ক্রীড়া ডেস্ক
স্পেনের নারী ফুটবলার জেনিফার হারমোসোকে সেই চুমুকাণ্ডের ঘটনার প্রায় দেড় বছর হতে যাচ্ছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতির এই বিতর্কিত কাণ্ড নিয়ে কত ঝড় বইয়ে গেছে। এবার সেই ঘটনা নিয়ে জেনিফারের ভাই রাফায়েল হারমোসো বিস্ফোরক কথা বলেছেন।
মাদ্রিদের এক আদালতে আজ সাক্ষ্য দিয়েছেন জেনিফারের ভাই রাফায়েল এবং তাঁর (জেনিফার) এক সতীর্থ। বিচারককে জেনিফারের ভাই বলেন, ‘সে (জেনিফার) অর্ধেক কান্নারত অবস্থায় আমাদের কাছে এসেছিল। চুম্বনের ঘটনাকে আড়াল করতে ভিন্ন রকম এক ভাব করতে বলা হয়েছিল তাকে। এ ঘটনায় তারা (ফেডারেশন) চাপ দিতে থাকে আমাদের সে (জেনিফার) জানিয়েছিল। সভাপতি আমার কাছে অনুরোধ করেছিলেন যাতে আমি তাকে (জেনি) বলি ঘটনাটা ভিডিও করে রাখি। সেটাই সবার জন্য ভালো হতো বলে তখন বলা হয়েছিল।’
দেড় বছর আগের ঘটনায় রুবিয়ালেসসহ চার জনের বিচার চলছে এখনো। অপর তিন জনের একজন স্পেন নারী ফুটবল দলের সাবেক কোচ হোর্হে ভিলদা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক দুই সদস্য। সেই চারজনই তাঁদের অপরাধ অস্বীকার করেছেন।
প্রসিকিউটর, হারমোসো এবং স্পেনের খেলোয়াড়দের সংগঠন রুবিয়ালেসের আড়াই বছরের জেল চাইছে। একই সঙ্গে ৫০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ ১৪ হাজার টাকা) ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি তিন জনেরই দেড় বছরের কারাদণ্ড চাইছেন প্রসিকিউটর, হারমোসো এবং স্পেনের খেলোয়াড়দের সংগঠন। বিচার কমপক্ষে ১০ দিন স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের আগস্টে হয়েছে নারী ফুটবল বিশ্বকাপ। সিডনিতে সেই নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল স্পেন। ফাইনালের পর রুবিয়ালেসকে জড়িয়ে ধরে হারমোসোর চুমুকাণ্ড ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। পরবর্তীতে এই নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল। পারস্পরিক সম্মতিতে এই চুমুর ঘটনা ঘটেছিল বলে রুবিয়ালেস দাবি করলেও হারমোসো বারবার অস্বীকার করেছেন। পরবর্তীতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে পদত্যাগই করেন রুবিয়ালেস।
স্পেনের নারী ফুটবলার জেনিফার হারমোসোকে সেই চুমুকাণ্ডের ঘটনার প্রায় দেড় বছর হতে যাচ্ছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতির এই বিতর্কিত কাণ্ড নিয়ে কত ঝড় বইয়ে গেছে। এবার সেই ঘটনা নিয়ে জেনিফারের ভাই রাফায়েল হারমোসো বিস্ফোরক কথা বলেছেন।
মাদ্রিদের এক আদালতে আজ সাক্ষ্য দিয়েছেন জেনিফারের ভাই রাফায়েল এবং তাঁর (জেনিফার) এক সতীর্থ। বিচারককে জেনিফারের ভাই বলেন, ‘সে (জেনিফার) অর্ধেক কান্নারত অবস্থায় আমাদের কাছে এসেছিল। চুম্বনের ঘটনাকে আড়াল করতে ভিন্ন রকম এক ভাব করতে বলা হয়েছিল তাকে। এ ঘটনায় তারা (ফেডারেশন) চাপ দিতে থাকে আমাদের সে (জেনিফার) জানিয়েছিল। সভাপতি আমার কাছে অনুরোধ করেছিলেন যাতে আমি তাকে (জেনি) বলি ঘটনাটা ভিডিও করে রাখি। সেটাই সবার জন্য ভালো হতো বলে তখন বলা হয়েছিল।’
দেড় বছর আগের ঘটনায় রুবিয়ালেসসহ চার জনের বিচার চলছে এখনো। অপর তিন জনের একজন স্পেন নারী ফুটবল দলের সাবেক কোচ হোর্হে ভিলদা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক দুই সদস্য। সেই চারজনই তাঁদের অপরাধ অস্বীকার করেছেন।
প্রসিকিউটর, হারমোসো এবং স্পেনের খেলোয়াড়দের সংগঠন রুবিয়ালেসের আড়াই বছরের জেল চাইছে। একই সঙ্গে ৫০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ ১৪ হাজার টাকা) ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি তিন জনেরই দেড় বছরের কারাদণ্ড চাইছেন প্রসিকিউটর, হারমোসো এবং স্পেনের খেলোয়াড়দের সংগঠন। বিচার কমপক্ষে ১০ দিন স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের আগস্টে হয়েছে নারী ফুটবল বিশ্বকাপ। সিডনিতে সেই নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল স্পেন। ফাইনালের পর রুবিয়ালেসকে জড়িয়ে ধরে হারমোসোর চুমুকাণ্ড ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। পরবর্তীতে এই নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল। পারস্পরিক সম্মতিতে এই চুমুর ঘটনা ঘটেছিল বলে রুবিয়ালেস দাবি করলেও হারমোসো বারবার অস্বীকার করেছেন। পরবর্তীতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে পদত্যাগই করেন রুবিয়ালেস।
আসছে জুলাইয়ে বেয়াল্লিশ ছাড়িয়ে তেতাল্লিশে পা রাখবেন জেমস অ্যান্ডারসন। এ বয়সে এসেও ইংল্যান্ডের সাবেক এই পেসার মনে করেন, আরও দুই তিন বছরে খেলার সামর্থ্য আছে তাঁর।
৮ ঘণ্টা আগেবুন্দেসলিগায় সেন্ট পাউলির বিপক্ষে গত শনিবার গোল করেছেন হ্যারি কেইন। তাঁর এবং লে রয় সানের জোড়া গোলের সুবাদে বায়ার্ন ম্যাচটি জেতে ৩-২ গোলে। এই ম্যাচে একটা কীর্তি গড়েছেন হ্যারি কেইন, আর সে কীর্তিতে বায়ার্নের ইংলিশ এই স্ট্রাইকার পাশে বসে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার।
৯ ঘণ্টা আগেএফএ কাপের কোয়ার্টার ফাইনালে রোববার চোট পেয়েছে মাঠ ছাড়েন আর্লিং হালান্ড। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর মাঠের বাইরে ছিটকে গেছেন হালান্ড। সেটা কত দিনের জন্য—প্রশ্ন এখন এটাই।
১০ ঘণ্টা আগেপ্রেমে মজেছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে উডসের প্রেমে পড়ার খবরটা নতুন কিছু নয়। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যানেসা ও উডস এক যৌথ বার্তায় পরস্পরের প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন। নতুন তথ্য, দুজনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন...
১০ ঘণ্টা আগে