ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে পারবেন না সেটা জানা গিয়েছিল আগেই। আগে থেকেই যে তাঁর ওপর ছিল নিষেধাজ্ঞা ও জরিমানার খড়্গ। তবু আল নাসরের ম্যাচ থাকলে তিনি মাঠে না এসে কি পারেন! যদিও তাঁর দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।
আল আওয়াল স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল নাসর ও আল হাজম। গ্যালারিতে বসে সতীর্থদের ম্যাচ দেখেন রোনালদো। ম্যাচের ৭ মিনিটের সময় ভক্ত-সমর্থকেরা তাঁর নামে স্লোগান দিতে থাকেন। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের চোখ তখন ছিল অশ্রুসিক্ত। রোনালদোর আবেগপ্রবণ হওয়ার মুহূর্ত ঠিকই খুঁজে নেয় ক্যামেরার লেন্স।
আল নাসর গতকাল বেশ দাপট দেখিয়ে খেলে প্রতিপক্ষ আল হাজমের ওপর। ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৯টি শট নেয় আল নাসর। ৩১ মিনিটে আল হাজমের জালে পেনাল্টি থেকে বল জড়ান তালিসকা। প্রথমার্ধে এই ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল নাসর। দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয় গোলের বন্যা। বলতে গেলে শুরু হয় আক্রমণ ও প্রতি আক্রমণের খেলা। ৫৩ মিনিটে আহমেদ আল মেহমেইদের গোলে সমতায় ফেরে আল হাজম। ৬১ মিনিটে তালিসকার দ্বিতীয় গোলে এগিয়ে যায় আল নাসর। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার গোল করেন আল ইয়াহিয়ার অ্যাসিস্টে। ৬৬ মিনিটে তোজের গোলে আল হাজম ম্যাচে ২-২ সমতা করে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে গোলটা পক্ষে যায় আল হাজমের। ৭১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তালিসকা। তালিসকাকে অ্যাসিস্ট করেন আল নাসর ডিফেন্ডার অ্যালেক্স তেলেস।তালিসকার হ্যাটট্রিকে আল নাসর এগিয়ে না যেতেই আবারও সমতায় ফেরে আল হাজম। ৮৪ মিনিটে এবার আল হাজমের সমতাসূচক গোল করেন ফাইজ সেলেমানি। সময় যত শেষের দিকে, ততই আরও জমে ওঠে খেলা। নির্ধারিত ৯০ মিনিট পর অতিরিক্ত ২ মিনিটে ভিএআর দেখে পেনাল্টি দেওয়া হয় আল নাসরকে। ৪ মিনিটে পেনাল্টি থেকে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। গোলবন্যার ম্যাচে আল নাসরের জয় যখন সময়ের ব্যাপার, তখন অতিরিক্ত ৯ মিনিটে গোল করেন আল হাজমের ডিফেন্ডার পাওলো রিকার্দো। শেষ পর্যন্ত ৪-৪ গোলে ড্র হয় সৌদি প্রো লিগের ম্যাচটি।
গোলবন্যার ম্যাচ ড্রয়ে এবারের সৌদি প্রো লিগের শিরোপাজয়ের দৌড়ে অবশ্য কিছুটা পিছিয়ে পড়ল আল নাসর। ২২ ম্যাচে ১৭ জয়, ২ ড্র ও ৩ পরাজয়ে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে দলটি। ৫৯ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে আল হিলাল। সৌদি প্রো লিগে অবশ্য তারা খেলেছে ২১ ম্যাচ।
আল শাবাব এফসি স্টেডিয়ামে গত ২৫ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল শাবাব। সেই ম্যাচে রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেন ভক্ত-সমর্থকেরা। সে সময় ভক্ত-সমর্থকদের লক্ষ্য করে বাজে অঙ্গভঙ্গি দেখান পর্তুগিজ ফরোয়ার্ড। সেকারণেই তাঁকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার পাশাপাশি বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা জরিমানা করা হয়। সৌদি আরবের ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি গত পরশু এই রায় দেয়।
ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে পারবেন না সেটা জানা গিয়েছিল আগেই। আগে থেকেই যে তাঁর ওপর ছিল নিষেধাজ্ঞা ও জরিমানার খড়্গ। তবু আল নাসরের ম্যাচ থাকলে তিনি মাঠে না এসে কি পারেন! যদিও তাঁর দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।
আল আওয়াল স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল নাসর ও আল হাজম। গ্যালারিতে বসে সতীর্থদের ম্যাচ দেখেন রোনালদো। ম্যাচের ৭ মিনিটের সময় ভক্ত-সমর্থকেরা তাঁর নামে স্লোগান দিতে থাকেন। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের চোখ তখন ছিল অশ্রুসিক্ত। রোনালদোর আবেগপ্রবণ হওয়ার মুহূর্ত ঠিকই খুঁজে নেয় ক্যামেরার লেন্স।
আল নাসর গতকাল বেশ দাপট দেখিয়ে খেলে প্রতিপক্ষ আল হাজমের ওপর। ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৯টি শট নেয় আল নাসর। ৩১ মিনিটে আল হাজমের জালে পেনাল্টি থেকে বল জড়ান তালিসকা। প্রথমার্ধে এই ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল নাসর। দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয় গোলের বন্যা। বলতে গেলে শুরু হয় আক্রমণ ও প্রতি আক্রমণের খেলা। ৫৩ মিনিটে আহমেদ আল মেহমেইদের গোলে সমতায় ফেরে আল হাজম। ৬১ মিনিটে তালিসকার দ্বিতীয় গোলে এগিয়ে যায় আল নাসর। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার গোল করেন আল ইয়াহিয়ার অ্যাসিস্টে। ৬৬ মিনিটে তোজের গোলে আল হাজম ম্যাচে ২-২ সমতা করে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে গোলটা পক্ষে যায় আল হাজমের। ৭১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তালিসকা। তালিসকাকে অ্যাসিস্ট করেন আল নাসর ডিফেন্ডার অ্যালেক্স তেলেস।তালিসকার হ্যাটট্রিকে আল নাসর এগিয়ে না যেতেই আবারও সমতায় ফেরে আল হাজম। ৮৪ মিনিটে এবার আল হাজমের সমতাসূচক গোল করেন ফাইজ সেলেমানি। সময় যত শেষের দিকে, ততই আরও জমে ওঠে খেলা। নির্ধারিত ৯০ মিনিট পর অতিরিক্ত ২ মিনিটে ভিএআর দেখে পেনাল্টি দেওয়া হয় আল নাসরকে। ৪ মিনিটে পেনাল্টি থেকে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। গোলবন্যার ম্যাচে আল নাসরের জয় যখন সময়ের ব্যাপার, তখন অতিরিক্ত ৯ মিনিটে গোল করেন আল হাজমের ডিফেন্ডার পাওলো রিকার্দো। শেষ পর্যন্ত ৪-৪ গোলে ড্র হয় সৌদি প্রো লিগের ম্যাচটি।
গোলবন্যার ম্যাচ ড্রয়ে এবারের সৌদি প্রো লিগের শিরোপাজয়ের দৌড়ে অবশ্য কিছুটা পিছিয়ে পড়ল আল নাসর। ২২ ম্যাচে ১৭ জয়, ২ ড্র ও ৩ পরাজয়ে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে দলটি। ৫৯ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে আল হিলাল। সৌদি প্রো লিগে অবশ্য তারা খেলেছে ২১ ম্যাচ।
আল শাবাব এফসি স্টেডিয়ামে গত ২৫ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল শাবাব। সেই ম্যাচে রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি, মেসি’ স্লোগান দেন ভক্ত-সমর্থকেরা। সে সময় ভক্ত-সমর্থকদের লক্ষ্য করে বাজে অঙ্গভঙ্গি দেখান পর্তুগিজ ফরোয়ার্ড। সেকারণেই তাঁকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার পাশাপাশি বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা জরিমানা করা হয়। সৌদি আরবের ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি গত পরশু এই রায় দেয়।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৬ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৮ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৯ ঘণ্টা আগে