ক্রীড়া ডেস্ক
খেলোয়াড়ি জীবন তো রয়েছেই, এর বাইরেও নানা ঘটনায় তারকা খেলোয়াড়দের নিয়ে অভিযোগ শোনা যায়। যার মধ্যে ধর্ষণের অভিযোগের কথা শোনা যায় বেশি। কোনো কোনো ফুটবলারের ক্যারিয়ারই যে শেষ হয়ে যায়। কারও বা ক্যারিয়ারে সামান্য বিচ্ছেদ ঘটে। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলারের বিপক্ষে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ব্রিটেনের ‘দ্য টেলিগ্রাফ’-এর গত রাতে প্রকাশিত এক সংবাদে জানা যায়, প্রিমিয়ার লিগের দুই ফুটবলার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ তা নিশ্চিত করেছেন। দুজনের বয়সই ১৯ ও খেলেন একই ক্লাবে। তবে তাঁদের নাম ও কোন ক্লাবে খেলেন তা প্রকাশ করা হয়নি। একই দেশের অন্য সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, আটককৃতদের একজনকে ক্লাবের স্টেডিয়ামে কথা বলতে শোনা গেছে। তার বিরুদ্ধে ধর্ষণে মাঠ ছাড়ার পরই আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্য ফুটবলারকে পরের দিনই গ্রেপ্তার করা হয়েছে ও পুলিশ পরে জিজ্ঞাসাবাদ করেছেন। ‘দ্য সান’ আরও জানিয়েছে, গ্রেপ্তারের ব্যাপারে খেলোয়াড়দের ক্লাব কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কারণ জিনিসটা এখন পুলিশের কাছে।
দুই ফুটবলারকে গ্রেপ্তারের কথা পুলিশ পরে নিশ্চিত করেছে। পুলিশের এক মুখপাত্র ‘দ্য সান’কে বলেন, ‘ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ বছর বয়সী এক জনকে ধর্ষণ, শারীরিক নির্যাতনে জড়িত থাকা ও প্ররোচনা দেওয়ায় ১৯ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই বয়সের অন্য আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণে জড়িত থাকার সন্দেহে। দুজনেই জামিনে আছেন।’ শুক্রবার রাতেই এমন ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ভুক্তভোগীর আনুষ্ঠানিক অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েক ঘণ্টা পরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নতুন কোনো ঘটনা নয়। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাসন গ্রিনউডের বিরুদ্ধে ওঠে ধর্ষণে অভিযোগ। এর আগে বেঞ্জামিন মেন্দির বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরে অবশ্য অভিযোগ প্রমাণিত হয়নি। ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত খেলেছিলেন মেন্দি।
খেলোয়াড়ি জীবন তো রয়েছেই, এর বাইরেও নানা ঘটনায় তারকা খেলোয়াড়দের নিয়ে অভিযোগ শোনা যায়। যার মধ্যে ধর্ষণের অভিযোগের কথা শোনা যায় বেশি। কোনো কোনো ফুটবলারের ক্যারিয়ারই যে শেষ হয়ে যায়। কারও বা ক্যারিয়ারে সামান্য বিচ্ছেদ ঘটে। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলারের বিপক্ষে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ব্রিটেনের ‘দ্য টেলিগ্রাফ’-এর গত রাতে প্রকাশিত এক সংবাদে জানা যায়, প্রিমিয়ার লিগের দুই ফুটবলার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ তা নিশ্চিত করেছেন। দুজনের বয়সই ১৯ ও খেলেন একই ক্লাবে। তবে তাঁদের নাম ও কোন ক্লাবে খেলেন তা প্রকাশ করা হয়নি। একই দেশের অন্য সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, আটককৃতদের একজনকে ক্লাবের স্টেডিয়ামে কথা বলতে শোনা গেছে। তার বিরুদ্ধে ধর্ষণে মাঠ ছাড়ার পরই আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্য ফুটবলারকে পরের দিনই গ্রেপ্তার করা হয়েছে ও পুলিশ পরে জিজ্ঞাসাবাদ করেছেন। ‘দ্য সান’ আরও জানিয়েছে, গ্রেপ্তারের ব্যাপারে খেলোয়াড়দের ক্লাব কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কারণ জিনিসটা এখন পুলিশের কাছে।
দুই ফুটবলারকে গ্রেপ্তারের কথা পুলিশ পরে নিশ্চিত করেছে। পুলিশের এক মুখপাত্র ‘দ্য সান’কে বলেন, ‘ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ বছর বয়সী এক জনকে ধর্ষণ, শারীরিক নির্যাতনে জড়িত থাকা ও প্ররোচনা দেওয়ায় ১৯ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই বয়সের অন্য আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণে জড়িত থাকার সন্দেহে। দুজনেই জামিনে আছেন।’ শুক্রবার রাতেই এমন ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ভুক্তভোগীর আনুষ্ঠানিক অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েক ঘণ্টা পরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নতুন কোনো ঘটনা নয়। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাসন গ্রিনউডের বিরুদ্ধে ওঠে ধর্ষণে অভিযোগ। এর আগে বেঞ্জামিন মেন্দির বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরে অবশ্য অভিযোগ প্রমাণিত হয়নি। ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত খেলেছিলেন মেন্দি।
এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
৪৪ মিনিট আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৩ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৪ ঘণ্টা আগে