ক্রীড়া ডেস্ক
ঢাকা : আক্রমণ–প্রতি আক্রমণের লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট ইতালির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে অস্ট্রিয়া। একটা সময় পর্যন্ত খেলা দেখে দুই দলকে আলাদা করাই মুশকিল হচ্ছিল। ইতালি ঠিকই স্বরূপে ফিরেছে। যদিও সেটি ৯০ মিনিটের পর, অতিরিক্ত সময়ে।
৯৫ মিনিটে ইতালিকে এগিয়ে দেন ফেদেরিকো কিয়েসা। ১০৫ মিনিটে অস্ট্রিয়ার বুক ভেঙে দ্বিতীয় গোলটি করেন মাত্তেও পেসিনা। শেষ দিকে এসে সাসা কালাইচিচের দুর্দান্ত এক গোলে অস্ট্রিয়া ব্যবধান কমালেও সেটি শুধুই সান্ত্বনা ছিল। ২–১ গোলের জয়েই শেষ আট নিশ্চিত করেছে আজ্জুরিরা।
ওয়েম্বলিতে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ইতালি। আক্রমণের জবাব পাল্টা–আক্রমণে দেওয়ার পণ করেই যেন নেমেছিল অস্ট্রিয়া। এমনকি শুরু থেকে বল দখলেও ইতালির চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল অস্ট্রিয়া। মাঠের দখলে পিছিয়ে থাকলেও ইতালির আক্রমণগুলো ছিল গোছানো। অস্ট্রিয়ার আক্রমণে ধার থাকলেও, ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিল না।
বিরতির পরও আক্রমণ–প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। গ্রুপ পর্বের দাপুটে ইতালিকে বেশ চাপের মুখে রাখে ফ্রাঙ্কো ফোডার দল। ৬৫ মিনিটে ইতালিয়ান সমর্থকদের স্তব্ধ করে লিডও নিয়ে নেয় অস্ট্রিয়া। ভিএআরের কারণে সে যাত্রায় বেঁচে যায় রবার্তো মানচিনির দল। প্রথম ৯০ মিনিট দুই দলই চেষ্টা চালায় লিড নিতে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।
অতিরিক্ত সময়ে অবশ্য ঠিকই খোলস ছেড়ে বেরিয়ে আসে ইতালি। ৫ মিনিট যেতেই দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন জুভেন্টাস তারকা কিয়েসা। ১০ মিনিট পর অস্ট্রিয়ার ম্যাচে ফেরার আশা শেষ করে দেন পেসিনা। দুই গোলে পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি অস্ট্রিয়া। ১১ ম্যাচ পর প্রথম দল হিসেবে ঠিকই ইতালির রক্ষণদুর্গ ভেঙেছে তাঁরা। কিন্তু সেটি সান্ত্বনার বেশি কিছু দিতে পারেনি। হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রিয়াকে। শেষ আটে বেলজিয়াম ও পর্তুগাল ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে ইতালি।
ঢাকা : আক্রমণ–প্রতি আক্রমণের লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট ইতালির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে অস্ট্রিয়া। একটা সময় পর্যন্ত খেলা দেখে দুই দলকে আলাদা করাই মুশকিল হচ্ছিল। ইতালি ঠিকই স্বরূপে ফিরেছে। যদিও সেটি ৯০ মিনিটের পর, অতিরিক্ত সময়ে।
৯৫ মিনিটে ইতালিকে এগিয়ে দেন ফেদেরিকো কিয়েসা। ১০৫ মিনিটে অস্ট্রিয়ার বুক ভেঙে দ্বিতীয় গোলটি করেন মাত্তেও পেসিনা। শেষ দিকে এসে সাসা কালাইচিচের দুর্দান্ত এক গোলে অস্ট্রিয়া ব্যবধান কমালেও সেটি শুধুই সান্ত্বনা ছিল। ২–১ গোলের জয়েই শেষ আট নিশ্চিত করেছে আজ্জুরিরা।
ওয়েম্বলিতে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ইতালি। আক্রমণের জবাব পাল্টা–আক্রমণে দেওয়ার পণ করেই যেন নেমেছিল অস্ট্রিয়া। এমনকি শুরু থেকে বল দখলেও ইতালির চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল অস্ট্রিয়া। মাঠের দখলে পিছিয়ে থাকলেও ইতালির আক্রমণগুলো ছিল গোছানো। অস্ট্রিয়ার আক্রমণে ধার থাকলেও, ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিল না।
বিরতির পরও আক্রমণ–প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। গ্রুপ পর্বের দাপুটে ইতালিকে বেশ চাপের মুখে রাখে ফ্রাঙ্কো ফোডার দল। ৬৫ মিনিটে ইতালিয়ান সমর্থকদের স্তব্ধ করে লিডও নিয়ে নেয় অস্ট্রিয়া। ভিএআরের কারণে সে যাত্রায় বেঁচে যায় রবার্তো মানচিনির দল। প্রথম ৯০ মিনিট দুই দলই চেষ্টা চালায় লিড নিতে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।
অতিরিক্ত সময়ে অবশ্য ঠিকই খোলস ছেড়ে বেরিয়ে আসে ইতালি। ৫ মিনিট যেতেই দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন জুভেন্টাস তারকা কিয়েসা। ১০ মিনিট পর অস্ট্রিয়ার ম্যাচে ফেরার আশা শেষ করে দেন পেসিনা। দুই গোলে পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি অস্ট্রিয়া। ১১ ম্যাচ পর প্রথম দল হিসেবে ঠিকই ইতালির রক্ষণদুর্গ ভেঙেছে তাঁরা। কিন্তু সেটি সান্ত্বনার বেশি কিছু দিতে পারেনি। হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রিয়াকে। শেষ আটে বেলজিয়াম ও পর্তুগাল ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে ইতালি।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৭ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৭ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৭ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৮ ঘণ্টা আগে