Ajker Patrika

বদলে গেল পেলে-ম্যারাডোনার স্মৃতিবিজড়িত স্টেডিয়ামের নাম

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১০: ৩৮
মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম এখন বানোর্ত স্টেডিয়াম। ছবি: সংগৃহীত
মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম এখন বানোর্ত স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

মেক্সিকোর আজতেকা প্রথম স্টেডিয়াম, যেখানে হয়েছে ফিফা বিশ্বকাপের দুটি ফাইনাল। আজতেকাই প্রথম এবং একমাত্র স্টেডিয়াম, যেখান থেকে পেলে ও ম্যারাডোনা—দুজনেই জিতেছেন ফিফা বিশ্বকাপ। এই দুই ফুটবল কিংবদন্তির স্মৃতিবিজড়িত স্টেডিয়ামটি আগের নাম মুছে ফেলে এখন বানোর্ত স্টেডিয়াম। বানোর্ত মেক্সিকোর অন্যতম প্রভাবশালী ব্যাংকের নাম। সেই ব্যাংকের নামানুসারেই আজতেকার নতুন নামকরণ—বানোর্ত স্টেডিয়াম।

তো কেন এই নামের পরিবর্তন? ৮৭ হাজার ৫০০ আসনবিশিষ্ট এই স্টেডিয়ামটির মালিকানা মেক্সিকোর ওলামানি গ্রুপের, যারা বানোর্ত ব্যাংকের কাছ থেকে ১০৫ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ নিয়েছে, যা ১২ বছরে পরিশোধযোগ্য। সেই ঋণচুক্তির শর্ত হিসেবেই মাঠের নাম হবে ব্যাংকটির নামে। ওলামানি গ্রুপের মালিক আজকারাগার উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন করে ঢেলে সাজানো হচ্ছে স্টেডিয়ামটিকে। আজকারাগা জিন বলেন, ‘বানোর্তের সঙ্গে আমরা এই ঐতিহাসিক স্টেডিয়ামকে আধুনিকায়ন করব। আর সেটা হবে স্টেডিয়ামটির মৌলিক বৈশিষ্ট্য এবং দীর্ঘদিনের স্বীকৃত স্থাপত্যশৈলী সংরক্ষণ করেই। বিশ্বদরবারে মেক্সিকোকে এটি উপস্থাপনের গুরুত্বপূর্ণ ভেন্যু হয়ে উঠবে।’

এই মাঠে পেলে আর ম্যারাডোনার কত শত স্মৃতি! এ মাঠেই পেলে তাঁর ফুটবল জাদু দেখিয়ে ১৯৭০ সালে তৃতীয়বারের মতো ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। ফাইনালে ইতালির বিপক্ষে ব্রাজিলের ৪-১ গোলের জয়ে কী অসাধারণ ভূমিকাই না রেখেছিলেন পেলে! ১টি গোল করেছিলেন, অন্য ২টি গোলের উৎসেও ছিলেন তিনি।

আর আজতেকার ম্যারাডোনা তো এখনো ফুটবলপ্রেমীদের মনে ছবির মতো গেঁথে আছেন! কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ গোল কিংবা ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হয়েছিল মেক্সিকোর এ মাঠেই। আর ফাইনালে তো ফুটবলের স্বর্গীয় প্রতিভা ম্যারাডোনার উজ্জীবিত পারফরম্যান্সের সুবাদে পশ্চিম জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ম্যারাডোনা জেতেন গোল্ডেন বল।

সংস্কারের জন্য ২০২৩ সালের মে মাস থেকে বন্ধ আছে আজতেকা স্টেডিয়াম। তবে চলতি বছর শেষের আগে এই সংস্কারকাজ শেষ হবে বলে জানিয়েছেন আজকারাগা।

আজতেকা স্টেডিয়াম ২০২৩ সালের মে মাস থেকে সংস্কারের জন্য বন্ধ রয়েছে। আজকারাগা জিন সম্প্রতি জানিয়েছেন, কাজ শেষ হবে এ বছরের শেষের আগেই। তবে সংস্কার পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিকভাবে বড় সংস্কারের পরিকল্পনা ছিল এই স্টেডিয়ামের। যেখানে একটি শপিং সেন্টার এবং এটি হোটেলও থাকার কথা ছিল। কিন্তু মেক্সিকো সিটির দক্ষিণের সান্তা উরসুলা এলাকার বাসিন্দারা এই প্রকল্পের বিরোধিতা করেন। সম্প্রতি ওলামানির প্রকাশ করা কিছু ছবিতে দেখা যায়, মাঠ ও নিচের আসনগুলোর সংস্কার করা হয়েছে।

সব সংস্কার শেষ হলে বানোর্ত স্টেডিয়াম হিসেবে নতুন করে চিনবে বিশ্ব। ২০২৬ ফিফা বিশ্বকাপের পাঁচটি ম্যাচও হবে এই স্টেডিয়ামে। যার দুটি শেষ বত্রিশ ও শেষ ষোলোর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত