‘নেইমার পোকার খেলতেই পারে’ 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ২৯
Thumbnail image

সতীর্থকে নিয়ে কটাক্ষ করে কথা বলা খেলোয়াড়দের কাছে খুবই সাধারণ ব্যাপার। কদিন আগে নেইমারের পোকার খেলা নিয়ে খোঁচা দিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। তবে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের মতে, পোকার খেলার স্বাধীনতা নেইমারের রয়েছে। 

গত মঙ্গলবার পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় পিএসজি ও বায়ার্ন মিউনিখ। নেইমার মূল একাদশে থাকলেও বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন এমবাপ্পে। সেই ম্যাচে বায়ার্নের কাছে ১-০ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। ম্যাচে হারের কয়েক ঘণ্টা পর নেইমারকে ম্যাকডোনাল্ডসে পোকার খেলতে দেখা যায়। নেইমারের এই ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে কটাক্ষ করেন এমবাপ্পে। 

এমবাপ্পের কটাক্ষকে অবশ্য গুরুত্ব দিচ্ছেন না গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘রেস্তোরাঁয় নেইমারের ছবি নিয়ে কিলিয়ান কী বলেছে, তা নিয়ে কিছু বলতে চাইছি না। আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। যা ভেবেছি, তাই আমি বলেছি। ছুটির দিনে সে পোকার খেলতেই পারে। যেহেতু সে পোকার খেলতে পছন্দ করে। তার যে ছবি ভাইরাল হয়েছে, তা নিয়েই কথা বলেছি। এখানে ভুল বোঝাবুঝির কিছু নেই।’ 

চলতি মৌসুম পিএসজির জন্য অম্লমধুর মৌসুম। সব ধরনের প্রতিযোগিতা মিলে ১১ ম্যাচ খেলে সমান পাঁচটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে পিএসজি। একটি ম্যাচ ড্র করেছে প্যারিসিয়ানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত