ক্রীড়া ডেস্ক
বয়সকে তুড়ি দিয়ে মাঠ নামলেই গোল স্কোরশিটে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল সৌদি প্রো লিগেও এর ব্যতিক্রম হয়নি। আল খুলুদকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেন রোনালদো। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে জন ডুরানকে পাস দিয়েছিলেন সাদিও মানে। কলম্বিয়ান ফরোয়ার্ড গোলমুখে বল পেয়েও জাল খুঁজে নিতে ব্যর্থ হন। তার শট বারে লেগে ফিরে আসে। সুযোগ পেয়ে গোলরক্ষক ও দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বল জালে পাঠান পর্তুগিজ উইঙ্গার।
চলতি মৌসুমে লিগে ২৪ ম্যাচে ১৯ গোল হলো রোনালদোর। সব মিলিয়ে পেশাদার ফুটবলে ৯২৮ নম্বর গোল করেছেন তিনি। ২৬ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলেও ছিল রোনালদোর অবদান। মাঝমাঠ থেকে ডি-বক্সের বাঁ প্রান্তে তিনি লম্বা পাস বাড়ান আল নাজদিকে। তাঁর কাছ থেকে গোলমুখে পাস পেয়ে বাকি কাজ সারেন সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে।
৪১ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডুরান নিচু শটে বল জালে জড়ালে ব্যবধান ৩-০ করে ফেলে আল নাসর। বিরতির পর ৫৬ মিনিটে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাসরে ডিফেন্ডার নাওয়াফ বউশাল। ৬০ মিনিটে রোনালদোকে উঠিয়ে নেওয়া হয়। ব্যাপক আক্রমণ চালাতে থাকে খুলুদ। বল দখলের সময় ও আক্রমণে এগিয়ে ছিল তারাই।
৭২ মিনিটে বক্সের বাইরে থেকে জ্যাকসন মুলেকার জোরালো শটে একটি গোল শোধ করে খুলুদ। সেটিও নাসরের ডিফেন্ডার আলী লাজামির শরীর ছুঁয়ে যায়। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে আল নাসর। ম্যাচ শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘আরেকটি যুদ্ধজয়। চলো এগিয়ে যাই।’
বয়সকে তুড়ি দিয়ে মাঠ নামলেই গোল স্কোরশিটে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল সৌদি প্রো লিগেও এর ব্যতিক্রম হয়নি। আল খুলুদকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেন রোনালদো। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে জন ডুরানকে পাস দিয়েছিলেন সাদিও মানে। কলম্বিয়ান ফরোয়ার্ড গোলমুখে বল পেয়েও জাল খুঁজে নিতে ব্যর্থ হন। তার শট বারে লেগে ফিরে আসে। সুযোগ পেয়ে গোলরক্ষক ও দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বল জালে পাঠান পর্তুগিজ উইঙ্গার।
চলতি মৌসুমে লিগে ২৪ ম্যাচে ১৯ গোল হলো রোনালদোর। সব মিলিয়ে পেশাদার ফুটবলে ৯২৮ নম্বর গোল করেছেন তিনি। ২৬ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলেও ছিল রোনালদোর অবদান। মাঝমাঠ থেকে ডি-বক্সের বাঁ প্রান্তে তিনি লম্বা পাস বাড়ান আল নাজদিকে। তাঁর কাছ থেকে গোলমুখে পাস পেয়ে বাকি কাজ সারেন সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে।
৪১ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডুরান নিচু শটে বল জালে জড়ালে ব্যবধান ৩-০ করে ফেলে আল নাসর। বিরতির পর ৫৬ মিনিটে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাসরে ডিফেন্ডার নাওয়াফ বউশাল। ৬০ মিনিটে রোনালদোকে উঠিয়ে নেওয়া হয়। ব্যাপক আক্রমণ চালাতে থাকে খুলুদ। বল দখলের সময় ও আক্রমণে এগিয়ে ছিল তারাই।
৭২ মিনিটে বক্সের বাইরে থেকে জ্যাকসন মুলেকার জোরালো শটে একটি গোল শোধ করে খুলুদ। সেটিও নাসরের ডিফেন্ডার আলী লাজামির শরীর ছুঁয়ে যায়। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে আল নাসর। ম্যাচ শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘আরেকটি যুদ্ধজয়। চলো এগিয়ে যাই।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর টাইব্রেকারে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জিতেছিল রিয়াল মাদ্রিদ। লম্বা সময় ধরে খেলার ক্লান্তি যেন চেপে বসেছিল তাদের খেলোয়াড়দের ওপর। গত রাতে লা লিগায় সেই সুযোগ কাজে লাগিয়ে রিয়ালকে ভয় ধরিয়ে দেয় ভিয়ারিয়াল। শুরুতেই মাদ্রিদের জাল কাঁপায়...
৭ মিনিট আগেক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দারুণ একটা দিন পারল নিউজিল্যান্ড। এই একই মাঠেই একদিনে পেল দুর্দান্ত দুই জয়। সকালে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল ৭ উইকেটে উড়িয়ে দেয় শ্রীলঙ্কার মেয়েদের।
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ দেখা হচ্ছে আজিজুল হাকিম তামিমের দল গুলশান ক্রিকেট ক্লাব ও সাব্বির রহমানের পারটেক্স স্পোর্টিং ক্লাবের। তাঁরা দুজনই দল দুটিকে নেতৃত্ব দিচ্ছেন। লিগে পারটেক্স-গুলশানের এটি পঞ্চম ম্যাচ। আগের চার ম্যাচে দুটি করে জয় ও হার দেখেছে গুলশান। তিন হার ও একটি জয় পেয়েছে পারটেক্স।
২ ঘণ্টা আগেমেক্সিকোর আজতেকা প্রথম স্টেডিয়াম, যেখানে হয়েছে ফিফা বিশ্বকাপের দুটি ফাইনাল। আজতেকাই প্রথম এবং একমাত্র স্টেডিয়াম, যেখান থেকে পেলে ও ম্যারাডোনা—দুজনেই জিতেছেন ফিফা বিশ্বকাপ। এই দু্ই ফুটবল কিংবদন্তির স্মৃতিবিজড়িত স্টেডিয়ামটি আগের নাম মুছে ফেলে এখন বানোর্ত স্টেডিয়াম। বানোর্ত মেক্সিকোর অন্যতম...
২ ঘণ্টা আগে