ক্রীড়া ডেস্ক
রবার্ট লেভানডফস্কির হ্যাটট্রিকে প্রথমার্ধে ১০ জনের দল হয়ে পড়া ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। নিজেদের মাটিতে এ জয়ে জিরোনাকে নিচে ঠেলে লা লিগায় আবারও দুইয়ে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল। ৩৩ ম্যাচে কাতালান জায়ান্টদের পয়েন্ট ৭৩। শীর্ষে থেকে শিরোপার কাছে চলে আসা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা।
গত রাতে ২২ মিনিটে রাফিনহার পাশ থেকে বার্সাকে এগিয়ে দেন ফারমিন লোপেজ। পাঁচ মিনিট পর ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান হুদো দুরো। ৩৮ মিনিটে পেপেলুর পেনাল্টি গোলে এগিয়ে যায় তারা। তবে বড় ধাক্কাটা খায় বিরতিতে যাওয়ার খানিক আগে। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে লাল কার্ড দেখে বসেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গিয়র্গি মামারদাশবভিলি।
দ্বিতীয়ার্ধে খর্বশক্তির হযে পড়া ভ্যালেন্সিয়ার বিপক্ষে সুবিধাটুকু ঠিকই আদায় করেছেন লেভা। ৩৫ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার বার্সাকে সমতায় ফেরান ৪৯ মিনিটে, ইলকাই গুন্দোয়ানের পাস থেকে হেডে গোল করে। ৮২ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। যোগ করা তৃতীয় মিনিটে চোখ ধাঁধানো এক ফ্রিকিকে পূরণ করেন হ্যাটট্রিক।
এ নিয়ে এ মৌসুমের লা লিগায় লেভার গোলসংখ্যা দাঁড়াল ৩০ ম্যাচে ১৬। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির দৌড়ে তিনি আছেন চতুর্থ স্থানে। মৌসুম খালি হাতে শেষ করতে চললেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে খুশি জাভি। ম্যাচ শেষে বার্সা কোচ ডিএজেডএনকে বলেছেন, ‘আমি মনে করি, দল ভালো খেলেছে...আমাদের মনে শান্তি-প্রশান্তি নেই, তবে দলের এমন মনোভাবে আমি সন্তুষ্ট।’
জাভির সঙ্গে চুক্তি নবায়নের পর বার্সার এটি প্রথম জয়। এর আগে স্প্যানিশ কোচ মৌসুমের মাঝপথে জানিয়েছিলেন, বার্সায় এটি তাঁর শেষ মৌসুম। তবে সাবেক ক্লাবের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন তিনি।
রবার্ট লেভানডফস্কির হ্যাটট্রিকে প্রথমার্ধে ১০ জনের দল হয়ে পড়া ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। নিজেদের মাটিতে এ জয়ে জিরোনাকে নিচে ঠেলে লা লিগায় আবারও দুইয়ে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল। ৩৩ ম্যাচে কাতালান জায়ান্টদের পয়েন্ট ৭৩। শীর্ষে থেকে শিরোপার কাছে চলে আসা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা।
গত রাতে ২২ মিনিটে রাফিনহার পাশ থেকে বার্সাকে এগিয়ে দেন ফারমিন লোপেজ। পাঁচ মিনিট পর ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান হুদো দুরো। ৩৮ মিনিটে পেপেলুর পেনাল্টি গোলে এগিয়ে যায় তারা। তবে বড় ধাক্কাটা খায় বিরতিতে যাওয়ার খানিক আগে। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে লাল কার্ড দেখে বসেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গিয়র্গি মামারদাশবভিলি।
দ্বিতীয়ার্ধে খর্বশক্তির হযে পড়া ভ্যালেন্সিয়ার বিপক্ষে সুবিধাটুকু ঠিকই আদায় করেছেন লেভা। ৩৫ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার বার্সাকে সমতায় ফেরান ৪৯ মিনিটে, ইলকাই গুন্দোয়ানের পাস থেকে হেডে গোল করে। ৮২ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। যোগ করা তৃতীয় মিনিটে চোখ ধাঁধানো এক ফ্রিকিকে পূরণ করেন হ্যাটট্রিক।
এ নিয়ে এ মৌসুমের লা লিগায় লেভার গোলসংখ্যা দাঁড়াল ৩০ ম্যাচে ১৬। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির দৌড়ে তিনি আছেন চতুর্থ স্থানে। মৌসুম খালি হাতে শেষ করতে চললেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে খুশি জাভি। ম্যাচ শেষে বার্সা কোচ ডিএজেডএনকে বলেছেন, ‘আমি মনে করি, দল ভালো খেলেছে...আমাদের মনে শান্তি-প্রশান্তি নেই, তবে দলের এমন মনোভাবে আমি সন্তুষ্ট।’
জাভির সঙ্গে চুক্তি নবায়নের পর বার্সার এটি প্রথম জয়। এর আগে স্প্যানিশ কোচ মৌসুমের মাঝপথে জানিয়েছিলেন, বার্সায় এটি তাঁর শেষ মৌসুম। তবে সাবেক ক্লাবের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন তিনি।
ডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
৩২ মিনিট আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে ২০২৪ সাল ভারতের কেটেছে অসাধারণ। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। তবে বছরের শেষভাগে এসে টেস্টে হোঁচট খাচ্ছে এশিয়ার দলটি। সুদূর অস্ট্রেলিয়াতে এসেও বেকায়দায় পড়েছে ভারত।
২ ঘণ্টা আগে