সিলেটে বিদ্যুৎ বিল বাকি, চিন্তায় বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৩ জুন ২০২২, ২১: ২৯

মালয়েশিয়া নারী ফুটবল দলের বিপক্ষে ২৩ ও ২৬ জুন দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। আট মাস পর মেয়েদের ম্যাচ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগ্রহের কমতি যেমন নেই, একই সঙ্গে দুশ্চিন্তার কারণ হয়েছে সিলেট জেলা স্টেডিয়ামের বকেয়া বিদ্যুৎ বিল! 

সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ দুটি ফ্লাডলাইটের আলোয় হওয়ার কথা থাকলেও বকেয়া বিদ্যুৎ বিলের কথা ভেবে আলো জ্বালাতে অনীহা সিলেট জেলা প্রশাসনের। স্টেডিয়ামের সমস্ত বিদ্যুৎ বিল জেলা ক্রীড়া সংস্থার দেওয়ার কথা থাকলেও সেই বিল পরিশোধ হয়নি বলে আজ জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। 

মালয়েশিয়া ম্যাচের প্রস্তুতি নিয়ে আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে সোহাগ বলেছেন, ‘জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহা সেলিম আমাদের বলেছেন স্থানীয়ভাবে কথাবার্তা আমাদের জানাবেন। জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে দুই-একদিনের মধ্যে হয়ে যাবে। আমাদের ইচ্ছা আছে খেলাটা যেন ফ্লাডলাইটের মধ্যে খেলা হয়।’ 

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশ থাকায় বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ ফ্লাডলাইট নিয়ে দোটানায় সিলেট প্রশাসন। আন্তর্জাতিক দুই ম্যাচের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের ফ্লাডলাইটের ব্যবস্থা করে দেওয়ার কথা থাকলেও দুশ্চিন্তা কমছে না বাফুফের। সোহাগ বললেন, ‘শুধু দুটি ম্যাচই তো না, এই মাঠে বিপিএল ফুটবলের ম্যাচ হয়। অনেক কার্যক্রম থাকে সিলেট জেলা স্টেডিয়ামে। আমরা যেন এ যাত্রায় বিষয়টি সুরাহা করতে পারি সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য।’ 

ফ্লাডলাইট পাওয়া যাবে না ধরেই বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। মহিলা ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘ফ্লাডলাইটে যেহেতু সমস্যা আছে, আমরা নাও পেতে পারি। সে ক্ষেত্রে ম্যাচ হতে পারে বিকেল ৪টায়।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত