ক্রীড়া ডেস্ক
রবার্ট লেভানডফস্কির হ্যাটট্রিকে প্রথমার্ধে ১০ জনের দল হয়ে পড়া ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। নিজেদের মাটিতে এ জয়ে জিরোনাকে নিচে ঠেলে লা লিগায় আবারও দুইয়ে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল। ৩৩ ম্যাচে কাতালান জায়ান্টদের পয়েন্ট ৭৩। শীর্ষে থেকে শিরোপার কাছে চলে আসা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা।
গত রাতে ২২ মিনিটে রাফিনহার পাশ থেকে বার্সাকে এগিয়ে দেন ফারমিন লোপেজ। পাঁচ মিনিট পর ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান হুদো দুরো। ৩৮ মিনিটে পেপেলুর পেনাল্টি গোলে এগিয়ে যায় তারা। তবে বড় ধাক্কাটা খায় বিরতিতে যাওয়ার খানিক আগে। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে লাল কার্ড দেখে বসেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গিয়র্গি মামারদাশবভিলি।
দ্বিতীয়ার্ধে খর্বশক্তির হযে পড়া ভ্যালেন্সিয়ার বিপক্ষে সুবিধাটুকু ঠিকই আদায় করেছেন লেভা। ৩৫ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার বার্সাকে সমতায় ফেরান ৪৯ মিনিটে, ইলকাই গুন্দোয়ানের পাস থেকে হেডে গোল করে। ৮২ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। যোগ করা তৃতীয় মিনিটে চোখ ধাঁধানো এক ফ্রিকিকে পূরণ করেন হ্যাটট্রিক।
এ নিয়ে এ মৌসুমের লা লিগায় লেভার গোলসংখ্যা দাঁড়াল ৩০ ম্যাচে ১৬। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির দৌড়ে তিনি আছেন চতুর্থ স্থানে। মৌসুম খালি হাতে শেষ করতে চললেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে খুশি জাভি। ম্যাচ শেষে বার্সা কোচ ডিএজেডএনকে বলেছেন, ‘আমি মনে করি, দল ভালো খেলেছে...আমাদের মনে শান্তি-প্রশান্তি নেই, তবে দলের এমন মনোভাবে আমি সন্তুষ্ট।’
জাভির সঙ্গে চুক্তি নবায়নের পর বার্সার এটি প্রথম জয়। এর আগে স্প্যানিশ কোচ মৌসুমের মাঝপথে জানিয়েছিলেন, বার্সায় এটি তাঁর শেষ মৌসুম। তবে সাবেক ক্লাবের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন তিনি।
রবার্ট লেভানডফস্কির হ্যাটট্রিকে প্রথমার্ধে ১০ জনের দল হয়ে পড়া ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। নিজেদের মাটিতে এ জয়ে জিরোনাকে নিচে ঠেলে লা লিগায় আবারও দুইয়ে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল। ৩৩ ম্যাচে কাতালান জায়ান্টদের পয়েন্ট ৭৩। শীর্ষে থেকে শিরোপার কাছে চলে আসা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা।
গত রাতে ২২ মিনিটে রাফিনহার পাশ থেকে বার্সাকে এগিয়ে দেন ফারমিন লোপেজ। পাঁচ মিনিট পর ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান হুদো দুরো। ৩৮ মিনিটে পেপেলুর পেনাল্টি গোলে এগিয়ে যায় তারা। তবে বড় ধাক্কাটা খায় বিরতিতে যাওয়ার খানিক আগে। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে লাল কার্ড দেখে বসেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গিয়র্গি মামারদাশবভিলি।
দ্বিতীয়ার্ধে খর্বশক্তির হযে পড়া ভ্যালেন্সিয়ার বিপক্ষে সুবিধাটুকু ঠিকই আদায় করেছেন লেভা। ৩৫ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার বার্সাকে সমতায় ফেরান ৪৯ মিনিটে, ইলকাই গুন্দোয়ানের পাস থেকে হেডে গোল করে। ৮২ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। যোগ করা তৃতীয় মিনিটে চোখ ধাঁধানো এক ফ্রিকিকে পূরণ করেন হ্যাটট্রিক।
এ নিয়ে এ মৌসুমের লা লিগায় লেভার গোলসংখ্যা দাঁড়াল ৩০ ম্যাচে ১৬। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির দৌড়ে তিনি আছেন চতুর্থ স্থানে। মৌসুম খালি হাতে শেষ করতে চললেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে খুশি জাভি। ম্যাচ শেষে বার্সা কোচ ডিএজেডএনকে বলেছেন, ‘আমি মনে করি, দল ভালো খেলেছে...আমাদের মনে শান্তি-প্রশান্তি নেই, তবে দলের এমন মনোভাবে আমি সন্তুষ্ট।’
জাভির সঙ্গে চুক্তি নবায়নের পর বার্সার এটি প্রথম জয়। এর আগে স্প্যানিশ কোচ মৌসুমের মাঝপথে জানিয়েছিলেন, বার্সায় এটি তাঁর শেষ মৌসুম। তবে সাবেক ক্লাবের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন তিনি।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৯ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৯ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১১ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৩ ঘণ্টা আগে