ক্রীড়া ডেস্ক
ইংলিশ ফুটবলে বর্ষসেরা হওয়ার দৌড়ে থাকা ৬ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ)। তালিকায় এবারও দাপট ম্যানচেস্টার সিটির, ক্লাবটির রয়েছেন ৩ ফুটবলার—ফরোয়ার্ড ফিল ফোডেন ও এর্লিং হালান্ডের সঙ্গে আছেন মিডফিল্ডার রদ্রি।
বাকি তিন ফুটবলার—আর্সেনালের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড, চেলসি ফরোয়ার্ড কোলে পালমার ও অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড ওলি ওয়াটকিনসন। ২০২২-২৩ মৌসুমে পিএফএ পুরস্কার হাতে তোলেন ট্রেবলজয়ী ম্যানসিটির হালান্ড। সর্বশেষ মৌসুমও নরওয়েজিয়ান ফরোয়ার্ড ছিলেন উজ্জ্বল। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৭ গোল করে এরই মধ্যে জিতলেন গোল্ডেন বুট। সব মিলিয়ে এই মৌসুমে করেছেন ৪৫ ম্যাচে ৩৮ গোল। দলকে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিততে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
সিটির প্রিমিয়ার লিগ জয়ে মিডফিল্ডার রদ্রিও ছিলেন দুর্দান্ত। ফোডেন মৌসুমে করেছেন ২৭ গোল। অ্যাস্টন ভিলার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে ওয়াটকিনসনেরও ভালো ভূমিকা ছিল। আগামী ২০ আগস্ট ম্যানচেস্টারে ওপেরা হাউজে বিজয়ীর নাম ঘোষণা হবে।
দারুণ এক মৌসুম কাটিয়েছেন আর্সেনাল মিডফিল্ডার ওডেগার্ড। এই নরওয়ে তারকা ৮ গোলের সঙ্গে সহায়তা করেছেন ১০ গোলে। ২২ বছর বয়সী চেলসি ফরোয়ার্ড পালমারও ছড়িয়েছেন আলো। ২২ গোলের পাশাপাশি সহায়তা করেন ১১ গোলে।
অ্যাস্টন ভিলা চার নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছে। ফলে ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হয় তাদের। ইংলিশ ফরোয়ার্ড ওয়াটকিনসনের ছিল বড় ভূমিকা। ১৯ গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।
ইংলিশ ফুটবলে বর্ষসেরা হওয়ার দৌড়ে থাকা ৬ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ)। তালিকায় এবারও দাপট ম্যানচেস্টার সিটির, ক্লাবটির রয়েছেন ৩ ফুটবলার—ফরোয়ার্ড ফিল ফোডেন ও এর্লিং হালান্ডের সঙ্গে আছেন মিডফিল্ডার রদ্রি।
বাকি তিন ফুটবলার—আর্সেনালের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড, চেলসি ফরোয়ার্ড কোলে পালমার ও অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড ওলি ওয়াটকিনসন। ২০২২-২৩ মৌসুমে পিএফএ পুরস্কার হাতে তোলেন ট্রেবলজয়ী ম্যানসিটির হালান্ড। সর্বশেষ মৌসুমও নরওয়েজিয়ান ফরোয়ার্ড ছিলেন উজ্জ্বল। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৭ গোল করে এরই মধ্যে জিতলেন গোল্ডেন বুট। সব মিলিয়ে এই মৌসুমে করেছেন ৪৫ ম্যাচে ৩৮ গোল। দলকে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিততে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
সিটির প্রিমিয়ার লিগ জয়ে মিডফিল্ডার রদ্রিও ছিলেন দুর্দান্ত। ফোডেন মৌসুমে করেছেন ২৭ গোল। অ্যাস্টন ভিলার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে ওয়াটকিনসনেরও ভালো ভূমিকা ছিল। আগামী ২০ আগস্ট ম্যানচেস্টারে ওপেরা হাউজে বিজয়ীর নাম ঘোষণা হবে।
দারুণ এক মৌসুম কাটিয়েছেন আর্সেনাল মিডফিল্ডার ওডেগার্ড। এই নরওয়ে তারকা ৮ গোলের সঙ্গে সহায়তা করেছেন ১০ গোলে। ২২ বছর বয়সী চেলসি ফরোয়ার্ড পালমারও ছড়িয়েছেন আলো। ২২ গোলের পাশাপাশি সহায়তা করেন ১১ গোলে।
অ্যাস্টন ভিলা চার নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছে। ফলে ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হয় তাদের। ইংলিশ ফরোয়ার্ড ওয়াটকিনসনের ছিল বড় ভূমিকা। ১৯ গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৯ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১১ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে