ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি পরবর্তী যুগে গতকাল রোববার রাতে প্রথমবার বার্সেলোনার হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলতে নামেন আনসু ফাতি। তাঁকে ঘিরে সমর্থকদের উত্তেজনার পারদও ছিল চূড়ায়। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ঘিরেই এখন নতুন করে স্বপ্ন বুনছে স্প্যানিশ ক্লাবটি।
লেভান্তের বিপক্ষে ফাতি মাঠে নামার সময় ‘আনসু আনসু’ ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল গোটা ন্যু ক্যাম্প। সমর্থকদের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। ৩২২ দিন পর মাঠে ফিরে দলের তিন গোলের শেষটি করেছেন এই ফরোয়ার্ড। বার্সার মূল দলে পথচলা শুরুতেই সতীর্থ হিসেবে পেয়েছিলেন লিওনেল মেসির মতো একজনকে। মাঝের ১০ মাসে অবশ্য বদলে গেছে চিত্র। মেসি বার্সা ছেড়েছেন। বার্সায় মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সিটি উঠেছে ফাতির গায়ে।
নিশ্চিতভাবেই ব্যাপারটা ফাতির জন্য বেশ সম্মানের। একই সঙ্গে চাপেরও বটে। তবে ফাতি জানালেন, তেমন কোনো চাপ অনুভব করছেন না তিনি। মেসির ১০ নম্বর জার্সি পরা আলাদা চাপের কি না এমন প্রশ্নে ফাতির উত্তর, ‘১০ নম্বর জার্সি চাপ নয়। লিওর পর এটি পরাটা সম্মানজনক। ক্লাব ও অধিনায়কদের ধন্যবাদ।’
মেসি চলে যাওয়ার পর নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি বার্সার। টানা তিন ম্যাচ হারের পর গতরাতে লেভান্তের বিপক্ষে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। চোট কাটিয়ে ফাতি ফেরায় নতুন করে আশা দেখছে বার্সা সমর্থকেরা। ফাতি বলেছেন, ‘আমি (দলের) আরও একজন সদস্য মাত্র। কোচ খেলার সুযোগ দিলে আমি দলকে সহায়তা করার চেষ্টা করব। আমি পরিশ্রম করে যাব। মৌসুম অনেক দীর্ঘ পথ। আমাদের সবকিছুর জন্য লড়াই করতে হবে।’
লিওনেল মেসি পরবর্তী যুগে গতকাল রোববার রাতে প্রথমবার বার্সেলোনার হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলতে নামেন আনসু ফাতি। তাঁকে ঘিরে সমর্থকদের উত্তেজনার পারদও ছিল চূড়ায়। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ঘিরেই এখন নতুন করে স্বপ্ন বুনছে স্প্যানিশ ক্লাবটি।
লেভান্তের বিপক্ষে ফাতি মাঠে নামার সময় ‘আনসু আনসু’ ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল গোটা ন্যু ক্যাম্প। সমর্থকদের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। ৩২২ দিন পর মাঠে ফিরে দলের তিন গোলের শেষটি করেছেন এই ফরোয়ার্ড। বার্সার মূল দলে পথচলা শুরুতেই সতীর্থ হিসেবে পেয়েছিলেন লিওনেল মেসির মতো একজনকে। মাঝের ১০ মাসে অবশ্য বদলে গেছে চিত্র। মেসি বার্সা ছেড়েছেন। বার্সায় মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সিটি উঠেছে ফাতির গায়ে।
নিশ্চিতভাবেই ব্যাপারটা ফাতির জন্য বেশ সম্মানের। একই সঙ্গে চাপেরও বটে। তবে ফাতি জানালেন, তেমন কোনো চাপ অনুভব করছেন না তিনি। মেসির ১০ নম্বর জার্সি পরা আলাদা চাপের কি না এমন প্রশ্নে ফাতির উত্তর, ‘১০ নম্বর জার্সি চাপ নয়। লিওর পর এটি পরাটা সম্মানজনক। ক্লাব ও অধিনায়কদের ধন্যবাদ।’
মেসি চলে যাওয়ার পর নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি বার্সার। টানা তিন ম্যাচ হারের পর গতরাতে লেভান্তের বিপক্ষে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। চোট কাটিয়ে ফাতি ফেরায় নতুন করে আশা দেখছে বার্সা সমর্থকেরা। ফাতি বলেছেন, ‘আমি (দলের) আরও একজন সদস্য মাত্র। কোচ খেলার সুযোগ দিলে আমি দলকে সহায়তা করার চেষ্টা করব। আমি পরিশ্রম করে যাব। মৌসুম অনেক দীর্ঘ পথ। আমাদের সবকিছুর জন্য লড়াই করতে হবে।’
টেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
১ ঘণ্টা আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
২ ঘণ্টা আগে