ক্রীড়া ডেস্ক
নতুন কোচ হ্যানসি ফ্লিকের অধীনে রীতিমতো উড়তে থাকে বার্সেলোনা। লা লিগার প্রথম ৭ ম্যাচের প্রতিটিতেই জিতেছে। ওসাসুনার কাছে বড় পরাজয়ে থেমে যায় বার্সার সেই জয়যাত্রা। এমন বিব্রতকর পরাজয়ের দায় নিলেন স্বয়ং বার্সা কোচ।
এল সদর স্টেডিয়ামে গত রাতে ওসাসুনার বিপক্ষে বার্সেলোনা কৌশলগত কিছু পরিবর্তন নিয়ে আসে। লামিনে ইয়ামাল, রাফিনিয়ার মতো দুই তারকাকে মূল একাদশে রাখেননি বার্সা কোচ ফ্লিক। বদলি হিসেবে নামা ইয়ামাল যখন ৮৯ মিনিটে গোল করেন, সেটা শুধু কাতালানদের হারের ব্যবধানই কমাতে পেরেছে। ওসাসুনার কাছে বার্সা হেরেছে ৪-২ গোলে। হারের পর সাংবাদিকদের ফ্লিক বলেন, ‘আমার মতে এটা জরুরি ছিল। আমাদের অনেক ম্যাচ আছে। অনেক খেলোয়াড়কে দীর্ঘক্ষণ মাঠে থাকতে হয়েছে। বিষয়টা দেখাশোনা করার দায়িত্ব তো আমার। আপনি এমন পরাজয়ের জন্য কাউকে দায় দিতে চাইলে আমাকে দিতে পারেন।’
ওসাসুনার বিপক্ষে বলের দখল বেশিই ছিল বার্সেলোনার। ৭৫ শতাংশ বল দখলে রেখে বার্সা প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৬ শট করে। তবে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি কাতালানরা। ম্যাচের প্রথম ২৮ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ওসাসুনা। ৫১ মিনিটে পাও ভিক্তরের গোলে বার্সেলোনা ব্যবধান কমিয়েছে। তবে ৭২ মিনিটে আন্তে বুদিমির পেনাল্টি থেকে আবার ব্যবধান বাড়ান ওসাসুনা। ফ্লিক বলেন,‘দ্বিতীয়ার্ধে এই মাঠে ভালো ফলের জন্য আমরা চেষ্টা করেছি। ব্যবধান ২-১ করেছি। সুযোগ কিছু এসেও ছিল। তবে পেনাল্টিটা আমাদের ভুগিয়েছে।’
বার্সেলোনার বিপক্ষে গত রাতে জোড়া গোল করেন ওসাসুনার স্ট্রাইকার বুদিমির। ওসাসুনার বাকি ২ গোল করেন ব্রায়ান জারাগোজা ও অ্যাবেল বেরেন্টোনস।
৪-২ গোলে হারের পরও লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ২১ পয়েন্ট এখন বার্সেলোনার। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭। লস ব্লাঙ্কোসরা অবশ্য খেলেছে ৭ ম্যাচ।
নতুন কোচ হ্যানসি ফ্লিকের অধীনে রীতিমতো উড়তে থাকে বার্সেলোনা। লা লিগার প্রথম ৭ ম্যাচের প্রতিটিতেই জিতেছে। ওসাসুনার কাছে বড় পরাজয়ে থেমে যায় বার্সার সেই জয়যাত্রা। এমন বিব্রতকর পরাজয়ের দায় নিলেন স্বয়ং বার্সা কোচ।
এল সদর স্টেডিয়ামে গত রাতে ওসাসুনার বিপক্ষে বার্সেলোনা কৌশলগত কিছু পরিবর্তন নিয়ে আসে। লামিনে ইয়ামাল, রাফিনিয়ার মতো দুই তারকাকে মূল একাদশে রাখেননি বার্সা কোচ ফ্লিক। বদলি হিসেবে নামা ইয়ামাল যখন ৮৯ মিনিটে গোল করেন, সেটা শুধু কাতালানদের হারের ব্যবধানই কমাতে পেরেছে। ওসাসুনার কাছে বার্সা হেরেছে ৪-২ গোলে। হারের পর সাংবাদিকদের ফ্লিক বলেন, ‘আমার মতে এটা জরুরি ছিল। আমাদের অনেক ম্যাচ আছে। অনেক খেলোয়াড়কে দীর্ঘক্ষণ মাঠে থাকতে হয়েছে। বিষয়টা দেখাশোনা করার দায়িত্ব তো আমার। আপনি এমন পরাজয়ের জন্য কাউকে দায় দিতে চাইলে আমাকে দিতে পারেন।’
ওসাসুনার বিপক্ষে বলের দখল বেশিই ছিল বার্সেলোনার। ৭৫ শতাংশ বল দখলে রেখে বার্সা প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৬ শট করে। তবে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি কাতালানরা। ম্যাচের প্রথম ২৮ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ওসাসুনা। ৫১ মিনিটে পাও ভিক্তরের গোলে বার্সেলোনা ব্যবধান কমিয়েছে। তবে ৭২ মিনিটে আন্তে বুদিমির পেনাল্টি থেকে আবার ব্যবধান বাড়ান ওসাসুনা। ফ্লিক বলেন,‘দ্বিতীয়ার্ধে এই মাঠে ভালো ফলের জন্য আমরা চেষ্টা করেছি। ব্যবধান ২-১ করেছি। সুযোগ কিছু এসেও ছিল। তবে পেনাল্টিটা আমাদের ভুগিয়েছে।’
বার্সেলোনার বিপক্ষে গত রাতে জোড়া গোল করেন ওসাসুনার স্ট্রাইকার বুদিমির। ওসাসুনার বাকি ২ গোল করেন ব্রায়ান জারাগোজা ও অ্যাবেল বেরেন্টোনস।
৪-২ গোলে হারের পরও লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ২১ পয়েন্ট এখন বার্সেলোনার। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭। লস ব্লাঙ্কোসরা অবশ্য খেলেছে ৭ ম্যাচ।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৯ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১১ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে