ক্রীড়া ডেস্ক
মোহামেদ সালাহকে পছন্দ করেন না, ফুটবল বিশ্বে এমন মানুষ নেই বললেই চলে! চাইলেই এবার সেই সালাহর সঙ্গে ছবি তুলতে পারবেন যে কেউ। সে ব্যবস্থা করে রেখেছে লন্ডনের মাদাম তুসো জাদুঘর। সেখানে স্থাপন করা হয়েছে সালাহর প্রমাণ সাইজের একটি মোমের মূর্তি।
আজ শুক্রবার থেকেই মোমের তৈরি সালাহকে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। তবে মজার ব্যাপার হলো মোম দিয়ে বানানো সালাহর মূর্তিটিকে এতটাই বাস্তব রূপ দেওয়া হয়েছে যেটি দেখে সালাহ নিজেই বিস্মিত হয়েছেন। কে আসল, কে নকল চেনাই যে দায়!
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মূর্তিটি দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলেন না সালাহ। গোল করে হাজারো মানুষকে উচ্ছ্বাসে ভাসানো সালাহ নিজেই উচ্ছ্বসিত হয়ে বললেন, এটাতো দেখতে হুবহু আমার মতো। মনে হচ্ছে আমি আয়নার দিকে তাকিয়ে আছি!
সালাহ যেমন তার মূর্তি পেয়ে খুশি, তেমনি সময়ের অন্যতম সেরা ফুটবলারকে ঠাঁই দিতে পেরে খুশি মাদাম তুসো কর্তৃপক্ষও। জাদুঘরটির জেনারেল ম্যানেজার টিম ওয়াটার্স মনে করেন, কয়েক বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বব্যাপী সালাহ যে প্রভাব বিস্তার করেছেন, তাতে বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে লন্ডনের এই জাদুঘরে থাকার যোগ্য তিনি। সালাহ বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার । তর্কসাপেক্ষে বিশ্বসেরাও বটে। তাই এটি তার প্রাপ্য।
ক্রিম স্যুট পরা লিভারপুল তারকার উদ্যাপনের যে ছবিটি মিডল ইস্ট ম্যাগাজিনের প্রচ্ছদ করা হয়েছে, ঠিক তার আদলেই মাদাম তুসোতে ২৯ বছর বয়সী তারকার মোমের ভাস্কর্য বানানো হয়। এক বছর আগেই জাদুঘরের বিশেষজ্ঞরা এই ভাস্কর্যের জন্য সালাহর শত শত ছবি ও মাপ নিয়েছিল। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে ৫-০ গোলে হারানোর পর জাদুঘরে নিজের মূর্তিটি দেখতে যান লিভারপুলের তারকা ফরোয়ার্ড।
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছেন মিসরীয় ফরোয়ার্ড। চার বছরে অলরেড জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় ২১৪ ম্যাচ খেলে গোল করেছেন ১৩৭ টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫১টি গোল। ইংলিশ ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে দুবার গোল্ডেন বুটও জিতেছেন তিনি।
মোহামেদ সালাহকে পছন্দ করেন না, ফুটবল বিশ্বে এমন মানুষ নেই বললেই চলে! চাইলেই এবার সেই সালাহর সঙ্গে ছবি তুলতে পারবেন যে কেউ। সে ব্যবস্থা করে রেখেছে লন্ডনের মাদাম তুসো জাদুঘর। সেখানে স্থাপন করা হয়েছে সালাহর প্রমাণ সাইজের একটি মোমের মূর্তি।
আজ শুক্রবার থেকেই মোমের তৈরি সালাহকে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। তবে মজার ব্যাপার হলো মোম দিয়ে বানানো সালাহর মূর্তিটিকে এতটাই বাস্তব রূপ দেওয়া হয়েছে যেটি দেখে সালাহ নিজেই বিস্মিত হয়েছেন। কে আসল, কে নকল চেনাই যে দায়!
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মূর্তিটি দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলেন না সালাহ। গোল করে হাজারো মানুষকে উচ্ছ্বাসে ভাসানো সালাহ নিজেই উচ্ছ্বসিত হয়ে বললেন, এটাতো দেখতে হুবহু আমার মতো। মনে হচ্ছে আমি আয়নার দিকে তাকিয়ে আছি!
সালাহ যেমন তার মূর্তি পেয়ে খুশি, তেমনি সময়ের অন্যতম সেরা ফুটবলারকে ঠাঁই দিতে পেরে খুশি মাদাম তুসো কর্তৃপক্ষও। জাদুঘরটির জেনারেল ম্যানেজার টিম ওয়াটার্স মনে করেন, কয়েক বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বব্যাপী সালাহ যে প্রভাব বিস্তার করেছেন, তাতে বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে লন্ডনের এই জাদুঘরে থাকার যোগ্য তিনি। সালাহ বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার । তর্কসাপেক্ষে বিশ্বসেরাও বটে। তাই এটি তার প্রাপ্য।
ক্রিম স্যুট পরা লিভারপুল তারকার উদ্যাপনের যে ছবিটি মিডল ইস্ট ম্যাগাজিনের প্রচ্ছদ করা হয়েছে, ঠিক তার আদলেই মাদাম তুসোতে ২৯ বছর বয়সী তারকার মোমের ভাস্কর্য বানানো হয়। এক বছর আগেই জাদুঘরের বিশেষজ্ঞরা এই ভাস্কর্যের জন্য সালাহর শত শত ছবি ও মাপ নিয়েছিল। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে ৫-০ গোলে হারানোর পর জাদুঘরে নিজের মূর্তিটি দেখতে যান লিভারপুলের তারকা ফরোয়ার্ড।
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছেন মিসরীয় ফরোয়ার্ড। চার বছরে অলরেড জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় ২১৪ ম্যাচ খেলে গোল করেছেন ১৩৭ টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫১টি গোল। ইংলিশ ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে দুবার গোল্ডেন বুটও জিতেছেন তিনি।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৮ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১০ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে