ক্রীড়া ডেস্ক
বেচারা ডেভিড দি হিয়ার অনুভূতিটা আঁচ করতে পারলে সহানুভূতি জানাবেন যে কেউ! তাঁকে ফাঁকি দিয়ে বারবার বল জড়াচ্ছে জালে, আর কুড়িয়ে আনছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক। এ কথাটুকুই ম্যাচের ফল বোঝার জন্য যথেষ্ট।
ঠিকই ধরেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডের মহা মর্যাদার ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানইউকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল।
ওল্ড ট্রাফোর্ডে আজ হ্যাটট্রিক করেছেন লিভারপুলের মিসরীয় তারকা মোহামেদ সালাহ। সেটিও মাত্র ১৭ মিনিটের ব্যবধানে। অন্য দুই গোল নাবি কেইটা ও দিয়োগো জোতার।
দুর্দান্ত এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এল লিভারপুল, সাতে নেমে গেল ম্যানইউ। ৯ ম্যাচে ইয়ুর্গেন ক্লপের দলের পয়েন্ট ২১। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ২২।
ম্যাচের পঞ্চম মিনিটেই সালাহর অ্যাসিস্ট থেকে কেইটা গোল করলে এগিয়ে যায় লিভারপুল। ১৩ মিনিটে ব্যবধান বাড়ান জোতা। কদিন আগে আতালান্তার বিপক্ষে এভাবেই দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচ জিতেছিল রোনালদোর ম্যানইউ। কিন্তু আজ যেন তাঁকে খুঁজেই পাওয়া গেল না!
রোনালদোর নিষ্প্রভ থাকার দিনে জোড়া গোলের ধাক্কাও আর কাটিয়ে উঠতে পারেনি ম্যানইউ। ওলে গুনার সুলশারের দলের ভঙ্গুর ডিফেন্সের সুযোগ নিয়ে তাদের সর্ষে ফুল দেখিয়ে দেন সালাহ। ফর্মের তুঙ্গে থাকা এ স্ট্রাইকার ‘চোখের পলকে’ করে ফেলেন জোড়া গোল। তাতে হালি পূরণ করে বিরতিতে যায় লিভারপুল।
বিরতি থেকে ফিরেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন সালাহ। পাঁচ গোল খেয়ে হুঁশ ফেরে সুলশার শিষ্যদের। ৫২ মিনিটে জালের দেখা পান রোনালদো। কিন্তু বিধি বাম! অফসাইডে বাতিল হয় সেটি।
৬০ মিনিটে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আসে পল পগবার লাল কার্ড দেখে মাঠ ছাড়া। কেইটা বাজেভাবে ফাউল করেন পগবা। শুরুতে রেফারি হলুদ কার্ড দেখালেও ভিএআরের সহায়তায় মাঠ ছাড়া করেন ফরাসি তারকাকে।
তবে প্রথম ঘণ্টার উত্তাপটা আর শেষ আধ ঘণ্টায় দেখা যায়নি। লিভারপুল ম্যাচ জেতে ওই পাঁচ গোলেই। সেটাই বা কম কী! এই পাঁচ গোল হজম করতেই যে ম্যানইউয়ের অনেক সময় লেগে যাবে।
বেচারা ডেভিড দি হিয়ার অনুভূতিটা আঁচ করতে পারলে সহানুভূতি জানাবেন যে কেউ! তাঁকে ফাঁকি দিয়ে বারবার বল জড়াচ্ছে জালে, আর কুড়িয়ে আনছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক। এ কথাটুকুই ম্যাচের ফল বোঝার জন্য যথেষ্ট।
ঠিকই ধরেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডের মহা মর্যাদার ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানইউকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল।
ওল্ড ট্রাফোর্ডে আজ হ্যাটট্রিক করেছেন লিভারপুলের মিসরীয় তারকা মোহামেদ সালাহ। সেটিও মাত্র ১৭ মিনিটের ব্যবধানে। অন্য দুই গোল নাবি কেইটা ও দিয়োগো জোতার।
দুর্দান্ত এ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এল লিভারপুল, সাতে নেমে গেল ম্যানইউ। ৯ ম্যাচে ইয়ুর্গেন ক্লপের দলের পয়েন্ট ২১। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ২২।
ম্যাচের পঞ্চম মিনিটেই সালাহর অ্যাসিস্ট থেকে কেইটা গোল করলে এগিয়ে যায় লিভারপুল। ১৩ মিনিটে ব্যবধান বাড়ান জোতা। কদিন আগে আতালান্তার বিপক্ষে এভাবেই দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচ জিতেছিল রোনালদোর ম্যানইউ। কিন্তু আজ যেন তাঁকে খুঁজেই পাওয়া গেল না!
রোনালদোর নিষ্প্রভ থাকার দিনে জোড়া গোলের ধাক্কাও আর কাটিয়ে উঠতে পারেনি ম্যানইউ। ওলে গুনার সুলশারের দলের ভঙ্গুর ডিফেন্সের সুযোগ নিয়ে তাদের সর্ষে ফুল দেখিয়ে দেন সালাহ। ফর্মের তুঙ্গে থাকা এ স্ট্রাইকার ‘চোখের পলকে’ করে ফেলেন জোড়া গোল। তাতে হালি পূরণ করে বিরতিতে যায় লিভারপুল।
বিরতি থেকে ফিরেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন সালাহ। পাঁচ গোল খেয়ে হুঁশ ফেরে সুলশার শিষ্যদের। ৫২ মিনিটে জালের দেখা পান রোনালদো। কিন্তু বিধি বাম! অফসাইডে বাতিল হয় সেটি।
৬০ মিনিটে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আসে পল পগবার লাল কার্ড দেখে মাঠ ছাড়া। কেইটা বাজেভাবে ফাউল করেন পগবা। শুরুতে রেফারি হলুদ কার্ড দেখালেও ভিএআরের সহায়তায় মাঠ ছাড়া করেন ফরাসি তারকাকে।
তবে প্রথম ঘণ্টার উত্তাপটা আর শেষ আধ ঘণ্টায় দেখা যায়নি। লিভারপুল ম্যাচ জেতে ওই পাঁচ গোলেই। সেটাই বা কম কী! এই পাঁচ গোল হজম করতেই যে ম্যানইউয়ের অনেক সময় লেগে যাবে।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৮ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১০ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে