ক্রীড়া ডেস্ক
ব্যালন ডি’অর জয়ে রেকর্ড লিওনেল মেসি তো আগেই গড়েছেন। ২০২১ সালে জেতেন সপ্তম ব্যালন ডি’অর ট্রফি। গত রাতে সংখ্যাটা বাড়িয়ে নিয়ে গেলেন আট নম্বরে। অষ্টম ব্যালন ডি’অর জয়ের পর তাঁকে অভিনন্দন জানাতে গিয়ে মজার এক ঘটনাই ঘটাল ইন্টার মায়ামি।
ফ্রান্সের রাজধানী শহর প্যারিস গতরাতে হয়েছে ২০২৩ ব্যালন ডি’অর। মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চলছিল আর্লিং হালান্ডের। যেখানে হালান্ড গতবার বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসে ক্যারিয়ারে প্রথম ট্রেবল জিতেছেন। শেষ পর্যন্ত অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন মেসি। আর্জেন্টিনার তারকা ফুটবলারের বর্তমান ক্লাব ইন্টার মায়ামি অভিনন্দন জানিয়ে টুইটারে ১৪ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝখানে ২০২৩ ব্যালন ডি’অর লেখা ট্রফি। ওপরে রয়েছে চারটি ও নিচে তিনটি ট্রফি রয়েছে। এভাবে মোট আটটি ট্রফি দিয়ে মেসির অষ্টম ব্যালন ডি’অর জয়ের পর অভিনন্দন জানিয়েছে ইন্টার মায়ামি। ক্লাবটি ক্যাপশন দিয়েছে, ‘অভিনন্দন মেসি।’ এরপর হ্যাশট্যাগ দিয়েছে ‘লিওনএইটএলডিঅর’। মূলত মায়ামির টুইট করা ভিডিওতে যে ৮টা ট্রফি ছিল, সেগুলো হলুদ রঙের। তবে মেসিকে গত রাতে যেটা দেওয়া হয়েছে, সেটা সোনালী রঙের। ‘ভুল’ ট্রফি দিয়ে মেসিকে মায়ামির অভিনন্দন জানানোর দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে।
ডিয়েগো ম্যারাডোনার ৬৩ তম জন্মবার্ষিকীর দিনেই অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন মেসি। ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার অষ্টম ব্যালন ডি’অর উৎসর্গ করেছেন ম্যারাডোনাকে। আর্জেন্টাইন কিংবদন্তি বলেন, ‘আজ আমি ডিয়েগোর (ম্যারাডোনা) নাম উল্লেখ করতে চাই। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর মতো এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। ফুটবল-পাগল অনেক মানুষ তাঁকে ভালোবাসে, এমনটা তিনি চেয়েছিলেন। ডিয়েগো আপনি যেখানেই থাকুন, শুভ জন্মদিন। এই পুরস্কার আপনার জন্য।’
বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেইয়ের পর এবার ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১১ গোল করেছেন ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথম বারের মতো কোনো মেজর শিরোপা জিতেছে মায়ামি। ক্লাবটির হয়ে খেলার এক মাসের মধ্যেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। তার আগে পিএসজির হয়ে জিতেছেন তিনটি শিরোপা। বার্সেলোনার হয়ে তো জিতেছেন অসংখ্য শিরোপা।
ব্যালন ডি’অর জয়ে রেকর্ড লিওনেল মেসি তো আগেই গড়েছেন। ২০২১ সালে জেতেন সপ্তম ব্যালন ডি’অর ট্রফি। গত রাতে সংখ্যাটা বাড়িয়ে নিয়ে গেলেন আট নম্বরে। অষ্টম ব্যালন ডি’অর জয়ের পর তাঁকে অভিনন্দন জানাতে গিয়ে মজার এক ঘটনাই ঘটাল ইন্টার মায়ামি।
ফ্রান্সের রাজধানী শহর প্যারিস গতরাতে হয়েছে ২০২৩ ব্যালন ডি’অর। মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চলছিল আর্লিং হালান্ডের। যেখানে হালান্ড গতবার বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসে ক্যারিয়ারে প্রথম ট্রেবল জিতেছেন। শেষ পর্যন্ত অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন মেসি। আর্জেন্টিনার তারকা ফুটবলারের বর্তমান ক্লাব ইন্টার মায়ামি অভিনন্দন জানিয়ে টুইটারে ১৪ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝখানে ২০২৩ ব্যালন ডি’অর লেখা ট্রফি। ওপরে রয়েছে চারটি ও নিচে তিনটি ট্রফি রয়েছে। এভাবে মোট আটটি ট্রফি দিয়ে মেসির অষ্টম ব্যালন ডি’অর জয়ের পর অভিনন্দন জানিয়েছে ইন্টার মায়ামি। ক্লাবটি ক্যাপশন দিয়েছে, ‘অভিনন্দন মেসি।’ এরপর হ্যাশট্যাগ দিয়েছে ‘লিওনএইটএলডিঅর’। মূলত মায়ামির টুইট করা ভিডিওতে যে ৮টা ট্রফি ছিল, সেগুলো হলুদ রঙের। তবে মেসিকে গত রাতে যেটা দেওয়া হয়েছে, সেটা সোনালী রঙের। ‘ভুল’ ট্রফি দিয়ে মেসিকে মায়ামির অভিনন্দন জানানোর দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে।
ডিয়েগো ম্যারাডোনার ৬৩ তম জন্মবার্ষিকীর দিনেই অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন মেসি। ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার অষ্টম ব্যালন ডি’অর উৎসর্গ করেছেন ম্যারাডোনাকে। আর্জেন্টাইন কিংবদন্তি বলেন, ‘আজ আমি ডিয়েগোর (ম্যারাডোনা) নাম উল্লেখ করতে চাই। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর মতো এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। ফুটবল-পাগল অনেক মানুষ তাঁকে ভালোবাসে, এমনটা তিনি চেয়েছিলেন। ডিয়েগো আপনি যেখানেই থাকুন, শুভ জন্মদিন। এই পুরস্কার আপনার জন্য।’
বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেইয়ের পর এবার ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১১ গোল করেছেন ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথম বারের মতো কোনো মেজর শিরোপা জিতেছে মায়ামি। ক্লাবটির হয়ে খেলার এক মাসের মধ্যেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। তার আগে পিএসজির হয়ে জিতেছেন তিনটি শিরোপা। বার্সেলোনার হয়ে তো জিতেছেন অসংখ্য শিরোপা।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
৩৫ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১১ ঘণ্টা আগে