ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারের শুরুটা ম্যানচেস্টার ইউনাইটেডে হলেও পল পগবার উত্তুঙ্গ সময় কেটেছে জুভেন্টাসে। তুরিনের বুড়িদের ছেড়ে ওল্ড ট্রাফোর্ডেও ফিরে এসেছিলেন। কিন্তু রেড ডেভিলদের জার্সিতে পুরোনো পগবাকে দেখা যায়নি। গত বছর আবারও ম্যানচেস্টার ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন ফরাসি মিডফিল্ডার।
কিন্তু পুরো এক বছরের বেশি সময় পল পগবার বেঞ্চে বসেই কেটেছে। চোটের কারণে চলতি মৌসুমে তাঁকে মাঠেই দেখা যায়নি। ফ্রান্সের হয়ে খেলতে পারেননি কাতার বিশ্বকাপেও। সেই দুর্দিনের দীর্ঘ সময় পেরিয়ে গতকাল সিরি ‘আ’য় মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ৩০ বছর বয়সী তারকা।
ফেরার ম্যাচটা রাঙানো তো হলোই না উল্টো আবারও চোটে পড়েছেন পগবা। ক্রিমোনেসের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেলেও তাঁকে মাঠ ছাড়তে হয়েছে ম্যাচের ২৪তম মিনিটে। বল ক্রস করার সময় বাম পায়ের ঊরুতে চোট পেয়ে ব্যথায় ও হতাশায় মুখে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি।
শিষ্যের এমন কষ্ট দেখে দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ম্যাচ শেষে জুভ কোচ বলেছেন, ‘আমরা সবাই হতাশ, সে বেশ ভালো খেলছিল। এটা দুঃখের কারণ ফেরার জন্য সে প্রচুর স্যাক্রিফাইস করেছে।’
পগবাকে হারালেও অবশ্য জুভেন্টাস নিজেদের মাঠ তুরিনে ক্রিমোনেসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে। এ জয়ে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে অ্যালেগ্রির দল।
২০২২ সালের এপ্রিলের পর প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন পগবা। এর আগে তাঁকে শুরুর একাদশে দেখা গিয়েছিল সাবেক ক্লাব ইউনাইটেডের হয়ে লিভারপুলের বিপক্ষে। আর তিনি জুভদের হয়ে দ্বিতীয় মেয়াদে প্রথম ম্যাচ খেলতে নামেন ২৮ ফেব্রুয়ারির পর। গত মার্চে ফ্রেইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগে জুভেন্টাস তাঁকে বাদ দেয় শৃঙ্খলাজনিত সমস্যার কারণে। পরে সব সমস্যা দূর করে ফেরার আশা জাগান। কিন্তু এবারও বাধ সাধে চোট। অনুশীলনে ফ্রি-কিক নিতে গিয়ে ডান ঊরুতে চোট পান।
এরপর ১৩ এপ্রিল স্পোর্টিং লিসবনের বিপক্ষে ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগে বদলি হিসেবে মাঠে নামেন পগবা। সেই ম্যাচের পর ক্রিমোনেসর বিপক্ষে দেখা যায় তাঁকে। কিন্তু এবার পেশিতে চোট পাওয়ায় মৌসুমটাও শেষ হয়ে গেল। জুভেন্টাসের বাকি তিন ম্যাচে পগবাকে আর দেখা যাবে না।
ক্যারিয়ারের শুরুটা ম্যানচেস্টার ইউনাইটেডে হলেও পল পগবার উত্তুঙ্গ সময় কেটেছে জুভেন্টাসে। তুরিনের বুড়িদের ছেড়ে ওল্ড ট্রাফোর্ডেও ফিরে এসেছিলেন। কিন্তু রেড ডেভিলদের জার্সিতে পুরোনো পগবাকে দেখা যায়নি। গত বছর আবারও ম্যানচেস্টার ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন ফরাসি মিডফিল্ডার।
কিন্তু পুরো এক বছরের বেশি সময় পল পগবার বেঞ্চে বসেই কেটেছে। চোটের কারণে চলতি মৌসুমে তাঁকে মাঠেই দেখা যায়নি। ফ্রান্সের হয়ে খেলতে পারেননি কাতার বিশ্বকাপেও। সেই দুর্দিনের দীর্ঘ সময় পেরিয়ে গতকাল সিরি ‘আ’য় মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ৩০ বছর বয়সী তারকা।
ফেরার ম্যাচটা রাঙানো তো হলোই না উল্টো আবারও চোটে পড়েছেন পগবা। ক্রিমোনেসের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেলেও তাঁকে মাঠ ছাড়তে হয়েছে ম্যাচের ২৪তম মিনিটে। বল ক্রস করার সময় বাম পায়ের ঊরুতে চোট পেয়ে ব্যথায় ও হতাশায় মুখে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি।
শিষ্যের এমন কষ্ট দেখে দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ম্যাচ শেষে জুভ কোচ বলেছেন, ‘আমরা সবাই হতাশ, সে বেশ ভালো খেলছিল। এটা দুঃখের কারণ ফেরার জন্য সে প্রচুর স্যাক্রিফাইস করেছে।’
পগবাকে হারালেও অবশ্য জুভেন্টাস নিজেদের মাঠ তুরিনে ক্রিমোনেসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে। এ জয়ে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে অ্যালেগ্রির দল।
২০২২ সালের এপ্রিলের পর প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন পগবা। এর আগে তাঁকে শুরুর একাদশে দেখা গিয়েছিল সাবেক ক্লাব ইউনাইটেডের হয়ে লিভারপুলের বিপক্ষে। আর তিনি জুভদের হয়ে দ্বিতীয় মেয়াদে প্রথম ম্যাচ খেলতে নামেন ২৮ ফেব্রুয়ারির পর। গত মার্চে ফ্রেইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগে জুভেন্টাস তাঁকে বাদ দেয় শৃঙ্খলাজনিত সমস্যার কারণে। পরে সব সমস্যা দূর করে ফেরার আশা জাগান। কিন্তু এবারও বাধ সাধে চোট। অনুশীলনে ফ্রি-কিক নিতে গিয়ে ডান ঊরুতে চোট পান।
এরপর ১৩ এপ্রিল স্পোর্টিং লিসবনের বিপক্ষে ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগে বদলি হিসেবে মাঠে নামেন পগবা। সেই ম্যাচের পর ক্রিমোনেসর বিপক্ষে দেখা যায় তাঁকে। কিন্তু এবার পেশিতে চোট পাওয়ায় মৌসুমটাও শেষ হয়ে গেল। জুভেন্টাসের বাকি তিন ম্যাচে পগবাকে আর দেখা যাবে না।
বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩৮ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগেসাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে