ক্রীড়া ডেস্ক, ঢাকা
ওয়েম্বলিতে কাল ডেনমার্ক-ইংল্যান্ড সেমিফাইনালের অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা তখন শেষের পথে। ১০৪ মিনিটে ডেনিশ ডিফেন্ডারদের কাটিয়ে গোলমুখে ঢুকছিলেন রাহিম স্টার্লিং। তখনই পড়ে যান ইংলিশ ফরোয়ার্ড। রেফারি ইংলিশদের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। যদিও তিনি সিদ্ধান্ত দিয়েছেন ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে। তবু এই পেনাল্টি নিয়ে কথা হচ্ছে অনেক।
কাল ওয়েম্বলির সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে সেখানে দেখা যায় এক প্রস্থ নাটক। ১০৪ মিনিটে রাহিমকে ট্যাকল করতে গেলে বিপদে পড়ে ডেনমার্ক। রেফারি পেনাল্টির বাঁশি বাজান ইংল্যান্ডের পক্ষে, যেখানে পেনাল্টিতে দলকে এগিয়ে নেন অধিনায়ক হ্যারি কেন। এই পেনাল্টিই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে পরে। পেনাল্টি নিয়ে ডেনিশরা অসন্তুষ্ট তো হয়েছেই, সংশয় প্রকাশ করেছেন টেলিভিশন ধারাভাষ্যকার, বিশ্লেষকেরাও।
এই পেনাল্টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা হচ্ছে। সাবেক ফরাসি ডিফেন্ডার বিক্সেন্তে লিজারাজু টুইটারে লিখেছেন, ‘এটা কোনোভাবেই পেনাল্টি হয় না!’ মন্টেনেগ্রের বাস্কেটবল খেলোয়াড় নিকোলা ভুসেভিচ টুইট করেছেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না তারা ইংল্যান্ডকে পেনাল্টি দিয়েছে। এটা কোন ধরনের মজা!’ সাবেক স্কটিশ মিডফিল্ডার মাইকেল স্টুয়ার্ট বলেছেন, ‘এটা পেনাল্টি ছিল না। ভিএআর নিয়েও রেফারির সঠিক সিদ্ধান্ত দিতে না পারার মতো ব্যর্থতা আর কি হতে পারে!’
যা হওয়ার হয়েছে। ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে রোববার ইউরোর ফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। সাবেক ইংলিশ উইঙ্গার ক্রিস ওয়াডেল পর্যন্ত বলেছেন, ‘পেনাল্টির সিদ্ধান্তে নিজেও খুশি নই। কিন্তু এখন ভেবে কী হবে! আমরা তো ফাইনালে উঠে গেছি।’
ওয়েম্বলিতে কাল ডেনমার্ক-ইংল্যান্ড সেমিফাইনালের অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা তখন শেষের পথে। ১০৪ মিনিটে ডেনিশ ডিফেন্ডারদের কাটিয়ে গোলমুখে ঢুকছিলেন রাহিম স্টার্লিং। তখনই পড়ে যান ইংলিশ ফরোয়ার্ড। রেফারি ইংলিশদের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। যদিও তিনি সিদ্ধান্ত দিয়েছেন ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে। তবু এই পেনাল্টি নিয়ে কথা হচ্ছে অনেক।
কাল ওয়েম্বলির সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে সেখানে দেখা যায় এক প্রস্থ নাটক। ১০৪ মিনিটে রাহিমকে ট্যাকল করতে গেলে বিপদে পড়ে ডেনমার্ক। রেফারি পেনাল্টির বাঁশি বাজান ইংল্যান্ডের পক্ষে, যেখানে পেনাল্টিতে দলকে এগিয়ে নেন অধিনায়ক হ্যারি কেন। এই পেনাল্টিই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে পরে। পেনাল্টি নিয়ে ডেনিশরা অসন্তুষ্ট তো হয়েছেই, সংশয় প্রকাশ করেছেন টেলিভিশন ধারাভাষ্যকার, বিশ্লেষকেরাও।
এই পেনাল্টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা হচ্ছে। সাবেক ফরাসি ডিফেন্ডার বিক্সেন্তে লিজারাজু টুইটারে লিখেছেন, ‘এটা কোনোভাবেই পেনাল্টি হয় না!’ মন্টেনেগ্রের বাস্কেটবল খেলোয়াড় নিকোলা ভুসেভিচ টুইট করেছেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না তারা ইংল্যান্ডকে পেনাল্টি দিয়েছে। এটা কোন ধরনের মজা!’ সাবেক স্কটিশ মিডফিল্ডার মাইকেল স্টুয়ার্ট বলেছেন, ‘এটা পেনাল্টি ছিল না। ভিএআর নিয়েও রেফারির সঠিক সিদ্ধান্ত দিতে না পারার মতো ব্যর্থতা আর কি হতে পারে!’
যা হওয়ার হয়েছে। ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে রোববার ইউরোর ফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। সাবেক ইংলিশ উইঙ্গার ক্রিস ওয়াডেল পর্যন্ত বলেছেন, ‘পেনাল্টির সিদ্ধান্তে নিজেও খুশি নই। কিন্তু এখন ভেবে কী হবে! আমরা তো ফাইনালে উঠে গেছি।’
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে