Ajker Patrika

কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব

যে পথে সমাধান খুঁজছে বাফুফে

অনলাইন ডেস্ক
যে পথে সমাধান খুঁজছে বাফুফে

দেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা। এমনকি দলের অধিনায়ক সাবিনা খাতুনও। তাঁদের এমন দাবির মুখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্তাদেরও বসে থাকার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দ্রুততম সময়ে সমাধানের পথ খুঁজে বের করতে তাৎক্ষণিক সাত সদস্যের ইমার্জেন্সি কমিটিসহ আরও কয়েকটি পদক্ষেপ নিয়েছে বাফুফে।

এই কমিটির কাজ হবে নারী ফুটবলারদের ছয়টি অভিযোগ পুঙ্খানুপুঙ্খ যাচাই করা, তৃতীয় পক্ষের ইন্ধন আছে কি না, সেটি খতিয়ে দেখা, কোচ পিটার বাটলার ও নারী ফুটবলারদের জিজ্ঞাসাবাদ। এমনকি বাফুফের নারী উইংয়ের কোনো ব্যর্থতা থাকলেও ব্যবস্থা নেবে এই বিশেষ কমিটি। গতকাল যেমন আভাস দিলেন ইমার্জেন্সি কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানও, ‘আমরা সবার সঙ্গে কথা বলব। পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব। আসলে সমস্যাটা কোথায়, জানব। আশা করছি, সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে পারব। দরকার হলে নারী উইং কমিটির প্রধানের সঙ্গে কথা বলব। সবার সঙ্গে কথা বললে অনেক কিছু পরিষ্কার হবে। আর কেন এই পর্যায় পর্যন্ত বিষয়টি গড়াল, তা-ও জানার চেষ্টা করব। তবে এই দায় কার, তা এখনই বলতে পারব না। মাত্র তো দায়িত্ব দেওয়া হয়েছে। দেখা যাক কী হয়।’

গতকাল শুক্রবার ছুটির আমেজেই ছিলেন নারী ফুটবলাররা। বাফুফের ক্যাম্পে অন্য দিনের মতো সময় কেটেছে তাঁদের। কোচের বিরুদ্ধে অবস্থান নেওয়া ১৮ ফুটবলারের একজন মনিকা চাকমা বললেন, তাঁরা আগের সিদ্ধান্তেই অনড়। এখন কেবল তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার অপেক্ষা, ‘নতুন করে কী আর বলব। আমরা চাই সুন্দর একটা সমাধান।’ গত অক্টোবরে উইমেনস সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালেই এই বিতর্কের শুরু। তখন বিষয়টি প্রথম সামনে আনেন মনিকাই। এই মিডফিল্ডার বলেছিলেন, ‘পিটারের সঙ্গে সিনিয়রদের সম্পর্ক ভালো নয়, কোচ সিনিয়রদের পছন্দ করেন না।’

যদিও বিতর্কের ছাপ পড়েনি নারী ফুটবলারদের মাঠের খেলায়। ঠিকই নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখেন নারী ফুটবলাররা। বিতর্কের স্রোতেও পড়ে কিছুটা ভাটার টান। কিন্তু জানুয়ারির মাঝামাঝি পিটারের সঙ্গে বাফুফে দুই বছরের চুক্তির মেয়াদ বাড়ালে শুরু হয় কানাঘুষা—দলের অনেকে নাকি এই ইংলিশ কোচের অধীনে থাকতে চান না। এরপর তো পিটারের ডাকা মিটিং এমনকি জিম সেশনেও যোগ দেননি ক্যাম্পে থাকা ১৮ নারী ফুটবলার। সর্বশেষ বৃহস্পতিবার কোচের বিরুদ্ধে তিন পৃষ্ঠার অভিযোগপত্র বাফুফের হাতে দেন তাঁরা।

বাফুফেও চাইছে বিষয়টি দ্রুত সমাধান করতে। যেহেতু পিটারের সঙ্গে দুই বছরের চুক্তি করেই ফেলেছে বাফুফে। তাই চাইলেই তাঁকে বিদায় করতে পারবে না। নারী ফুটবলারদের আনা অভিযোগের যদি প্রমাণ মেলে বা পিটার দোষী সাব্যস্ত হন, তাহলে হয়তো বরখাস্ত করতে পারবে ফেডারেশন। কিন্তু উপযুক্ত কারণ ছাড়া ছেঁটে ফেললে বাফুফেকে গুনতে হবে মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ। সূত্র জানিয়েছে, এই দিকটা মাথায় রেখে তদন্তকাজ চালিয়ে যাবে গঠিত কমিটি। নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের ইমার্জেন্সি কমিটির এক সদস্য বলেন, ‘মেয়েদের এমন অভিযোগ আমাদের খানিকটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এটা সমাধান করা সত্যি চ্যালেঞ্জিং হবে। তবু আমরা সভাপতির সঙ্গে আলোচনা করে তদন্তটা নিখুঁতভাবে করার চেষ্টা করছি।’

এদিকে ফুটবলের এমন টালমাটাল অবস্থার মধ্যে বাফুফে সভাপতি আছেন ইংল্যান্ডে রাজনৈতিক সফরে। তিনি কবে ফিরবেন, তা জানা যায়নি। এ বিষয়ে জানতে বৃহস্পতিবারই তাঁকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়, কিন্তু তিনি কোনো উত্তর দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত