হার দেখার অপেক্ষায়!
প্রথমার্ধ শেষ হতেই অবশ্য স্বাগতিক দর্শকদের এই দুশ্চিন্তা দূর করেছেন আনসু ফাতি ও মেমফিস ডেপাই। আর ম্যাচের শেষ দিকে এসে প্রায় এক বছর পর ফিলিপে কুতিনহোর গোলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গতকাল রাতে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।
জয়ের স্বস্তির সঙ্গে বার্সা কোচ রোনাল্ড কোমানকে শান্তি দিতে পারে আনসু ফাতির ফর্ম। মৌসুমের শুরুতে লিওনেল মেসি পিএসজিতে চলে যাওয়ার পর অনেক আশা করেই মেসির ‘জার্সি নাম্বার ১০’ এই তরুণ ফরোয়ার্ডের হাতে তুলে দিয়েছে বার্সা। ১০ নাম্বার জার্সি গায়ে যেদিন প্রথম মাঠে নেমেছিলেন, সেদিনই গোল পেয়েছিলেন। গোল পেলেন গতকাল রাতেও।
গত মৌসুমের প্রায় পুরোটা সময় চোটে কাটানোর পর ভ্যালেন্সিয়া ম্যাচ দিয়েই এ মৌসুমের প্রথমবারের মতো একাদশে ফিরেছেন ফাতি। একাদশে ফেরা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন মেসির জার্সির ওজনে কাবু হয়ে পড়েননি। মেমফিস ডেপাইয়ের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল দেওয়া-নেওয়া করে ১৩ মিনিটে গোলে করে দলকে ফেরান সমতায়।
৪১ মিনিটে বার্সার দ্বিতীয় গোলেও আছে ফাতির অবদান। তাকে ডি-বক্সে ফেলে দিয়ে বার্সাকে পেনাল্টি উপহার দেন ভ্যালেন্সিয়ার গোলদাতা হোসে গায়া। স্পট কিকে গোল করেন ডেপাই।
ফাতি অবশ্য পুরোটা সময় খেলতে পারেননি। ৫৯ মিনিটে তাকে উঠিয়ে নেন বার্সা কোচ কোমান। মাঠে নামেন কুতিনহো। ফাতির বদলি হিসেবে খেলে পরের ৩০ মিনিট কুতিনহো একাদশে জায়গা পাওয়ার দাবিটা জোরালো করেছেন। সার্জিনো দেস্তের পাসে ৮৫ মিনিটে বার্সার হয়ে ১১ মাস পর গোল পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
জয় পেয়েছেন, কোমানের স্বস্তি হয়ে এসেছেন সার্জিও আগুয়েরোও। ম্যান সিটি থেকে এই মৌসুমে ন্যু ক্যাম্পে আসার পর শুরু থেকেই চোটে পড়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
বার্সা সমর্থকদের তুমুল করতালিতে দেস্তের বদলি হিসেবে ৮৭ মিনিটে বার্সার হয়ে কাল প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন মেসির জাতীয় দল সতীর্থ।
টেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
৪১ মিনিট আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
২ ঘণ্টা আগে