ক্রীড়া ডেস্ক
ঢাকা: হারলেই বিদায় এমন সমীকরণে খেলতে নেমে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে জার্মানি। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াতে সময় নেয়নি জার্মানরা। একের পর এক আক্রমণের ঝড় তুলে জোয়াকিম লোর দল পেয়েছে ৪-২ গোলের জয়। জার্মানির জয়ে 'এফ' গ্রুপের সেরা দুই দল কারা জানতে এখন অপেক্ষা করতে হবে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত।
ইউরোর ইতিহাসে এই প্রথম ৪ গোল হজম করল পর্তুগাল। এক ম্যাচে ২টি আত্মঘাতী গোলও এই প্রথম দেখা গেল ইউরোতে। জার্মানির আলিয়েঞ্জ এরিনাতে এদিন শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে জার্মানি।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবলের পসরা সাজায় জার্মানি। জায়গা বের করে নিয়ে নিজেদের মধ্যে ছোট ছোট পাসে চেপে ধরে পর্তুগালের রক্ষণভাগ। বল জালে জড়াতেও সময় লাগেনি। তবে ভারে বাতিল হয়ে যায় ন্যাব্রির গোল।
গোল বাতিলের পর যেন আরও বেশি চড়াও হন জার্মানির জসুয়া কিমিখ, কাইল হ্যাভার্টজরা। পর্তুগাল খানিকটা নিচে নেমে আসতে বাধ্য হয় আক্রমণের চাপ সামলাতে। মুহূর্তেই প্রতি–আক্রমণে ওঠে পর্তুগাল। কিছু বুঝে ওঠার আগেই দিয়োগো জোতার বাড়ানো বলে ক্রিস্টিয়ানো রোনালদোর ঝলক। তবে মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে সুর বেঁধে দিয়েছিলেন বার্নাডো সিলভা। ১-০ তে এগিয়ে যায় পর্তুগাল। বারবার জায়গা পরিবর্তন করে রোনালদো যেন এরকম একটা সুযোগই খুঁজছিলেন।
দারুণ আধিপত্য বিস্তার করে খেলা জার্মানি গোল শোধে আরও বেশি বেশি মরিয়া হয়ে ওঠে এবার। বাম প্রান্ত দিয়ে কখনো রুডিগার, ডান দিক দিয়ে কিমিখ। মুহুর্মুহু সাড়াশি আক্রমণে বিধ্বস্ত করে দেয় পর্তুগালের রক্ষণদুর্গ। চার মিনিটের ব্যবধানে ২-১–এ এগিয়ে যায় জোয়াকিম লোর দল।
৩৫ মিনিটে মাঝমাঠ থেকে গোছানো আক্রমণে ডি বক্সের ভেতরে রুবেন গোসেন বল বাড়িয়েছিলেন হ্যাভার্টজকে। তবে রুবেন দিয়াসের পায়ে লেগে আত্মঘাতী গোল পেয়ে যায় জার্মানি। ৩৯ মিনিটে আবারও আত্মঘাতী গোল খেয়ে বসে পর্তুগাল। এবার ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন কিমিখ। সতীর্থদের উদ্দেশ্যে বল বাড়ালেও রাফায়েল গেরেইরোর পায়ে লেগে বল পর্তুগালের জালে।
দুটি গোলই প্রতিপক্ষের পায়ে লেগে হলেও আসল কৃতিত্বটা জার্মান আক্রমণ ভাগের। তাদের আক্রমণে চাপ সামাল দিতেই খেই হারিয়ে নিজেদের জালেই বল জড়িয়েছেন দিয়াস, গেরেইরোরা। প্রথমার্ধে রোনালদোর গোল বাদ দিলে পুরোটা সময় প্রভাব বিস্তার করে খেলেছে জার্মানি। প্রথমার্ধের শেষ দিকে অবশ্য মাথাচাড়া দেয় পর্তুগাল তবে কাজের কাজ করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যান রোনালদোরা।
প্রথমার্ধে দুর্দান্ত খেলা হ্যাভার্টজ দ্বিতীয়ার্ধেও ছিলেন দুর্দান্ত। কখনো ওপরে উঠে আক্রমণে সাহায্য করেছেন, কখনো নিচে নেমে পর্তুগালের আক্রমণ প্রতিহত করেছেন। যেখানেই বল সেখানেই যেন হ্যাভার্টজ। হ্যাভার্টজের ছন্দে তাল মিলিয়ে আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে জার্মানরা। ৫১ মিনিটে কিমিখের ক্রসে গোসেনের দুর্দান্ত হেডে ম্যাচ থেকে ছিটকে দেন পর্তুগালকে। ৯ মিনিট পর অবশ্য ব্যবধান কমান জোতা। টাচলাইন থেকে রোনালদোর বাড়ানো বলে 'ট্যাপ ইন' করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
৪-২ গোলে পিছিয়ে পড়া পর্তুগাল কিছুটা রক্ষা পায় দ্বিতীয়ার্ধে রেনেতা সানচেজকে নামিয়ে। শেষদিকে মাঝমাঠে কিছুটা দখল নেয় পর্তুগাল। তবে বাকি সময়েও ম্যাচের লাগাম ছিল জার্মানির হাতেই। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা।
ঢাকা: হারলেই বিদায় এমন সমীকরণে খেলতে নেমে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে জার্মানি। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াতে সময় নেয়নি জার্মানরা। একের পর এক আক্রমণের ঝড় তুলে জোয়াকিম লোর দল পেয়েছে ৪-২ গোলের জয়। জার্মানির জয়ে 'এফ' গ্রুপের সেরা দুই দল কারা জানতে এখন অপেক্ষা করতে হবে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত।
ইউরোর ইতিহাসে এই প্রথম ৪ গোল হজম করল পর্তুগাল। এক ম্যাচে ২টি আত্মঘাতী গোলও এই প্রথম দেখা গেল ইউরোতে। জার্মানির আলিয়েঞ্জ এরিনাতে এদিন শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে জার্মানি।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবলের পসরা সাজায় জার্মানি। জায়গা বের করে নিয়ে নিজেদের মধ্যে ছোট ছোট পাসে চেপে ধরে পর্তুগালের রক্ষণভাগ। বল জালে জড়াতেও সময় লাগেনি। তবে ভারে বাতিল হয়ে যায় ন্যাব্রির গোল।
গোল বাতিলের পর যেন আরও বেশি চড়াও হন জার্মানির জসুয়া কিমিখ, কাইল হ্যাভার্টজরা। পর্তুগাল খানিকটা নিচে নেমে আসতে বাধ্য হয় আক্রমণের চাপ সামলাতে। মুহূর্তেই প্রতি–আক্রমণে ওঠে পর্তুগাল। কিছু বুঝে ওঠার আগেই দিয়োগো জোতার বাড়ানো বলে ক্রিস্টিয়ানো রোনালদোর ঝলক। তবে মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে সুর বেঁধে দিয়েছিলেন বার্নাডো সিলভা। ১-০ তে এগিয়ে যায় পর্তুগাল। বারবার জায়গা পরিবর্তন করে রোনালদো যেন এরকম একটা সুযোগই খুঁজছিলেন।
দারুণ আধিপত্য বিস্তার করে খেলা জার্মানি গোল শোধে আরও বেশি বেশি মরিয়া হয়ে ওঠে এবার। বাম প্রান্ত দিয়ে কখনো রুডিগার, ডান দিক দিয়ে কিমিখ। মুহুর্মুহু সাড়াশি আক্রমণে বিধ্বস্ত করে দেয় পর্তুগালের রক্ষণদুর্গ। চার মিনিটের ব্যবধানে ২-১–এ এগিয়ে যায় জোয়াকিম লোর দল।
৩৫ মিনিটে মাঝমাঠ থেকে গোছানো আক্রমণে ডি বক্সের ভেতরে রুবেন গোসেন বল বাড়িয়েছিলেন হ্যাভার্টজকে। তবে রুবেন দিয়াসের পায়ে লেগে আত্মঘাতী গোল পেয়ে যায় জার্মানি। ৩৯ মিনিটে আবারও আত্মঘাতী গোল খেয়ে বসে পর্তুগাল। এবার ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন কিমিখ। সতীর্থদের উদ্দেশ্যে বল বাড়ালেও রাফায়েল গেরেইরোর পায়ে লেগে বল পর্তুগালের জালে।
দুটি গোলই প্রতিপক্ষের পায়ে লেগে হলেও আসল কৃতিত্বটা জার্মান আক্রমণ ভাগের। তাদের আক্রমণে চাপ সামাল দিতেই খেই হারিয়ে নিজেদের জালেই বল জড়িয়েছেন দিয়াস, গেরেইরোরা। প্রথমার্ধে রোনালদোর গোল বাদ দিলে পুরোটা সময় প্রভাব বিস্তার করে খেলেছে জার্মানি। প্রথমার্ধের শেষ দিকে অবশ্য মাথাচাড়া দেয় পর্তুগাল তবে কাজের কাজ করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যান রোনালদোরা।
প্রথমার্ধে দুর্দান্ত খেলা হ্যাভার্টজ দ্বিতীয়ার্ধেও ছিলেন দুর্দান্ত। কখনো ওপরে উঠে আক্রমণে সাহায্য করেছেন, কখনো নিচে নেমে পর্তুগালের আক্রমণ প্রতিহত করেছেন। যেখানেই বল সেখানেই যেন হ্যাভার্টজ। হ্যাভার্টজের ছন্দে তাল মিলিয়ে আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে জার্মানরা। ৫১ মিনিটে কিমিখের ক্রসে গোসেনের দুর্দান্ত হেডে ম্যাচ থেকে ছিটকে দেন পর্তুগালকে। ৯ মিনিট পর অবশ্য ব্যবধান কমান জোতা। টাচলাইন থেকে রোনালদোর বাড়ানো বলে 'ট্যাপ ইন' করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
৪-২ গোলে পিছিয়ে পড়া পর্তুগাল কিছুটা রক্ষা পায় দ্বিতীয়ার্ধে রেনেতা সানচেজকে নামিয়ে। শেষদিকে মাঝমাঠে কিছুটা দখল নেয় পর্তুগাল। তবে বাকি সময়েও ম্যাচের লাগাম ছিল জার্মানির হাতেই। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা।
এটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
১০ মিনিট আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৩ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৪ ঘণ্টা আগে