‘আজ বুঝেছি, দেশের মানুষ আমাদের কতটা ভালোবাসে’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৩৮
Thumbnail image

শিরোপা নিয়ে বীরের বেশে নেপাল থেকে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বিজি ৩৭২ ফ্লাইটে দুপুর ১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে সাবিনা খাতুনের দল। এই মুহূর্তে ছাদখোলা বাসে চড়ে বাফুফের ভবনে যাচ্ছে তারা।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে উৎসুক জনতার ভিড়ের মধ্যেই হয়েছে সংবাদ সম্মেলন। সেখানে অধিনায়ক সাবিনার কণ্ঠে ছিল আবেগের সুর। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ফুটবলকে ও আমাদের দলকে এত ভালোবাসে, সেটা আজ বুঝেছি। এভাবে বরণ করে নেওয়ায় আমরা কৃতজ্ঞ। গত চার-পাঁচ বছরে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। অনেক পরিশ্রম করেছি। শিরোপা জয় সেটারই ফল।’

সাফের শিরোপা দেশবাসীকে উৎসর্গ করে সাবিনা বলেন, ‘সবে দক্ষিণ এশিয়ায় সাফল্য পেয়েছি। এখন আমাদের লক্ষ্য কীভাবে আরও সামনে যাওয়া যায়, আরও উন্নতি করা যায়। আমাদের পাশে থাকায় সবাইকে অসংখ্য ধন্যবাদ। ১৬ কোটি বলুন, ১৮ কোটি কিংবা ২০ কোটি—এই ট্রফি দেশের মানুষের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত