ক্রীড়া ডেস্ক
এক সময়ের পরাশক্তি তারা। শক্তি হারিয়ে ধুঁকছিল অনেক দিন ধরে। লম্বা সময় দিগ্ভ্রান্ত হয়ে ছুটছিল এসি মিলান। অবশেষে অন্ধকার টানেলের শেষে গিয়ে আলোর দেখা পেল মিলান। জিতলেই শিরোপা, এমন সমীকরণে সাসুলোকে ৩-০ গোলে হারিয়ে সিরি ‘আ’র শিরোপার দেখা পেল মিলান।
এদিন শিরোপা দৌড়ে মাঠে নেমে এসি মিলান ও ইন্টার মিলান। মিলান জিতেলই শিরোপা। আর পয়েন্ট হারালে বল চলে ইন্টারের কোর্টে। তবে সেই ঝুঁকিতে গেলে শিরোপা হারাতে হতো মিলানকে। ইন্টারও নিজেদের ম্যাচে ৩-০ গোলে জিতেছে। তাই প্রতিবেশীদের কোনো সুযোগ না দিয়ে শিরোপা ঠিকই পুনরুদ্ধার করে নিল মিলান।
ঘরের মাঠে ম্যাচের ৩৬ মিনিটেই ৩ গোলের লিড নেয় এসি মিলান। ১৭ ও ৩২ মিনিটে জোড়া গোলে মিলানকে এগিয়ে দেন মিলান। ৪ মিনিট পর ফ্রাঙ্ক কেসিয়ে করেন তৃতীয় গোল। প্রথমার্ধে পাওয়া এই তিন গোলেই একরকম শিরোপা নিশ্চিত করে ফেলে মিলান। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও শিরোপা নিয়ে মাঠ ছাড়ে সিলভিও পিউলির দল।
বিপরীতে সাম্পদোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে গোল শূন্য সমতায় থাকে ইন্টার। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে তিন গোল করে তারাও মিলানের মতো ৩-০ গোলের লিড নেয়। শেষ পর্যন্ত জয়ও পায় তারা। তবে তাতেও ঠেকানো যায়নি মিলানের শিরোপা জয়।
এক সময়ের পরাশক্তি তারা। শক্তি হারিয়ে ধুঁকছিল অনেক দিন ধরে। লম্বা সময় দিগ্ভ্রান্ত হয়ে ছুটছিল এসি মিলান। অবশেষে অন্ধকার টানেলের শেষে গিয়ে আলোর দেখা পেল মিলান। জিতলেই শিরোপা, এমন সমীকরণে সাসুলোকে ৩-০ গোলে হারিয়ে সিরি ‘আ’র শিরোপার দেখা পেল মিলান।
এদিন শিরোপা দৌড়ে মাঠে নেমে এসি মিলান ও ইন্টার মিলান। মিলান জিতেলই শিরোপা। আর পয়েন্ট হারালে বল চলে ইন্টারের কোর্টে। তবে সেই ঝুঁকিতে গেলে শিরোপা হারাতে হতো মিলানকে। ইন্টারও নিজেদের ম্যাচে ৩-০ গোলে জিতেছে। তাই প্রতিবেশীদের কোনো সুযোগ না দিয়ে শিরোপা ঠিকই পুনরুদ্ধার করে নিল মিলান।
ঘরের মাঠে ম্যাচের ৩৬ মিনিটেই ৩ গোলের লিড নেয় এসি মিলান। ১৭ ও ৩২ মিনিটে জোড়া গোলে মিলানকে এগিয়ে দেন মিলান। ৪ মিনিট পর ফ্রাঙ্ক কেসিয়ে করেন তৃতীয় গোল। প্রথমার্ধে পাওয়া এই তিন গোলেই একরকম শিরোপা নিশ্চিত করে ফেলে মিলান। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও শিরোপা নিয়ে মাঠ ছাড়ে সিলভিও পিউলির দল।
বিপরীতে সাম্পদোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে গোল শূন্য সমতায় থাকে ইন্টার। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে তিন গোল করে তারাও মিলানের মতো ৩-০ গোলের লিড নেয়। শেষ পর্যন্ত জয়ও পায় তারা। তবে তাতেও ঠেকানো যায়নি মিলানের শিরোপা জয়।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৬ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৮ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৯ ঘণ্টা আগে