ক্রীড়া ডেস্ক
গত দুই বছরে আর্জেন্টিনার ক্যাবিনেটে যোগ হয়েছে একের পর এক শিরোপা। আর্জেন্টাইনদের শিরোপা জয়ে অবদান রেখেছেন এমিলিয়ানো মার্তিনেজ। ভবিষ্যতে আরও অনেক শিরোপা আর্জেন্টিনা জিতবে বলে মনে করেন তিনি।
২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। যা আলবিসেলেস্তের ২৮ বছর পর কোনো বৈশ্বিক শিরোপা। এই টুর্নামেন্টে আর্জেন্টিনার গোলপোস্টের সামনে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করেন মার্তিনেজ। এরপর ইতালিকে হারিয়ে ২০২২ ফিনালিসিমা জেতে আর্জেন্টিনা। আর গত বছরের ডিসেম্বরে লুসাইলে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের নক আউট রাউন্ডে দুর্ভেদ্য দেয়াল আর্জেন্টাইন এই গোলরক্ষক জিতেছেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে হবে কোপা আমেরিকা। আর যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে হবে ২০২৬ বিশ্বকাপ। এই দুটো টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে রাখতে পারবে বলে মনে করেন মার্তিনেজ, ‘খেলার সময় মনে করি আমিই সেরা। কোপা আমেরিকা, ইতালির বিপক্ষে ফিনালিসিমা, বিশ্বকাপ জিতেছি। আমরা সবই জিতেছি। কোপা আমেরিকা জিততে যাচ্ছি আমরা এবং আশা করি পরের বিশ্বকাপও।’
কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন লিওনেল মেসি। ৭ ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরষ্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরষ্কার জিতলেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের প্রসঙ্গে মার্তিনেজ বলেন, ‘মেসি সর্বকালের সেরা। ভবিষ্যতে মেসির মতো খেলোয়াড় পাওয়া কঠিন হবে।’
গত দুই বছরে আর্জেন্টিনার ক্যাবিনেটে যোগ হয়েছে একের পর এক শিরোপা। আর্জেন্টাইনদের শিরোপা জয়ে অবদান রেখেছেন এমিলিয়ানো মার্তিনেজ। ভবিষ্যতে আরও অনেক শিরোপা আর্জেন্টিনা জিতবে বলে মনে করেন তিনি।
২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। যা আলবিসেলেস্তের ২৮ বছর পর কোনো বৈশ্বিক শিরোপা। এই টুর্নামেন্টে আর্জেন্টিনার গোলপোস্টের সামনে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করেন মার্তিনেজ। এরপর ইতালিকে হারিয়ে ২০২২ ফিনালিসিমা জেতে আর্জেন্টিনা। আর গত বছরের ডিসেম্বরে লুসাইলে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের নক আউট রাউন্ডে দুর্ভেদ্য দেয়াল আর্জেন্টাইন এই গোলরক্ষক জিতেছেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে হবে কোপা আমেরিকা। আর যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে হবে ২০২৬ বিশ্বকাপ। এই দুটো টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে রাখতে পারবে বলে মনে করেন মার্তিনেজ, ‘খেলার সময় মনে করি আমিই সেরা। কোপা আমেরিকা, ইতালির বিপক্ষে ফিনালিসিমা, বিশ্বকাপ জিতেছি। আমরা সবই জিতেছি। কোপা আমেরিকা জিততে যাচ্ছি আমরা এবং আশা করি পরের বিশ্বকাপও।’
কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন লিওনেল মেসি। ৭ ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরষ্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরষ্কার জিতলেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের প্রসঙ্গে মার্তিনেজ বলেন, ‘মেসি সর্বকালের সেরা। ভবিষ্যতে মেসির মতো খেলোয়াড় পাওয়া কঠিন হবে।’
স্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
২৯ মিনিট আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
১ ঘণ্টা আগেলিগ পর্বে তাদের আরও ম্যাচ আছে চারটি। টানা ৮ ম্যাচে দাপুটে জয়। উড়তে উড়তে যেন চলতি বিপিএলের প্লে-অফ নিশ্চিত করল এখন পর্যন্ত অপরাজিত থাকা রংপুর। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসকে ৩৩ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। এতে আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে রংপুর।
১ ঘণ্টা আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিনের অর্ধেকটা সময় কেড়ে নিয়েছে বাজে আবহাওয়া। পরে ব্যাটিংয়ে নেমে ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তবে পঞ্চম উইকেটে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ৯৭ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে তাঁরা। তবে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হতেও দেরি...
২ ঘণ্টা আগে