ক্রীড়া ডেস্ক
১০ বছর আগে লিওনেল মেসির ভক্ত হিসেবে ছবি তুলেছিলেন হুলিয়ান আলভারেজ। সেই মেসি আর আলভারেজ দুজনেই এখন একসঙ্গে খেলছেন আর্জেন্টিনার জার্সিতে। কাতার বিশ্বকাপে রীতিমতো রাজত্ব করছেন এ দুই আর্জেন্টাইন। এ দুই ফরোয়ার্ডের কাঁধে চড়ে ষষ্ঠবারের মতো ফাইনালে উঠল আর্জেন্টিনা।
গতকাল লুসাইলে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম গোলটি করেন মেসি। গোলটিতে পরোক্ষ অবদান আছে আলভারেজের। ৩২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ক্রোয়াট গোলরক্ষক দমিনিক লিভাকোভিচকে একা পেয়ে যান আলভারেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ড শট নেওয়ার মুহূর্তে তাঁকে ফাউল করে বসেন লিভাকোভিচ। আর্জেন্টিনা তো পেনাল্টি পেয়েছেই, একই সঙ্গে হলুদ কার্ড দেখেছেন ক্রোয়াট গোলরক্ষক। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি।
যে আলভারেজের কল্যাণে রেকর্ড বইয়ে নাম লেখালেন মেসি, সেই আলভারেজই এরপর দেখালেন জাদু। ৩৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল পাওয়ামাত্র একাই চলে যান ক্রোয়েট রক্ষণদুর্গে। বক্সে থাকা দুই ডিফেন্ডারকে কাটিয়ে চোখধাঁধানো গোল করেন এই সেন্টার-ফরোয়ার্ড।
৬৯ মিনিটের সময় দেখা যায় মেসি-আলভারেজ জুটির ম্যাজিক। ঘিরে থাকা ক্রোয়েট ডিফেন্ডারদের কাটিয়ে পাস দেন আলভারেজ। বাকি কাজটুকু সুন্দরমতো সারেন আলভারেজ।
গতকালের সেমিফাইনাল তো আছেই, পুরো টুর্নামেন্টে মেসি, আলভারেজ আছেন দারুণ ছন্দে। কাতার বিশ্বকাপে মেসি করেছেন ৫ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যুগ্মভাবে এই বিশ্বকাপের শীর্ষ গোলদাতা আর্জেন্টাইন অধিনায়ক। আর আলভারেজ করেছেন ৪ গোল, ১ গোলে অ্যাসিস্ট করেছেন।
১০ বছর আগে লিওনেল মেসির ভক্ত হিসেবে ছবি তুলেছিলেন হুলিয়ান আলভারেজ। সেই মেসি আর আলভারেজ দুজনেই এখন একসঙ্গে খেলছেন আর্জেন্টিনার জার্সিতে। কাতার বিশ্বকাপে রীতিমতো রাজত্ব করছেন এ দুই আর্জেন্টাইন। এ দুই ফরোয়ার্ডের কাঁধে চড়ে ষষ্ঠবারের মতো ফাইনালে উঠল আর্জেন্টিনা।
গতকাল লুসাইলে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম গোলটি করেন মেসি। গোলটিতে পরোক্ষ অবদান আছে আলভারেজের। ৩২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ক্রোয়াট গোলরক্ষক দমিনিক লিভাকোভিচকে একা পেয়ে যান আলভারেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ড শট নেওয়ার মুহূর্তে তাঁকে ফাউল করে বসেন লিভাকোভিচ। আর্জেন্টিনা তো পেনাল্টি পেয়েছেই, একই সঙ্গে হলুদ কার্ড দেখেছেন ক্রোয়াট গোলরক্ষক। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি।
যে আলভারেজের কল্যাণে রেকর্ড বইয়ে নাম লেখালেন মেসি, সেই আলভারেজই এরপর দেখালেন জাদু। ৩৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল পাওয়ামাত্র একাই চলে যান ক্রোয়েট রক্ষণদুর্গে। বক্সে থাকা দুই ডিফেন্ডারকে কাটিয়ে চোখধাঁধানো গোল করেন এই সেন্টার-ফরোয়ার্ড।
৬৯ মিনিটের সময় দেখা যায় মেসি-আলভারেজ জুটির ম্যাজিক। ঘিরে থাকা ক্রোয়েট ডিফেন্ডারদের কাটিয়ে পাস দেন আলভারেজ। বাকি কাজটুকু সুন্দরমতো সারেন আলভারেজ।
গতকালের সেমিফাইনাল তো আছেই, পুরো টুর্নামেন্টে মেসি, আলভারেজ আছেন দারুণ ছন্দে। কাতার বিশ্বকাপে মেসি করেছেন ৫ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যুগ্মভাবে এই বিশ্বকাপের শীর্ষ গোলদাতা আর্জেন্টাইন অধিনায়ক। আর আলভারেজ করেছেন ৪ গোল, ১ গোলে অ্যাসিস্ট করেছেন।
বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩০ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগেসাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে