ক্রীড়া ডেস্ক
বুন্দেসলিগায় সেন্ট পাউলির বিপক্ষে গত শনিবার গোল করেছেন হ্যারি কেইন। তাঁর এবং লে রয় সানের জোড়া গোলের সুবাদে বায়ার্ন ম্যাচটি জেতে ৩-২ গোলে। এই ম্যাচে একটা কীর্তি গড়েছেন হ্যারি কেইন, আর সে কীর্তিতে বায়ার্নের ইংলিশ এই স্ট্রাইকার পাশে বসে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার।
সে কীর্তিটি কি? বুন্দেসলিগায় মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষে গোল করা। চলতি বুন্দেসলিগায় ২২ গোল করা কেইন প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া ১৯ দলের বিপক্ষে গোল করার চক্র পূরণ করেন সেন্ট পাউলির বিপক্ষে গোল দিয়ে। বুন্দেসলিগায় এর চেয়ে বেশি ২৮ দলের মুখোমুখি হয়ে সব প্রতিপক্ষের বিপক্ষে গোল করার রেকর্ড মিরোস্লাভ ক্লোসার।
ইংলিশ প্রিমিয়ার লিগেও মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষেও গোল করার রেকর্ড কেইনের। ইংলিশ প্রিমিয়ার ৩২টি দলের বিপক্ষে খেলেছেন তিনি, গোল করেছেন সবার বিপক্ষেই।
২০২৩ সালের আগস্টে ইংলিশ প্রিমিয়ারের দল টটেনহাম হটস্পার ছেড়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমান কেইন। এরপর দলটির হয়ে বুন্দেসলিগায় ৫৭টি ম্যাচ খেলেন তিনি। গোল করেছেন ৫৮ টি। বিবিসি বলছে, এই সময়ে এত বেশি গোল বিশ্বের আর কোনো স্ট্রাইকারই করতে পারেননি। ৪৯টি গোল নিয়ে কেইনের কাছাকাছি আছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। এই সময়ে এমবাপ্পে ম্যাচ খেলেছেন ৫৬ টি।
বুন্দেসলিগায় সেন্ট পাউলির বিপক্ষে গত শনিবার গোল করেছেন হ্যারি কেইন। তাঁর এবং লে রয় সানের জোড়া গোলের সুবাদে বায়ার্ন ম্যাচটি জেতে ৩-২ গোলে। এই ম্যাচে একটা কীর্তি গড়েছেন হ্যারি কেইন, আর সে কীর্তিতে বায়ার্নের ইংলিশ এই স্ট্রাইকার পাশে বসে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার।
সে কীর্তিটি কি? বুন্দেসলিগায় মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষে গোল করা। চলতি বুন্দেসলিগায় ২২ গোল করা কেইন প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া ১৯ দলের বিপক্ষে গোল করার চক্র পূরণ করেন সেন্ট পাউলির বিপক্ষে গোল দিয়ে। বুন্দেসলিগায় এর চেয়ে বেশি ২৮ দলের মুখোমুখি হয়ে সব প্রতিপক্ষের বিপক্ষে গোল করার রেকর্ড মিরোস্লাভ ক্লোসার।
ইংলিশ প্রিমিয়ার লিগেও মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষেও গোল করার রেকর্ড কেইনের। ইংলিশ প্রিমিয়ার ৩২টি দলের বিপক্ষে খেলেছেন তিনি, গোল করেছেন সবার বিপক্ষেই।
২০২৩ সালের আগস্টে ইংলিশ প্রিমিয়ারের দল টটেনহাম হটস্পার ছেড়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমান কেইন। এরপর দলটির হয়ে বুন্দেসলিগায় ৫৭টি ম্যাচ খেলেন তিনি। গোল করেছেন ৫৮ টি। বিবিসি বলছে, এই সময়ে এত বেশি গোল বিশ্বের আর কোনো স্ট্রাইকারই করতে পারেননি। ৪৯টি গোল নিয়ে কেইনের কাছাকাছি আছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। এই সময়ে এমবাপ্পে ম্যাচ খেলেছেন ৫৬ টি।
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—অন্যতম জনপ্রিয় গানের এই ছত্রটা লিটন দাসের সঙ্গে ভালোভাবে মিলে গেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএর) খেলতে গিয়েছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
২৭ মিনিট আগেভুটানের নারী লিগে পারো এফসির হয়ে খেলবেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এক সপ্তাহ আগেই ভুটানে পৌঁছে অনুশীলন। শুরু করে দিয়েছেন তাঁরা। আজ ভুটানের বিমান ধরেছেন আরও পাঁচ ফুটবলার।
১ ঘণ্টা আগেহায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে অভিষেক শর্মার ব্যাটিংটা ছিল ভিডিও গেমসের মতোই। বোলারদের যেভাবে বলে কয়ে চার-ছক্কা মেরেছেন, সেটা দেখে অনেকেই তাজ্জব বনে গেছেন। বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের এই তরুণ ব্যাটার তছনছ করে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা।
১ ঘণ্টা আগেজয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ সারোয়ার ইমরান। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সে ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছে যে দলকে নিয়ে বেড়ে গেছে প্রত্যাশা।
২ ঘণ্টা আগে