‘রিয়ালকে শেষ করতে না পারলে তারাই আপনাকে শেষ করবে’

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১০: ৫৯
Thumbnail image

সংখ্যাটা আর বাড়াতে দিল না রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোয় হ্যাটট্রিক হারের পর গতকাল জয় পেয়েছে তারা। শুধু জয় বললে ভুল হবে, রীতিমতো বার্সেলোনাকে বিধ্বস্ত করেছে লস ব্ল্যাংকোসরা।

গতকাল বার্সার মাঠেই প্রতিপক্ষকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল। নিজেদের দিনে দলটি যে কতটা ভয়ংকর, তার প্রমাণ আরবাও দিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। এটা স্বীকারও করছেন খেলোয়াড় হিসেবে অনেক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী জাভি হার্নান্দেজ। তাঁর মতে, যখন রিয়ালকে আপনি শেষ করতে পারবেন না, তখন তারাই আপনাকে শেষ করবে।

কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর হতাশ বার্সা কোচ জাভি বলেছেন, ‘এটি খুবই কঠিন এক রাত। আসলে এটিই ফুটবল। রিয়াল ভালো দল এটাতে তর্কে জড়াব না। তারা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন। তারা ক্ষমা করে না। যখন আপনি মাদ্রিদকে শেষ করতে পারবেন না, তারা আপনাকে শেষ করবে।’

গতকাল কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে সবকিছু নিজেদের পক্ষে ছিল বার্সার। টানা তিন এল ক্লাসিকোয় জয়, সেমির প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থেকে নিজেদের মাঠে খেলতে নামা। কিন্তু পরিসংখ্যান নতুন ম্যাচে কথা বলল না। সবকিছু উল্টিয়ে দিয়ে গতকাল ৪-০ গোলের জয় পায় রিয়াল। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন করিম বেনজামা। আর ভিনিসিয়ুসকে দিয়ে করিয়েছেন অন্যটি। এতে করে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত