ঢাকার আশপাশে জমি চায় বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২: ০৫
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২: ২১

কক্সবাজারের বদলে ঢাকার আশপাশে ট্রেনিং সেন্টারের জন্য জমি চায় বাফুফে। সোমবার গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

মূলত কক্সবাজারের বদলে ঢাকায় ট্রেনিং সেন্টার হলে অফিশিয়াল কাজগুলো সহজভাবে সম্পন্ন করা যাবে বলে মনে করেন বাফুফের এই কর্তা। পাশাপাশি সে সময় কক্সবাজারে জমি পছন্দ করার বিষয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি, ‘আমাদের তখন তিনটা অপশন দেওয়া হয়েছিল, তবে সেটা কক্সবাজারেই। কিন্তু আমরা চেয়েছিলাম ঢাকার আশপাশে, যাতে অফিশিয়াল কাজগুলো সুন্দরভাবে করা যায়। আসলে তখন তেমন উপায় ছিল না। কারণ, তিনটা অপশন কক্সবাজারের মধ্য থেকে বাছাই করতে বলা হয়েছিল।’ 

তবে এবার ঢাকার আশপাশে জমি চান বাফুফের সাধারণ সম্পাদক, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব, যাতে ঢাকার আশপাশে; যেমন আড়িয়ল বিলের দিকে অনেক খাসজমি রয়েছে, সেখানেও হতে পারে। সেদিকে হলে সুবিধা হবে।’ সেটা না হলে কক্সবাজারেই কাজ শুরু করতে রাজি বাফুফে।

এদিকে সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ নারী দলের চুক্তি নবায়নের কথাও জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক, ‘সাবিনা (নারী দলের অধিনায়ক) গিয়েছিল বাফুফে সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। আসলে চুক্তির বিষয়ে কথা হয়েছে। তাদের চুক্তি ৩১ আগস্ট পর্যন্ত ছিল। সেটা বাড়িয়ে ৩০ অক্টোবর করা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত