ক্রীড়া ডেস্ক
টানা দুই মৌসুমের ইউরোপা লিগে নকআউট থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। গতকাল ইউরোপা লিগের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে শেষ ষোলোতে বিদায় নেয় বার্সা। কাতালানদের ইউরোপা লিগ থেকে বিদায়ে ক্ষুব্ধ হয়েছেন জেরার্ড পিকে।
ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ ষোলোর প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল। তাউ ওল্ড ট্রাফোর্ডে গতকাল দ্বিতীয় লেগের ম্যাচ হয়ে যায় কোয়ার্টার ফাইনালে যাওয়ার নির্ধারণী ম্যাচ। ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল বার্সা। ১৮ মিনিটে পেনাল্টিতে গোল করেছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি। দ্বিতীয়ার্ধে দুই ব্রাজিলিয়ানের গোলে ২-১ গোলে জিতে শেষ আটে পৌঁছে যায় রেড ডেভিলরা। ৪৭ ও ৭৩ মিনিটে গোল করেছিলেন ফ্রেড ও আন্তোনি। এগিয়ে গিয়েও ম্যাচ হেরে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পিকে। বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার বলেন, ‘খুব বাজে একটা ম্যাচ হয়েছে।’
গত বছরের ২৬ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থেকেছিল বার্সা। গতকাল ওল্ড ট্রাফোর্ডে বার্সার অপরাজেয় থাকার দৌড় থামিয়ে দেয় ম্যান ইউ। তবে লা-লিগায় এখনও শীর্ষে রয়েছে কাতালানরা। ২২ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট এখন বার্সার। সমানসংখ্যক ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে লা-লিগায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
টানা দুই মৌসুমের ইউরোপা লিগে নকআউট থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। গতকাল ইউরোপা লিগের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে শেষ ষোলোতে বিদায় নেয় বার্সা। কাতালানদের ইউরোপা লিগ থেকে বিদায়ে ক্ষুব্ধ হয়েছেন জেরার্ড পিকে।
ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ ষোলোর প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল। তাউ ওল্ড ট্রাফোর্ডে গতকাল দ্বিতীয় লেগের ম্যাচ হয়ে যায় কোয়ার্টার ফাইনালে যাওয়ার নির্ধারণী ম্যাচ। ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল বার্সা। ১৮ মিনিটে পেনাল্টিতে গোল করেছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি। দ্বিতীয়ার্ধে দুই ব্রাজিলিয়ানের গোলে ২-১ গোলে জিতে শেষ আটে পৌঁছে যায় রেড ডেভিলরা। ৪৭ ও ৭৩ মিনিটে গোল করেছিলেন ফ্রেড ও আন্তোনি। এগিয়ে গিয়েও ম্যাচ হেরে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পিকে। বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার বলেন, ‘খুব বাজে একটা ম্যাচ হয়েছে।’
গত বছরের ২৬ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থেকেছিল বার্সা। গতকাল ওল্ড ট্রাফোর্ডে বার্সার অপরাজেয় থাকার দৌড় থামিয়ে দেয় ম্যান ইউ। তবে লা-লিগায় এখনও শীর্ষে রয়েছে কাতালানরা। ২২ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট এখন বার্সার। সমানসংখ্যক ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে লা-লিগায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
৩০ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে