নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চোটটা এতটাই গুরুতর যে মাঠেই ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স। আনিসুর রহমান জিকোর মাথা ফেটে তখন ছিটকে বের হচ্ছে রক্তের ধারা। বসুন্ধরা কিংসের গোলরক্ষকের তখন উঠে দাঁড়ানোর মতো অবস্থাও ছিল না। গুরুতর আহত গোলরক্ষককে তখন হাসপাতালে নিতে মাঠে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স।
কিংস অ্যারেনায় বিপিএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। ম্যাচের ৫ মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় স্বাগতিক বসুন্ধরা। গোল শোধে মরিয়া বসুন্ধরার অর্ধে হামলে পড়ে আবাহনীর আক্রমণভাগ।
তেমনই এক আক্রমণে ১৯ মিনিটে বসুন্ধরার অর্ধে ঢুকে পড়েন আবাহনীর গ্রেনাডিয়ান ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। তার সামনে তখন দাঁড়িয়ে জিকো। শট ঠেকাতে ঝাঁপ দিলেন বসুন্ধরা গোলরক্ষক, স্টুয়ার্টের বুটের স্পাইক লাগে জিকোর মাথায়। আঘাত পেয়ে মাঠে গড়িয়ে পড়েন জিকো। মাথায় আঘাত পাওয়া জিকো মাঠে পড়েছিলেন ৪ মিনিটের মতো। তখন তাঁকে নিয়ে হাসপাতালে ছোটে অ্যাম্বুলেন্স। মাঠে নামেন বদলি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
জিকোর আঘাতের আগে ৫ মিনিটে বসুন্ধরাকে এগিয়ে নেন রাকিব হোসেন। বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন মিগেল দামাশিনা। তাঁর শট আবাহনীর গোলরক্ষক সোহেল ঠেকালেও জটলার ভেতর থেকে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান রাকিব হোসেন। মৌসুমে এটা তাঁর নবম গোল। আবাহনীর রক্ষণ যেন হয়ে রইল দর্শক।
ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে বসুন্ধরাকে এগিয়ে নেন মিগেল দামাশিনা। ৩৩ মিনিটে তাঁকে বক্সে ফেলে দেন আবাহনীর ইরানিয়ান ডিফেন্ডার মিলাদ শেখ। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিজেই স্পটকিক নিয়ে বসুন্ধরাকে ২-০ গোলে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিগেল।
চোটটা এতটাই গুরুতর যে মাঠেই ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স। আনিসুর রহমান জিকোর মাথা ফেটে তখন ছিটকে বের হচ্ছে রক্তের ধারা। বসুন্ধরা কিংসের গোলরক্ষকের তখন উঠে দাঁড়ানোর মতো অবস্থাও ছিল না। গুরুতর আহত গোলরক্ষককে তখন হাসপাতালে নিতে মাঠে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স।
কিংস অ্যারেনায় বিপিএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। ম্যাচের ৫ মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় স্বাগতিক বসুন্ধরা। গোল শোধে মরিয়া বসুন্ধরার অর্ধে হামলে পড়ে আবাহনীর আক্রমণভাগ।
তেমনই এক আক্রমণে ১৯ মিনিটে বসুন্ধরার অর্ধে ঢুকে পড়েন আবাহনীর গ্রেনাডিয়ান ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। তার সামনে তখন দাঁড়িয়ে জিকো। শট ঠেকাতে ঝাঁপ দিলেন বসুন্ধরা গোলরক্ষক, স্টুয়ার্টের বুটের স্পাইক লাগে জিকোর মাথায়। আঘাত পেয়ে মাঠে গড়িয়ে পড়েন জিকো। মাথায় আঘাত পাওয়া জিকো মাঠে পড়েছিলেন ৪ মিনিটের মতো। তখন তাঁকে নিয়ে হাসপাতালে ছোটে অ্যাম্বুলেন্স। মাঠে নামেন বদলি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
জিকোর আঘাতের আগে ৫ মিনিটে বসুন্ধরাকে এগিয়ে নেন রাকিব হোসেন। বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন মিগেল দামাশিনা। তাঁর শট আবাহনীর গোলরক্ষক সোহেল ঠেকালেও জটলার ভেতর থেকে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান রাকিব হোসেন। মৌসুমে এটা তাঁর নবম গোল। আবাহনীর রক্ষণ যেন হয়ে রইল দর্শক।
ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে বসুন্ধরাকে এগিয়ে নেন মিগেল দামাশিনা। ৩৩ মিনিটে তাঁকে বক্সে ফেলে দেন আবাহনীর ইরানিয়ান ডিফেন্ডার মিলাদ শেখ। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিজেই স্পটকিক নিয়ে বসুন্ধরাকে ২-০ গোলে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিগেল।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
২ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৪ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৪ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৬ ঘণ্টা আগে