সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়ে ২২ বছরে পরপারে ফুটবলার

ক্রীড়া ডেস্ক   
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১৬: ৩৪
সিনসিনাটির জার্সিতে মার্কো আঙ্গুলো। ছবি: এএফপি

বয়স মাত্র ২২। এই বয়সে মাঠ দাপিয়ে বেড়ানোর কথা। কিন্তু মৃত্যুর কাছে হেরে গেলেন মার্কো আঙ্গুলো। সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে ৩৫ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইকুয়েডরের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

আঙ্গুলো দুর্ঘটনায় পড়েন কুইতো শহরে। শরীরের বিভিন্ন অংশে মারাত্মক চোট পেয়েছিলেন তিনি। আঘাত পেয়েছিলেন মস্তিষ্কেও। অস্ত্রোপচারের পর তাঁকে রাখা হয়েছিল ইনটেনসিভ কেয়ারে। তবে সেখান থেকে আর ফেরা হলো না।

২০২০ সালে ইকুয়েডরের ইন্দিপেন্দেন্তে জুনিয়র্সের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন আঙ্গুলো। গত বছর যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব সিনসিনাটিতে। সেখানে থেকে এ বছর ধারে কুইতোর ক্লাব এলডিইউতে যোগ দিয়েছিলেন তিনি।

ইকুয়েডেরের হয়ে আঙ্গুলোর অভিষেক হয় ২০২২ সালে। দুই বছরে খেলেছেন ৩ ম্যাচ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত