ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের পর ২৪ ঘণ্টার মধ্যেই দ্বিতীয় জয় পেল আর্জেন্টিনা। সম্প্রতি আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কা। ১৬ জনের প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি এবং হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়াতে একটি চ্যারিটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা ফুটবল দল। এই উদ্যোগটি লিওনেল স্কালোনির কোচিং স্টাফ এবং দুই খেলোয়াড়—জার্মান পেজ্জেয়া ও লাউতারো মার্টিনেজের দ্বারা পরিচালিত হয়। যাঁরা ওই শহর থেকে এসেছেন।
টোমাস আদোলফো দুকো স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে। আনহেল কোরেয়া ও নিকো পাজের ঝলকে ২-০ গোলে জেতে আর্জেন্টিনা। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ বন্যাদুর্গত এলাকার একটি হাসপাতাল পুনর্গঠনে ব্যয় করা হবে।
ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনার বেঞ্চের ফুটবলাররাও নিজেদের ঝালিয়ে নিলেন। প্রীতি ম্যাচটি দুই অর্ধে ২০ মিনিট করে খেলা হয়। এটি একদিকে বন্যার্তদের সহায়তার উদ্যোগ ছিল, তেমনি স্কালোনির জন্য দলে রোটেশন করার সুযোগও তৈরি করে। যেসব খেলোয়াড় উরুগুয়ে ম্যাচে মাঠে নামেননি, তারা ব্রাজিল ম্যাচের আগে গুরুত্বপূর্ণ কিছু সময় মাঠে কাটানোর সুযোগ পান। কোরেয়া ও নিকো দুজনই একটি করে গোল করেন।
আগামী মঙ্গলবার রাতে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা। তার আগে বাছাইপর্বের ১৩ তম রাউন্ডে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আর্জেন্টিনা।
প্রীতি ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশ: ওয়াল্তার বেনিতেজ, হুয়ান ফোয়েথ, জার্মান পেজ্জেয়া, লিওনার্দো বালর্দি, ফাকুন্দো মেদিনা, এক্সেকিয়েল পালাসিওস, ম্যাক্সিমো পেরোনে, নিকো পাজ, অ্যাঞ্জেল কোরেয়া, বেঞ্জামিন ডোমিঙ্গেজ ও সান্তিয়াগো ক্যাস্ত্রো।
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ একাদশ: জেরোনিমো রুল্লি, দিলান গোরোসিতো, ভালেন্তে পিয়েরানি, টোবিয়াস রামিরেজ, তেও পাগানো, ভালেন্তিনো আকুনা, মিল্তন দেলগাদো, লাউতারো মিয়ান, ইয়ান সুবিয়াব্রে, সান্তিয়াগো হিদালগো, দিলান আকুইনো।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের পর ২৪ ঘণ্টার মধ্যেই দ্বিতীয় জয় পেল আর্জেন্টিনা। সম্প্রতি আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কা। ১৬ জনের প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি এবং হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়াতে একটি চ্যারিটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা ফুটবল দল। এই উদ্যোগটি লিওনেল স্কালোনির কোচিং স্টাফ এবং দুই খেলোয়াড়—জার্মান পেজ্জেয়া ও লাউতারো মার্টিনেজের দ্বারা পরিচালিত হয়। যাঁরা ওই শহর থেকে এসেছেন।
টোমাস আদোলফো দুকো স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে। আনহেল কোরেয়া ও নিকো পাজের ঝলকে ২-০ গোলে জেতে আর্জেন্টিনা। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ বন্যাদুর্গত এলাকার একটি হাসপাতাল পুনর্গঠনে ব্যয় করা হবে।
ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনার বেঞ্চের ফুটবলাররাও নিজেদের ঝালিয়ে নিলেন। প্রীতি ম্যাচটি দুই অর্ধে ২০ মিনিট করে খেলা হয়। এটি একদিকে বন্যার্তদের সহায়তার উদ্যোগ ছিল, তেমনি স্কালোনির জন্য দলে রোটেশন করার সুযোগও তৈরি করে। যেসব খেলোয়াড় উরুগুয়ে ম্যাচে মাঠে নামেননি, তারা ব্রাজিল ম্যাচের আগে গুরুত্বপূর্ণ কিছু সময় মাঠে কাটানোর সুযোগ পান। কোরেয়া ও নিকো দুজনই একটি করে গোল করেন।
আগামী মঙ্গলবার রাতে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা। তার আগে বাছাইপর্বের ১৩ তম রাউন্ডে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আর্জেন্টিনা।
প্রীতি ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশ: ওয়াল্তার বেনিতেজ, হুয়ান ফোয়েথ, জার্মান পেজ্জেয়া, লিওনার্দো বালর্দি, ফাকুন্দো মেদিনা, এক্সেকিয়েল পালাসিওস, ম্যাক্সিমো পেরোনে, নিকো পাজ, অ্যাঞ্জেল কোরেয়া, বেঞ্জামিন ডোমিঙ্গেজ ও সান্তিয়াগো ক্যাস্ত্রো।
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ একাদশ: জেরোনিমো রুল্লি, দিলান গোরোসিতো, ভালেন্তে পিয়েরানি, টোবিয়াস রামিরেজ, তেও পাগানো, ভালেন্তিনো আকুনা, মিল্তন দেলগাদো, লাউতারো মিয়ান, ইয়ান সুবিয়াব্রে, সান্তিয়াগো হিদালগো, দিলান আকুইনো।
দেশ-বিদেশের অনেকেই আজ বাংলাদেশকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের পাশাপাশি বিদেশের রাষ্ট্রপ্রধানরা পৃথক বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর ক্লাবও জানিয়েছে শুভেচ্ছা।
১ ঘণ্টা আগেএকপেশে ম্যাচ হলেও ব্রাজিল-আর্জেন্টিনা খেললে সেখানে উত্তাপ না থেকে কি পারে! এস্তাদিও মাস মনুমেন্তালে আজ রেফারিকে বারবার হস্তক্ষেপ করতে হয়েছে দুই দলের ফুটবলারদের মধ্যে ঝগড়া থামাতে। ম্যাড়মেড়ে ম্যাচে তাই রদ্রিগো ও লিয়ান্দ্রো পারেদেসের মধ্যে কথার লড়াই যোগ করেছে বাড়তি মাত্রা।
২ ঘণ্টা আগে২০২০ সালের ২৫ নভেম্বর ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু হলেও চিকিৎসাজনিত অবহেলার অভিযোগ করছেন পরিবারের সদস্যেরা। সাত স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে আনা হয়েছে এমন অভিযোগ। ম্যারাডোনার মৃত্যু নিয়ে আদালতে চলছে বিচার কার্যক্রম। এই বিচার কাজ চলার সময় গ্রেপ্তার হয়েছেন ম্যারাডোনার সাবেক দেহরক্ষী।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতে গিয়েছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে আজ নিউজিল্যান্ড-পাকিস্তান পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি হয়ে ওঠে শুধুই নিয়মরক্ষার। আনুষ্ঠানিকতার ম্যাচে নিউজিল্যান্ড তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। দুর্দান্ত জয়ের পথে কিউইরা গড়ল নতুন এক রেকর্ড।
৩ ঘণ্টা আগে