Ajker Patrika

রোনালদোর ‘আরেকটি যুদ্ধজয়’

ক্রীড়া ডেস্ক    
গোলের পর রোনালদোর উদ্‌যাপন। ছবি: আল নাসর
গোলের পর রোনালদোর উদ্‌যাপন। ছবি: আল নাসর

বয়সকে তুড়ি দিয়ে মাঠ নামলেই গোল স্কোরশিটে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল সৌদি প্রো লিগেও এর ব্যতিক্রম হয়নি। আল খুলুদকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেন রোনালদো। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে জন ডুরানকে পাস দিয়েছিলেন সাদিও মানে। কলম্বিয়ান ফরোয়ার্ড গোলমুখে বল পেয়েও জাল খুঁজে নিতে ব্যর্থ হন। তার শট বারে লেগে ফিরে আসে। সুযোগ পেয়ে গোলরক্ষক ও দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বল জালে পাঠান পর্তুগিজ উইঙ্গার।

চলতি মৌসুমে লিগে ২৪ ম্যাচে ১৯ গোল হলো রোনালদোর। সব মিলিয়ে পেশাদার ফুটবলে ৯২৮ নম্বর গোল করেছেন তিনি। ২৬ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলেও ছিল রোনালদোর অবদান। মাঝমাঠ থেকে ডি-বক্সের বাঁ প্রান্তে তিনি লম্বা পাস বাড়ান আল নাজদিকে। তাঁর কাছ থেকে গোলমুখে পাস পেয়ে বাকি কাজ সারেন সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে।

৪১ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডুরান নিচু শটে বল জালে জড়ালে ব্যবধান ৩-০ করে ফেলে আল নাসর। বিরতির পর ৫৬ মিনিটে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাসরে ডিফেন্ডার নাওয়াফ বউশাল। ৬০ মিনিটে রোনালদোকে উঠিয়ে নেওয়া হয়। ব্যাপক আক্রমণ চালাতে থাকে খুলুদ। বল দখলের সময় ও আক্রমণে এগিয়ে ছিল তারাই।

৭২ মিনিটে বক্সের বাইরে থেকে জ্যাকসন মুলেকার জোরালো শটে একটি গোল শোধ করে খুলুদ। সেটিও নাসরের ডিফেন্ডার আলী লাজামির শরীর ছুঁয়ে যায়। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে আল নাসর। ম্যাচ শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘আরেকটি যুদ্ধজয়। চলো এগিয়ে যাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাবা, তোমরা আরও অন্তত পাঁচ-দশ বছর আমাদের নেতা থাকো: আসিফ নজরুল

আমাদের কথা শোনা বন্ধ করায় বিএনপির পতন শুরু হয়েছে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত