নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চোটটা এতটাই গুরুতর যে মাঠেই ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স। আনিসুর রহমান জিকোর মাথা ফেটে তখন ছিটকে বের হচ্ছে রক্তের ধারা। বসুন্ধরা কিংসের গোলরক্ষকের তখন উঠে দাঁড়ানোর মতো অবস্থাও ছিল না। গুরুতর আহত গোলরক্ষককে তখন হাসপাতালে নিতে মাঠে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স।
কিংস অ্যারেনায় বিপিএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। ম্যাচের ৫ মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় স্বাগতিক বসুন্ধরা। গোল শোধে মরিয়া বসুন্ধরার অর্ধে হামলে পড়ে আবাহনীর আক্রমণভাগ।
তেমনই এক আক্রমণে ১৯ মিনিটে বসুন্ধরার অর্ধে ঢুকে পড়েন আবাহনীর গ্রেনাডিয়ান ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। তার সামনে তখন দাঁড়িয়ে জিকো। শট ঠেকাতে ঝাঁপ দিলেন বসুন্ধরা গোলরক্ষক, স্টুয়ার্টের বুটের স্পাইক লাগে জিকোর মাথায়। আঘাত পেয়ে মাঠে গড়িয়ে পড়েন জিকো। মাথায় আঘাত পাওয়া জিকো মাঠে পড়েছিলেন ৪ মিনিটের মতো। তখন তাঁকে নিয়ে হাসপাতালে ছোটে অ্যাম্বুলেন্স। মাঠে নামেন বদলি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
জিকোর আঘাতের আগে ৫ মিনিটে বসুন্ধরাকে এগিয়ে নেন রাকিব হোসেন। বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন মিগেল দামাশিনা। তাঁর শট আবাহনীর গোলরক্ষক সোহেল ঠেকালেও জটলার ভেতর থেকে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান রাকিব হোসেন। মৌসুমে এটা তাঁর নবম গোল। আবাহনীর রক্ষণ যেন হয়ে রইল দর্শক।
ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে বসুন্ধরাকে এগিয়ে নেন মিগেল দামাশিনা। ৩৩ মিনিটে তাঁকে বক্সে ফেলে দেন আবাহনীর ইরানিয়ান ডিফেন্ডার মিলাদ শেখ। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিজেই স্পটকিক নিয়ে বসুন্ধরাকে ২-০ গোলে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিগেল।
চোটটা এতটাই গুরুতর যে মাঠেই ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স। আনিসুর রহমান জিকোর মাথা ফেটে তখন ছিটকে বের হচ্ছে রক্তের ধারা। বসুন্ধরা কিংসের গোলরক্ষকের তখন উঠে দাঁড়ানোর মতো অবস্থাও ছিল না। গুরুতর আহত গোলরক্ষককে তখন হাসপাতালে নিতে মাঠে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স।
কিংস অ্যারেনায় বিপিএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। ম্যাচের ৫ মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় স্বাগতিক বসুন্ধরা। গোল শোধে মরিয়া বসুন্ধরার অর্ধে হামলে পড়ে আবাহনীর আক্রমণভাগ।
তেমনই এক আক্রমণে ১৯ মিনিটে বসুন্ধরার অর্ধে ঢুকে পড়েন আবাহনীর গ্রেনাডিয়ান ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। তার সামনে তখন দাঁড়িয়ে জিকো। শট ঠেকাতে ঝাঁপ দিলেন বসুন্ধরা গোলরক্ষক, স্টুয়ার্টের বুটের স্পাইক লাগে জিকোর মাথায়। আঘাত পেয়ে মাঠে গড়িয়ে পড়েন জিকো। মাথায় আঘাত পাওয়া জিকো মাঠে পড়েছিলেন ৪ মিনিটের মতো। তখন তাঁকে নিয়ে হাসপাতালে ছোটে অ্যাম্বুলেন্স। মাঠে নামেন বদলি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
জিকোর আঘাতের আগে ৫ মিনিটে বসুন্ধরাকে এগিয়ে নেন রাকিব হোসেন। বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন মিগেল দামাশিনা। তাঁর শট আবাহনীর গোলরক্ষক সোহেল ঠেকালেও জটলার ভেতর থেকে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান রাকিব হোসেন। মৌসুমে এটা তাঁর নবম গোল। আবাহনীর রক্ষণ যেন হয়ে রইল দর্শক।
ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে বসুন্ধরাকে এগিয়ে নেন মিগেল দামাশিনা। ৩৩ মিনিটে তাঁকে বক্সে ফেলে দেন আবাহনীর ইরানিয়ান ডিফেন্ডার মিলাদ শেখ। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিজেই স্পটকিক নিয়ে বসুন্ধরাকে ২-০ গোলে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিগেল।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৪১ মিনিট আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে